ভিনগ্রহীদের সঙ্গেই সঙ্গম করতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছিলেন এক পর্ন তারকা। তাঁর ইচ্ছা পূরণ হয়েছে কি না জানা যায়নি। তবে এই ব্যক্তি নাকি ভিনগ্রহীদের সঙ্গে সঙ্গম করে ফেলেছেন ইতিমধ্যেই। তাঁর ঔরসে জন্মাতে চলেছে ভিনগ্রহীর সন্তান, এমনটাই দাবি করে সাড়া ফেলে দিয়েছেন এক ব্যক্তি। তাঁর দাবি, তাঁর বীর্য নিয়ে গিয়েছে ভিনগ্রহীরা। ঠিক কী বলছেন তিনি? শুনে নেওয়া যাক।
ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা, তাদের সঙ্কেত পাঠানো, এসব এখন অতীত। ভিনগ্রহীদের সঙ্গে সরাসরি যৌন সঙ্গমেই নাকি লিপ্ত হচ্ছে মানুষ। অদূর ভবিষ্যতে কোনও ভিনগ্রহী পৃথিবীতে দেখা দিলে, হতে পারে সে মানুষেরই বংশধর। এমনটাই দাবি করেছেন এক ব্যক্তি। কিন্তু তাঁর এমন অভিনব দাবির কারণ কী? তাহলে খুলেই বলা যাক।
আরও শুনুন: ১৫ বছর ধরে সারাদিন চক খেয়েই কাটিয়েছেন মহিলা, নেপথ্যে কী কারণ জানেন?
মার্কিন যুক্তরাষ্ট্রের মাজুরি অঙ্গরাজ্যের বৃহত্তম শহর কানসাস। সেই শহরের বাসিন্দা জুলিয়াস জ্যাকব শিল্ডস দাবি করছেন, অদূর ভবিষ্যতে, কোনও ভিনগ্রহে জন্ম নিতে চলেছে তাঁর সন্তান। জুলিয়াসের দাবি, ভিনগ্রহীদের সঙ্গে তাঁর যোগাযোগ প্রায় বছর দশেকের। হঠাৎ একদিন তাঁর বাড়ির সামনে, প্লেটের আকৃতির এক ভাসমান যান নাকি দেখতে পান জুলিয়াস। তারপর সেই মহাকাশযান থেকে যে প্রাণীগুলি একে একে নেমে আসে, সেই প্রাণীগুলি প্রায় ৩-৪ ফুট লম্বা এবং তাদের তিনটি করে শুঁড় ছিল। জুলিয়াস জানাচ্ছেন, প্রথম দিকে তারা ওর সঙ্গে ভাল ব্যবহারই করছিল। তবে জুলিয়াসের মনে হত, তিনি এক গভীর ঘোর বা স্বপ্নের মধ্যে রয়েছেন। আর সেই স্বপ্নেই তিনি দেখেন, সম্ভবত এক মহিলা ভিনগ্রহী তার সঙ্গে যৌনসঙ্গম করতে চাইছে। জুলিয়াস বাধা দিতে চাইলেও ওই মহিলা তাঁকে ছাড়তে নারাজ। এই সময় জুলিয়াস হাতের নাগালে কিছু পেয়ে তা দিয়ে ওই ভিনগ্রহের প্রাণীটিকে আঘাত করে বসেন। কিন্তু তাতে হিতে বিপরীত ঘটে। এর পর থেকেই, ভিনগ্রহের প্রাণীগুলি একপ্রকার জোর জবরদস্তি করতে শুরু করে তাঁর ওপর। আলাদা আলাদা দেখতে নানারকমের ভিনগ্রহী প্রাণীদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করা হত তাঁকে। এই সময় ঘুম থেকে উঠে প্রায় দিনই নিজেকে সিক্ত অবস্থায় পেতেন জুলিয়ান। তবে আশ্চর্যের কথা হল, বীর্যপাতের কোনও চিহ্ন সেখানে থাকত না। জুলিয়াসের দাবি, এই ঘটনা চলেছিল প্রায় এক সপ্তাহ ধরে।
আরও শুনুন: পোশাক নয়, তরুণীর শরীর ঢাকা চকোলেটে! অভিনব ‘ডেসার্ট’ দেখে কী করলেন ব্যক্তি?
সবচেয়ে অবাক করা বিষয় হল, ভিনগ্রহীদের নিয়ে এই ধরনের স্বপ্ন জুলিয়াস কিন্তু একা দেখেননি। তাঁর দাবি, এক কাকার সাথে এ ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি জানতে পারেন, ওই ব্যক্তিও কাছাকাছি একই সময়ে সপ্তাহখানেক ধরে ওই ধরনের স্বপ্ন দেখেছেন। আর এ থেকেই জুলিয়াসের বিশ্বাস, ভিনগ্রহীরা কোনও বিশেষ পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁর বীর্য নিয়ে গেছে। তাহলে কি এবার ভিনগ্রহেও বংশবিস্তার করতে চলেছে মানুষ? সে কথার উত্তর হয়তো সময়ই দেবে।