যাঁরা নির্বোধ নন, এই চাকরি কেবল তাঁদের জন্যই। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দিয়েছিল এক সংস্থা। কিন্তু এহেন বিজ্ঞাপন দেখে বেজায় চটলেন নেটিজেনরা। সব মজাই যে আদতে মজা নয়, সে কথা মনে করিয়ে দিয়েছেন তাঁরা। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে একটি সংস্থা। কিন্তু কর্মসংস্থানের সুযোগ দেখে খুশি হওয়া দূরে থাক, উলটে চটে গেলেন স্থানীয় বাসিন্দারা। আর শুধু তাঁরাই নন, এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরাও। বিজ্ঞাপনের ভাষার জেরেই যে ক্ষুব্ধ হয়েছেন তাঁরা, সে কথাও সাফ বুঝিয়ে দিয়েছেন সকলেই।
আরও শুনুন:সন্তান জন্মের সময় যেন কুৎসিত না দেখায়, প্রসবের আগে মেক আপে ব্যস্ত মহিলা
কী ঘটেছে আসলে?
জানা গিয়েছে, ওহায়ো শহরের একটি পিজ্জার দোকানেই ঘটেছে এহেন কাণ্ড। সম্প্রতি ওই দোকানের বাইরে একটি পোস্টার টাঙিয়ে দেন কর্তৃপক্ষ। যাতে লেখা, ‘নাউ হায়ারিং নন-স্টুপিড পিপল’। অর্থাৎ, যারা নির্বোধ নন, কেবল তাদেরকেই চাকরি দেওয়া হচ্ছে। সংস্থাটির দাবি, ঠিকঠাক কর্মী পেতে বেশ সমস্যা হচ্ছিল তাদের। কয়েকজনকে নিয়োগ করে ট্রেনিং দিতে গিয়ে দেখা গিয়েছে, তারাও যথেষ্ট দক্ষ নয়, এমনকি কর্মী হিসেবে নৈতিক দায়িত্বটুকুও অনেকে পালন করতে নারাজ। এই পরিস্থিতিতে বেশ বিরক্ত হয়েই ওই বিজ্ঞপ্তি দিয়েছিল বলে জানিয়েছে সংস্থা। কিন্তু যতই সাফাই দেওয়া হক না কেন, এহেন শব্দ প্রয়োগ করাকে মোটেও ভাল চোখে দেখেননি অনেকেই। কেউ কেউ অবশ্য ভাল কর্মী পাওয়ার বিষয়টিকে সহানুভূতি দিয়ে দেখেছেন, তবে অধিকাংশেরই মত, ওই বিশেষ শব্দটি প্রয়োগ করে এক শ্রেণির মানুষকে অপমান করেছে সংস্থাটি।
আরও শুনুন: ভাই-বোনের মধ্যে সম্পর্ক কি বৈধ? পরীক্ষায় প্রশ্ন পাকিস্তানে, বরখাস্ত অধ্যাপক
বলা হয়, শব্দই নাকি ব্রহ্ম। সত্যিই, কথা এমনই জোরালো এক মাধ্যম যে কথা দিয়েই মানুষকে জুড়িয়ে দেওয়া যায়, আবার পুড়িয়েও দেওয়া যায়। কোনও নির্দোষ কথাও কেবল প্রকাশের ভঙ্গির জন্যই কাউকে চূড়ান্ত আঘাত করতে পারে। অনেকটা তেমন ঘটনাই ঘটেছে এক্ষেত্রে। মজা করে বিজ্ঞাপন দিতে চেয়েছিল সংস্থাটি। কিন্তু বলার ভুলে সে কথা আর নিছক তামাশা হয়ে রইল না, বরং অনেকেই এ কথাকে রীতিমতো অপমানজনক বলে মনে করেছেন। সব বিষয় নিয়েই যে ঠাট্টা তামাশা করা চলে না, সংস্থাটিকে সে কথাও মনে করিয়ে দিয়েছেন নেটিজেনরা।