বহু বিতর্কের পর রামজন্মভূমি অযোধ্যায় প্রতিষ্ঠা হচ্ছে রামলালার মূর্তি। কিন্তু অযোধ্যার এই রাম মন্দিরে নাকি রামের মূর্তি থাকলেও থাকছে না সীতার মূর্তি। যেখানে রাম আছেন, সেখানে সীতা থাকবেন না কেন? তাহলে শুনেই নিন।
রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে অযোধ্যায় সাজো সাজো রব। দীর্ঘদিনের তর্কবিতর্ক, আইনি বিবাদ পেরিয়ে শেষ পর্যন্ত রামজন্মভূমিতে রামলালাকে প্রতিষ্ঠা করার পথে গেরুয়া শিবির। অযোধ্যার এই রামমন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তি প্রতিষ্ঠা করা হবে, তা নিয়েও আলাপ আলোচনার শেষ নেই। কিন্তু কেবল রামলালাই। সীতা সেখানে গরহাজির। হ্যাঁ, রামের পাশে সীতাকে দেখতেই যেখানে অভ্যস্ত ভক্তরা, সেখানে রামমন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির পাশে সীতার কোনও মূর্তি থাকছে না। মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে এমনটাই।
আরও শুনুন: শুধু অযোধ্যা নয়, দেশে রয়েছে আরও একাধিক রাম মন্দির… চেনেন সেসব?
এর আগে জানা গিয়েছিল, মন্দিরের গর্ভগৃহে যে রামের মূর্তি প্রতিষ্ঠা করা হবে, তার জন্য বিশেষ শিলার জোগান দিচ্ছে নেপাল। রামায়ণ জানায়, সীতাকে কৃষিক্ষেত্রে পেয়েছিলেন মিথিলার রাজা জনক। এদিকে অযোধ্যা আবার পুরাণ মতে রামের জন্মস্থান এবং সীতার শ্বশুরালয়। সীতা যেমন মিথিলা থেকে অযোধ্যায় এসেছিলেন, নেপাল থেকে অযোধ্যায় শিলা আনার প্রসঙ্গে সেই অনুষঙ্গই টেনেছিলেন কেউ কেউ। কিন্তু সীতার জন্মভূমি মিথিলা থেকে যেখানে উপহার আসছে রাম মন্দিরের জন্য, সেখানে রামজন্মভূমির সেই মন্দিরেই সীতার মূর্তি প্রতিষ্ঠা করা হবে না? আর বনবাসের সময়েও যে সীতা রামের সঙ্গ ছাড়েননি, তিনিই বা রামের পাশে স্থান পাবেন না কেন? এমন প্রশ্ন উঠেছে অনেকের মনেই।
আরও শুনুন: বিদেশের ‘অযোধ্যা’ থেকে আসছে মাটি, মিশে যাবে দেশের রাম মন্দিরে
আর সে প্রশ্নেরই উত্তর দিয়েছেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। তিনি জানিয়েছেন, মন্দিরের গর্ভগৃহে যেখানে রামলালা অবস্থান করবেন, সেখানে সীতার মূর্তি থাকছে না। কারণ রামলালা অর্থে বোঝানো হচ্ছে শিশু রামকে। এমনিতে অযোধ্যার যে জমি নিয়ে বছরের পর বছর ধরে মামলা চলে এসেছে আইনের খাতাতেও তার মালিক ছিলেন রামলালাই। অর্থাৎ রামের শিশুরূপকেই বাদী পক্ষ হিসেবে ধরা হয়েছিল। আইনের চোখে তিনি নাবালকই ছিলেন, তাই অযোধ্যা মামলায় প্রথমে রামলাল্লার প্রতিনিধিত্ব করতেন বিশ্ব হিন্দু পরিষদের তৎকালীন কার্যকরী সভাপতি দেওকীনন্দন আগরওয়াল। ১৯৮৯ সালে তাঁর হাত ধরেই রামলালার মামলা শুরু হয়। এদিকে তুলসীদাসের রামচরিতমানস জানাচ্ছে, সীতার বয়স যখন ১৮, তখন রামের বয়স ২৭। অতএব শিশু রামের ক্ষেত্রে বিয়ের প্রশ্ন আসছে না। আর সেই কারণেই রাম মন্দিরের গর্ভগৃহেও সীতার দেখা পাওয়া যাবে না বলেই জানিয়েছেন রাম মন্দির কর্তৃপক্ষ।