সামাজিক পরিভাষা বদলে দিয়েছেন তিনি। তিনি ভরত জৈন। দেশের সবচাইতে ধনী ভিখারি। মুম্বই শহরে ফ্ল্যাট, দোকান আছে ভরতের। মাসিক আয় শুনলে উচ্চবিত্তও চমকাবে।
ভিখারি মানে অতি গরিব। এটাই সাধারণ ধারণা। কথায় বলে, এর পর ভিক্ষা করতে হবে। একজন মানুষ অর্থনৈতিক নিরাপত্তার তলানিতে পৌঁছালেই এমনটা বলে থাকেন। যাকে বলে ‘পথে বসা’। অর্থাৎ কি-না শব্দের পরিভাষা বদলে যায়, যদি বলা হয় ‘ধনী ভিখারি’। হ্যাঁ, তিনি শব্দের পরিভাষা বদলে দিয়েছেন। কারণ তিনি ভিখারি এবং বিরাট ধনী। দেশের সবচেয়ে ধনী ভিখারি। কে সেই আশ্চর্য মানুষ? মাসে কত টাকা আয় করেন তিনি?
চমকে দেওয়া মানুষটি হলেন ভরত জৈন। দেশের একাধিক সংবাদমাধ্যমের বক্তব্য, ভরতই ভারতের সবচাইতে ধনী ভিখারি। মূলত মুম্বইয়ের প্যারেল এলাকাতেই ভিক্ষা করেন। দীর্ঘদিন ধরে এই কাজ করে যে পরিমাণ সম্পত্তি তৈরি করেছেন ভরত, তা শুনলে চোখ কপালে উঠবে উচ্চ বিত্তের। ভরতের মাসিক আয় শুনলেও বাস্তবিক চমকাতে হয়। মাসে কত টাকা আয় করেন ভরত?
আরও শুনুন: সিনেমার মতো… রাস্তায় চলতে পারে আবার প্রয়োজনে উড়েও যেতে পারে এই গাড়ি
বছর ঊনপঞ্চাশের ভরতের মাসিক আয় ৭৫ হাজার টাকারও বেশি। আর সম্পত্তির পরিমাণ? সংবাদমাধ্যমগুলির রিপোর্ট অনুযায়ী একটি নয়, দুই দু’টি অ্যাপার্টমেন্ট রয়েছে ভরতের। যার এক-একটির দাম ৭০ লক্ষ টাকা। দুটি অ্যাপার্টমেন্টই না-কি বিলাসবহুল আসবাবে সাজানো। এছাড়াও ভরতের একটি দোকান রয়েছে মুম্বইয়ের সমুদ্রসৈকতে। সেই দোকান ভাড়া দিয়ে প্রতি মাসে ১০ হাজার টাকা আয় করেন।
আরও শুনুন: ভ্যাকসিনের ভায়াল দিয়ে ঝাড়বাতি তৈরি করে তাক লাগালেন নার্স
বাবা, দুই ভাই, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সুখের সংসার দেশের সবচাইতে ধনী ভিখারি ভরত জৈনের। অবলিলায় সামাজিক পরিভাষা বদলে দিয়েছেন যিনি।