দীপাবলিতে আলোর মালায় সেজে উঠবে রামমন্দির। অযোধ্যায় জ্বলবে লক্ষ লক্ষ প্রদীপ। তবে পরিবেশের তেমন ক্ষতি হবে না। আসন্ন উৎসবে এমনই ব্যবস্থা করা হয়েছে। ঠিক কীভাবে সম্ভব হবে এমনটা? আসুন শুনে নেওয়া যাক।
প্রদীপের আলোয় সাজবে রাম মন্দির। তবে সংখ্যায় কয়েক লক্ষ। তাই দূষণের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে রামমন্দিরে ঘটা করে দীপাবলি পালন না করলেও নয়। বুদ্ধি করে বিশেষ এক প্রদীপ জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
আরও শুনুন:
লাখ ছাড়াবে সোনার দাম! বিনিয়োগ বাড়াতেই ধনতেরসে সোনা কেনার ধুম?
দীপাবলি আলোর উৎসব। মূলত উত্তর ভারতেই এর রমরমা। বাংলাতেও অবশ্য আলোর খামতি থাকে না। কালীপুজো উপলক্ষে এখানেও একইভাবে আলোর মালায় সেজে ওঠে চারদিক। সেইসঙ্গে থাকে বাজি পোড়ানোর ধুম। নানা রকমের বাজি। একসময় বাংলার বিভিন্ন জায়গায় বাজির প্রদর্শনী হত। এখন সেসব সংখ্যায় কমেছে। কারণ একটাই, মাত্রাতিরিক্ত দূষণ। প্রতিবছর কালীপুজোর পর দেখা যায় বাতাসে দূষণের পরিমাণ বেড়েছে। তাই পরিবেশের কথা মাথায় রেখে বিভিন্ন বাজিতে নিষেধাজ্ঞা জারি করা হয় আজকাল। প্রশাসনের তরফে চলে কড়া নজরদারি। সেই তুলনায় প্রদীপের আলোয় দূষণ কম। তাই প্রদীপ দিয়ে সাজানোয় আপত্তি নেই। কিন্তু দূষণ একেবারে হয় না বলা ভুল। বিশেষ করে অনেক সংখ্যায় যদি প্রদীপ জ্বালানো হয়, তাহলে সমস্যা হতেই পারে। এদিকে দীপাবলি উপলক্ষে রামমন্দির কর্তৃপক্ষের ভাবনা, ২৮ লক্ষ প্রদীপ জ্বলবে মন্দিরে। অনেকেই মনে করেন, দীপাবলির সূচনা হয়েছিল এই অযোধ্যা নগরীতেই। রামের ফিরে আসা উদযাপন করতে আলোয় আলোয় সেজে উঠেছিল গোটা শহর। বর্তমানে সেই রাম জন্মভূমিতেই মন্দির তৈরি হয়েছে বলে ভক্তদের ধারণা। তাই সেখানে দীপাবলি উদযাপন রাজকীয় হতেই হয়। তাহলে দূষণ থেকে রেহায় মিলবে কী করে?
আরও শুনুন:
কালো বা নীল নয়, কালীর রং ধবধবে সাদা! কোথায় কোথায় হয় শ্বেতকালীর পুজো?
ভেবেছিন্তে বিশেষ ব্যবস্থা করেছে আযোধ্যার রাম মন্দির কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এবার রামমন্দিরে জ্বালানো হবে ‘পরিবেশ বান্ধব প্রদীপ’। এই প্রদীপে এমন মোম থাকবে যা পরিবেশের ক্ষতি করে না। অনেক প্রদীপ একসঙ্গে জ্বলে উঠলেও চিন্তার কিছু নেই। সাধারণ প্রদীপ দহনের ফলে যে কার্বন নির্গত হয়, এর থেকে তার সিকিভাগও হবে না। এমনকি প্রদীপ জ্বালানো অনেক সময় নীচে দাগ হয়ে যায়। এই প্রদীপে সেই ভয়ও নেই। কোথায় জ্বালানো হয়েছে তা বোঝাই যাবে না। মোদি জমানায় এর আগেও রাজকীয় ভাবে দীপাবলি উদযাপন হয়েছে উত্তরপ্রদেশে। অযোধ্যাকে সেই উদযাপনের প্রাণকেন্দ্র করা হয়েছে প্রতিবার। এবারেও ব্যতিক্রম হচ্ছে না। কিন্তু উৎসবের শেষে যে দূষণ বা অপরিচ্ছন্ন পরিবেশের ছবি সামনে আসে তা মোটেও কাম্য নয়। তাই আগেভাগে বিশেষ ব্যবস্থা করল মন্দির কর্তৃপক্ষ।