কঠিন অসুখে ভুগছেন প্রাক্তন স্ত্রী। তিন বছর বিবাহবিচ্ছিন্ন থাকার পর এমন ঘটনা জেনে কী করলেন স্বামী? আসুন শুনে নিই।
বিবাহ বিচ্ছেদের পর অনেকেই নতুন করে জীবন শুরু করেন। তাই কারও দ্বিতীয় বিয়ে একেবারেই অবাক করার মতো ঘটনা নয়। কিন্তু কখনও শুনেছেন, কেউ নিজের প্রাক্তন স্ত্রীকেই আবার বিয়ে করলেন! শুনতে অবাক লাগলেও, এমনই কাণ্ড ঘটিয়েছেন এক চীনা ব্যক্তি। তিন বছর আগে বিচ্ছেদ হয়ে যাওয়া স্ত্রী-কেই ফের বিয়ে করেছেন তিনি। যার নেপথ্যে রয়েছে এক অদ্ভুত ভালোবাসার গল্প।
আরও শুনুন: প্রেম-সম্পর্ক সবই আছে থমকে! ‘পথের কাঁটা’ সরাতে খোদ তেজস্বীকেই চিঠি তরুণীর
বিভিন্ন কারণে অশান্তি, ঝগড়া-ঝাটি লেগেই থাকতো। দিনের পর দিন এসব সহ্য করতে করতে অতিষ্ট হয়ে পড়েন এক চীনা দম্পতি। দুজনেই বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তারপর কেটেছে তিন তিনটে বছর। আর এই ক’বছর এক বাড়িতেই থাকতেন দুজনে। থাকতেন দুই মেরুর দুজন মানুষ হয়ে। যাদের মহদ্যে শারীরিক বা মানসিক কোনও যোগাযোগই সম্ভব ছিল না। কিন্তু সাম্প্রতিক এক ঘটনার জেরে আমূল বদলে যায় দুজনের মধ্যেকার সব সমীকরণ। হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন স্ত্রী। তীব্র রক্তাল্পতা ধরা পড়ে তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, অবস্থা শোচনীয় বলেই ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রাক্তন স্ত্রীর এমন অবস্থায় মানসিকভাবে নিজেকে আর দূরে সরিয়ে রাখতে পারেননি সেই চীনা ব্যক্তি। সব কাজ ফেলে প্রাক্তন স্ত্রী-র পাশে এসে দাঁড়ান তিনি। সিদ্ধান্ত নেন পুনরায় তাঁকেই বিয়ে করার। আর সেই প্রস্তাবও তিনি দিয়ে বসেন প্রাক্তন স্ত্রীর হাসপাতালের বেডের পাশে বসেই। আর উল্টোদিকে সেই স্ত্রী কী করলেন? তিনিও আর দূরে সরে থাকতে চাননি। হাসপাতালের চিকিৎসকেরা শিঘ্রই তাঁকে আইসিইউ-তে শিফট করারা কথা ভাবছে জেনে, তড়িঘড়ি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে আবেদন করেন ওই চীনা ব্যক্তি। দ্বিতীয়বার বিয়ের দিন যুগলে হাসতে হাসতে রেজস্ট্রি অফিস থেকে বেরিয়ে আসছেন, এমন একটা ছবিই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে আবার তাঁদের হাতে রয়েছে দুখানা ছবি। একটি তাঁদের প্রথম বিয়ের, আরেকটি সদ্য তোলা দ্বিতীয় বিয়ের ছবি।
আরও শুনুন: ধুমধাম করে অন্তঃসত্ত্বা গাভীর সাধভক্ষণের আয়োজন, আশীর্বাদ নিতে নামল মানুষের ঢল
তবে এসবের পরও আক্ষেপ প্রকাশ পেয়েছে ওই চীনা ব্যক্তির কথায়। তিনি বলছেন, লোকে কত আনন্দ করে ফুল- ওয়াইন দিয়ে, আরও কতকিছু দিয়ে নিজেদের বিয়ে উদযাপন করে। সেখানে আমাদের, বিয়ে সেরেই হাসপাতালে ছুটতে হচ্ছে। তবে এই চীনা ব্যাক্তির কান্ড দেখে নেটিজেনরা যে আবাগে ভেসেছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। দুঃসময়ে যিনি পাশে এসে দাঁড়ান তিনিই তো পরম বন্ধু। আর এ ঘটনা এও প্রমাণ করে যে বিবাহবিচ্ছেদেও প্রেম শেষ হয়ে যায় না। ভালবাসা না থাকলে তিন বছর ধরে যোগাযোগ না থাকা স্ত্রীর অসুস্থতার খবর শুনে, পুরনো অভিমান-তিক্ততা ভুলে এভাবে এগিয়ে আসতে পারতেন না ওই ব্যাক্তি। তাই অনেকেই তাঁর ভালোবাসাকে কুর্নিশ জানিয়েছেন। অনেকে আবার মহিলার সুস্থতা কামনা করেছেন। নেটিজেনদের কাছ থেকে এহেন শুভেচ্ছা বার্তা পেয়ে মনে মনে সাহস পেয়েছেন ওই চীনা ব্যক্তিও। তাঁদের বিয়ের কিছুদিন পর নিজেই জানিয়েছেন স্ত্রী-র অবস্থা আগের থেকে ভালো। চিকিৎসায় যথেষ্ট সাড়া দিচ্ছেন তিনি। বলা বাহুল্য, এহেন খহবর পেয়ে নেটিজেনদের মধ্যেও বেশ খুশির আমেজই ধরা দিয়েছে।