শিশুকে ভোলানোর জন্য তার হাতে নিজের মোবাইল ফোনটি তুলে দেন অনেকেই। কিন্তু সেই পথে হাঁটতে গিয়েই বিপাকে পড়েছেন এই মহিলা। যার জেরে প্রায় লাখ তিনেক টাকা খোয়াতে বসেছিলেন তিনি। কী ঘটেছে ঠিক? আসুন, শুনে নেওয়া যাক।
বিভিন্ন অনলাইন সাইট থেকে কেনাকাটা করা এখন আর নতুন কথা নয়। কমবেশি সকলেই এখন এই ভারচুয়াল বাজারের ক্রেতা। আর সেই কারণেই ফোনে এমন বিভিন্ন সাইটের অ্যাপ রাখেন সকলেই, যাতে চটজলদি পছন্দসই জিনিসটি খুঁজে নেওয়া যায়। কিন্তু মুশকিল হল, এই মোবাইল ফোনটি দরকারে অদরকারে হাতবদল হতেই পারে। তেমনটাই ঘটেছিল এই মহিলার ক্ষেত্রে। খেলার জন্য নিজের ৫ বছরের মেয়ের হাতে নিজের ফোনটি তুলে দিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ করে প্রায় তিন লক্ষ টাকার বিল আসতে দেখে তো তাঁর চক্ষু চড়কগাছ! বিলটি এসেছিল এমনই এক অনলাইন সাইট থেকে। দেখা যায়, ওই সাইটে তাঁর যে অ্যাকাউন্টটি রয়েছে, সেখান থেকে প্রচুর জিনিসপত্র অর্ডার দেওয়া হয়েছে। যার দাম প্রায় ৩ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি। একটু ভাবতেই মহিলা বুঝতে পারেন, ভুল করে তাঁর মেয়েই ঘটিয়ে ফেলেছে এই কাণ্ড।
আরও শুনুন: মাছ খেয়েই মৃত্যু মহিলার, কোমায় স্বামীও… নেপথ্যে কোন রহস্য?
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস শহরে। মেয়ের খেলার জেরে আচমকাই এমন বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দা জেসিকা। খেলার জন্য মাঝে মাঝেই নিজের ছোট্ট মেয়ে লিলার হাতে ফোনটি তুলে দিতেন তিনি। কিন্তু সে কী করছে, সেদিকে কখনোই আর সেভাবে নজর দেননি। হঠাৎ ই-কমার্স সাইট থেকে একটি মেসেজ আসে তাঁর কাছে। যেখানে বলা হয়, তাঁর অর্ডার দেওয়া জিনিসগুলির শিপিং হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়িই সেগুলি তাঁর হাতে পৌঁছে যাবে। আর তখন যেন তিনি ওই অঙ্কের বিল মিটিয়ে দেন। বিলের অঙ্ক দেখেই তো মাথায় হাত মহিলার। তা ছাড়া এমন কিছু তো তিনি অর্ডার দেননি! দেখা যায়, জিনিসের তালিকায় রয়েছে, ১০টি কিডস বাইক, একটি কিডস জিপ, এবং মহিলাদের ৭ নম্বর মাপের ১০টি কাউগার্ল বুট।
আরও শুনুন: ধ্বংসস্তূপে আটকে ছিল ১২৮ ঘণ্টা, ৫৪ দিন পর মাকে খুঁজে পেল তুরস্কের সেই শিশু
এই ঘটনাকে খুদের কাণ্ড বলে বুঝতে পারলেও, যা হওয়ার ততক্ষণে হয়েই গিয়েছে। শেষমেশ কি টাকা ফেরত পেয়েছেন ওই মহিলা? তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ৫টি বাইক এবং জুতোগুলির অর্ডার ক্যানসেল করা গিয়েছিল। কিন্তু বাকি জিনিসগুলির তখন শিপিং হয়ে গিয়েছে, এবং তা ফেরতযোগ্যও নয়। তবে বহু কথা চালাচালির পর ওই সংস্থাকে বিষয়টি বোঝাতে সক্ষম হন মহিলা। বাতিল হয় সব অর্ডার। তবে মেয়েকে এই ঘটনার জন্য অযথা বকাবকি করতে নারাজ মা। আসলে ফোনটি তার হাতে তুলে দেওয়া এবং নজর না রাখার দায় তো তাঁরই। তাই তিনি উলটে মেয়েকে পুরস্কারের প্রতিশ্রুতিই দিয়েছেন। ভাল আচরণের পুরস্কার হিসেবে ঠিক ওরকমই একটি বাইক পেতে পারে ওই খুদে, কথা দিয়েছেন জেসিকা।