মহাভারতে অর্জুনের নাকি দুহাতই চলত সমানে, আর তাই তাঁর নাম ছিল সব্যসাচী। তেমন খেতাব দাবি করতে পারে এই কিশোরীও। একইসঙ্গে দুহাতেই লিখতে পারে সে, তাও আবার নানারকম উপায়ে। আসুন, শুনে নেওয়া যাক।
দুহাত দিয়ে একসঙ্গে দুরকম কাজ করার চেষ্টা করে দেখেছেন কখনও? যতই চেষ্টা করুন না কেন, দুটো হাত যেন কিছুতেই কথা শোনে না। কিন্তু সতেরো বছর বয়সের এই কিশোরী সেই অসাধ্য সাধনই করে ফেলেছে। একই সময়ে একসঙ্গে দুহাত দিয়ে লিখতে পারে সে। আর এই বিস্ময়কর দক্ষতার দৌলতেই বিশ্বরেকর্ড গড়েছে সে।
আরও শুনুন: ২৬ হাজার আইসক্রিমের কাঠিতে ফুটল লেখকদের মুখ, রঙ্গোলি বানিয়ে রেকর্ড মা-মেয়ের
সোশ্যাল মিডিয়ার সূত্রে সম্প্রতি সামনে এসেছে এমনই এক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বোর্ডের সামনে দাঁড়িয়ে এক কিশোরী। তার দুহাতে চক। আর দুহাত একইসঙ্গে বাঁদিক থেকে ডানদিকে চলছে ঝড়ের গতিতে। বোর্ডে ফুটে উঠছে একের পর এক শব্দ। একটিই বাক্য লিখছে ওই কিশোরী, তবে দুহাতের সাহায্যে দ্রুত সেই বাক্য শেষ করে ফেলছে সে। কিশোরীর এহেন বিস্ময় প্রতিভা দেখে মুগ্ধ নেটদুনিয়া।
জানা গিয়েছে, ওই কিশোরীর নাম আদি স্বরূপা। কর্নাটকের ম্যাঙ্গালোরের বাসিন্দা এই বিস্ময় কিশোরী। ২০০৫ সালের ১৫ সেপ্টেম্বর জন্ম হয় তার। ছোটবেলা থেকেই তার মধ্যে এই আশ্চর্য দক্ষতা দেখা গিয়েছিল বলে জানিয়েছে কিশোরীর পরিবার। এক মিনিটে দুহাতে সবচেয়ে বেশি শব্দ লেখার জন্য ইতিমধ্যেই রেকর্ড তৈরি করেছে এই কিশোরী। ইংরেজি এবং কন্নড় দুই ভাষাতেই এক মিনিটে ৪৫টি শব্দ লিখতে পারে সে। পাশাপাশি তার দুহাতই চলে একই দিকে। অর্থাৎ, এই দুটি ভাষাতেই যেভাবে বাঁদিক থেকে ডানদিকে লেখা এগোয়, দুহাতেই সেই নিয়মে লেখে ওই কিশোরী। তবে উলটোটা, অর্থাৎ ডানদিক থেকে বাঁদিকেও সে লিখতে পারে সমানভাবে। কেবলমাত্র এই দুভাবেই নয়, মোট ১১ রকম ভাবে লিখতে পারে ওই কিশোরী। যার মধ্যে রয়েছে চোখ বেঁধে লেখাও।
আরও শুনুন: কনে নেড়া হলে তবেই বিয়েতে রাজি পাত্র, অদ্ভুত প্রথার নেপথ্য কারণ চমকপ্রদ
শুধু তাই নয়, ভিজুয়াল মেমোরি আর্ট-এর ক্ষেত্রেও রেকর্ড করেছে এই কিশোরী। জানা গিয়েছে, লাইন আর্টের মাধ্যমে বিভিন্ন বার্তা ফুটিয়ে তুলতে পারে ওই কিশোরী। শিক্ষাব্যবস্থার সমস্যা নিয়ে একটি ভিজুয়াল মেমোরি আর্ট তৈরি করে ২০২১ সালের ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এও ঠাঁই করে নিয়েছে সে। কিশোরীর এহেন আশ্চর্য কীর্তি দেখে এবার মুগ্ধতা উজাড় করে দিলেন নেটিজেনরাও।