পাহাড়, সমুদ্র কিংবা কোনও বিখ্যাত জঙ্গল নয়। নতুন বছরে দেশবাসীর ঘুরতে যাওয়ার প্রথম পছন্দ এক্কেবারে অন্য এক জায়গা। অনলাইন হোটেল বুকিং সংস্থা ওয়ো-র হিসাব অন্তত তাই বলছে। নতুন বছরে সবচেয়ে বেশি ওয়ো রুমের চাহিদা কোথায়? আসুন শুনে নিই।
বছরের প্রথম উইকেন্ডে কোনও ভাবেই মিস করা যাবে না। তাই নতুন বছর পড়তেই শুরু হয়েছে ব্যাগ গোছানো। তবে এবার আর পাহাড়, সমুদ্র নয়। নতুন বছরে সমতলের এক শহরই দেশবাসীর প্রথম পছন্দ। সম্প্রতি গোটা দেশের বিভিন্ন প্রদেশে হোটেল বুকিং-এর হিসাব প্রকাশ্যে এনে এমনই জানিয়েছেন ওয়ো প্রধান। যা দেখে রীতিমতো অবাক নেটদুনিয়া।
আরও শুনুন: রামলালার প্রতিষ্ঠার সময় মসজিদ-দরগাতেও উঠুক ‘জয় শ্রীরাম’ ধ্বনি, আহ্বান সংঘ নেতার
ঘুরতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে ঘুরতে গেলেই তো হল না, রাত কাটানোর ঠিকমতো হোটেলও চাই। আজকাল সহজেই সেই হোটেল বুকিং-এর ব্যবস্থা করে দেয় ওয়ো-র মতো সংস্থা। বাড়িতে বসেই দেশের যে কোনও জায়গার হোটেল বুক করে ফেলা, স্রেফ কয়েকটা ক্লিকের ব্যাপার। চেনা জায়গা তো বটেই, অচেনা অফবিট রুটেও সহজেই হোটেলের হদিশ দেয় ওয়ো। তবু কিছু চেনা জায়গাতেই প্রতি বছর লোকজনের ভিড় চোখে পড়ে। এবার হয়তো সেই হিসাব পুরোপুরি বদলাচ্ছে। সম্প্রতি নতুন বছরে কোথায় হোটেল বুকিং বেশি হল, সেই হিসাব প্রকাশ্যে এনেছেন ওয়ো। সেখানেই সংস্থার কর্ণধার রিতেশ-এর দাবি, চলতি বছরে একেবারে অন্য এক জায়গায় সবথেকে বেশি হোটেল বুকিং হয়েছে। এ বছর পাহাড় বা সমুদ্রে বেড়াতে যাওয়ায় বিশেষ ঝোঁক নেই অনেকেরই। সেই জায়গা দখল করেছে অযোধ্যা। রিতেশ-এর দাবি প্রায় ৮০% লোকজন নতুন বছরের শুরুর দিনে অয্যোধ্যায় রাত কাটানোর হোটেল খুঁজেছেন। বুকিং-ও সেরে ফেলেছেন অনেকেই। প্রথমে এমন হিসাব দেখে তিনি নিজেও বেশ অবাক হয়েছিলেন। তবু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেই কয়েকটা পরিচিত উইকেন্ড ডেস্টিনেশনের সঙ্গে অযোধ্যার তুলনা করে দেখেন। সেখানেও যা ফল আসে, তা বেশ অবাক করা। তাঁর দাবি, নতুন বছরে গোয়া-র থেকেও বেশি বুকিং হয়েছে অযোধ্যার হোটেল। আর সেই পার্থক্য যথেষ্টই। শুধু তাই নয়, একই তুলনা নৈনিতালের সঙ্গে করেও বেশ অবাক হন তিনি। এখানেও জয়ী অযোধ্যা।
আরও শুনুন: পুলওয়ামা হামলার মতোই রামমন্দিরও রাজনীতির চাল, বিস্ফোরক কর্নাটকের মন্ত্রী
হিসাব বলছে, নতুন বছরে ধর্মীয় স্থানে ভ্রমণের ঝোঁক রীতিমতো বাড়তে চলেছে। আর এই প্রবণতা আগামী ৫ বছরের জন্য বজায় থাকবে বলেই মনে করছেন ওয়ো প্রধান। আর সেক্ষেত্রে অযোধ্যাই হবে প্রথম পছন্দ। কেন এই প্রবণতা, তা আর বলার অপেক্ষা রাখে না। ঠিক ধরেছেন, রাম মন্দিরের কথাই বলছি। সব ঠিক থাকলে, জানুয়ারির ২২ তারিখ অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠা হতে চলেছে রামলালার মূর্তি। সেইসঙ্গে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। সেখানে রামলালার দর্শণ সারতে অযোধ্যায় ভিড় জমাবেন অনেকেই। তাই আগেভাগে এই হোটেল বুকিং। সেক্ষেত্রে ওয়ো-ই প্রথম পছন্দ। তাই পাহাড়, সমুদ্র ছেড়ে ওয়ো-তে শুরু হয়েছে অযোধ্যার হোটেল বুকিং।