এই গ্রামে জংলি চিতা বাঘকে প্রতিদিন খেতে দেন মন্দিরের পুরোহিত। এই গ্রামে ঘুরতে এসে এখানকার পাহাড়-নদী-জঙ্গলকে ভালবেসে থেকে গিয়েছেন প্রতাপ সিং ও তাঁর স্ত্রী। এই গ্রামের মানুষ ও বন্যপ্রাণের আশ্চর্য সহাবস্থান নিয়ে বই লিখেছেন সুন্দীপ ভূতোরিয়া। রাজস্থানের বেরা যেন রূপকথা।
মন্দিরে পুজো করছেন গাঁয়ের পুরোহিত। সেই মন্দিরের বারান্দায় বসে হাই তুলছে গোটা তিনেক চিতা বাঘ। আরও গোটা চারেক মন্দির-চাতালে ঘুর ঘুর করছে আর লেজ দোলাচ্ছে। পোষা না, রীতিমতো জংলি জিনিস। পুরোহিত পুজো শেষ হলে ওই বাঘেদের জন্য আনা দুধ ও জল নির্দিষ্ট পাত্রে ঢেলে দিচ্ছেন। শান্তশিষ্ট চিতার দল উঠে এসে সেই জল ও দুধ পান করছে। খাওয়া দাওয়া শেষে ইচ্ছে হলে টহল দিতে বেরিয়েও পড়ছে। কল্পনার মতো শুনতে, কিন্তু এই দৃশ্য বাস্তব। অভাবনীয় হলেও সত্যি। এ এক আশ্চর্য গ্রাম। যেখানে জঙ্গল, পাহাড়, নদী, বন্যপ্রাণ ও মানুষ একে অপরের আত্মীয়। কী নাম গ্রামের? কোথায় সেই গ্রাম?
আরও শুনুন: মাটি খুঁড়তেই যেন কথা বলে উঠল ইতিহাস… সন্ধান মিলল ১৫০০ বছরের পুরনো মন্দিরের
গ্রামের নামে বেরা, রাজস্থানের বেরা। এই গ্রাম চিতার জন্যই বিখ্যাত। গ্রামের ডাক নাম তাই ‘চিতার দেশ’। তবে কি-না এতক্ষণে আমাদের বোধগম্য হয়েছে, কেবল চিতা বাঘের কারণেই যে বেরা পরিচিত, এমনটা নয়। বরং স্থানীয় মানুষ ও বাঘেদের পাশাপাশি জীবনযাপনই পরিচিতির কারণ। তবে বেরার কথা এই কিছুদিন আগে অবধি খুব বেশি লোক জানত না, খবর প্রকাশ্যে আনেন সুন্দীপ ভূতোরিয়া। কীভাবে?
আরও শুনুন: ঘরে জলের কল খুললেই হু হু করে বেরোচ্ছে দিশি মদ? চোখ কপালে গেরস্থের
তিনি বেরা নিয়ে একটি বই লিখেছেন। উচ্চপ্রশংসিত সেই বইয়ের নাম ‘বেরা বন্ড’। ‘বেরা বন্ড’ সত্যি হলে বিদ্যা বালান অভিনীত ‘শেরনি’ মিথ্যে, অথবা উল্টোটা। কেন? কারণ দেশের সংবাদমাধ্যমগুলোতে এমন সংবাদ মাঝেমধ্যেই উঠে আসে, যেখানে হাতি, বাঘ, হায়নার মতো বন্যপ্রাণের মৃত্যু হয় মানুষের হাতে। কখনও আত্মরক্ষায়, কখনও বা পরিশ্রমের ফসল বাঁচাতে গিয়ে। অপরপক্ষে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটে। বাঘ সম্পর্কিত এমন গল্প নিয়েই তৈরি হয়েছিল বিদ্যা বালানের ‘শেরনি’। বেরা যাকে ভুল প্রমাণ করে। শুরুতে যে মন্দিরের কথা বলা হয়েছিল। যেখানে পুরোহিত, ভক্তদের পাশাপাশি চিতা বাঘও ঘুরে বেড়ায়, খাবার পায়, তা মোটেই গল্পকথা না। ওই শিব মন্দিরের হাতেগরম ছবি আছে সুন্দীপ ভুতোরিয়ার বইতে। সেই ছবি অবশ্যি সুন্দীপ তোলেননি, তুলেছেন প্রতাপ সিং। যে প্রতাপ সিংয়ের কারণে পর্যটকের ভিড় বাড়ছে বেরা গ্রামে। এইসঙ্গে মানুষ বুঝছে, বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব। কে এই প্রতাপ সিং?
বাকিটা শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।