শুধু সিনেমাতেই নয়, বাস্তবেও কারওর কারওর থাকে অ্যাডভেঞ্চারের নেশা। কোন কোন রাশির জাতক-জাতিকারা আছেন এই তালিকায়?
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমাটির কথা ভোলেননি নিশ্চয়ই? সেই যেখানে তিন বন্ধু আয়োজন করেছিলেন এক আশ্চর্য ব্যাচেলার ট্রিপের। যা ভরপুর ছিল একগুচ্ছ অ্যাডভেঞ্চারে। আর সেখানে গিয়েই জীবনের নতুন মানে খুঁজে পায় স্কুলজীবনের তিন প্রিয় বন্ধু। শুধু সিনেমাতেই নয়, বাস্তবেও কারওর কারওর থাকে এমনই অ্যাডভেঞ্চারের নেশা। কোন কোন রাশির জাতক-জাতিকাদের থাকে এমন অ্যাডভেঞ্চার-প্রিয়তা, আসুন, শুনে নেওয়া যাক।
আরও শুনুন: কথায় কথায় রাগ! অল্পেই মাথাগরম, কোন কোন রাশির জাতকদের রয়েছে এই লক্ষণ?
সেই তালিকায় প্রথমেই রয়েছে অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ রাশির জাতক-জাতিকারা। গোড়া থেকেই এঁরা আদ্যোপান্ত বিপ্লবী প্রকৃতির হন। সমাজের ধরাবাঁধা গতে চলতে একেবারেই নারাজ তাঁরা। বর্তমানে বাঁচতে ভালবাসেন এই রাশির জাতকেরা। কোনও কিছুর জন্যই পিছু ফিরে দেখা বা কারও অনুমতি নেওয়া ধাতে নেই এঁদের। তবে একেবারে অসামাজিকও বলা যাবে না এঁদের। পরিবার, বন্ধুবান্ধব নিয়েই চলতে পছন্দ করেন তাঁরা। আর সুযোগ পেলেই অ্যাডভেঞ্চারাস কাজকর্ম এঁদের দারুণ প্রিয়।
এরপরেই রয়েছেন জেমিনি বা মিথুন রাশির জাতকেরা। যে কোনও অনুষ্ঠান বা জমায়েতের মধ্যমণি হয়ে থাকতে ভালবাসেন এঁরা। পরনির্ভরতা এঁদের এক্কেবারে না-পসন্দ। পাশাপাশি এরা যে-কোনও বিষয়েই বেশ বেপরোয়া গোছের হন। তার উপর এদের প্রাণশক্তি হিংসে করার মতোই। তবে সমস্ত জায়গাতেই যে এঁরা কেন্দ্রীয় আকর্ষণ, সে ব্যাপারে কিন্তু কোনও দ্বিমত থাকতে পারে না।
আরও শুনুন: সঞ্চয় হচ্ছে না কিছুতেই! দেদার খরচ করেন কোন রাশির জাতকেরা?
স্কর্পিও বা বৃশ্চিক রাশির জাতকদের মধ্যেও এই প্রবণতা লক্ষ করা যায়। কোনও কাজ অর্ধেক করে উঠে যাওয়া এঁদের ধাতে নেই। সব কিছুতেই সেরাটুকু দিতে পছন্দ করেন এঁরা। এঁদের এককথায় বলা যেতেই পারে ‘ডেয়ারডেভিল’। একবার কিছু একটা মনস্থির করলে, সেখান থেকে তাঁদের টলানো কঠিন। এছাড়া নানা অ্যাডভেঞ্চারাস কাজকর্ম এঁদের দারুণ প্রিয়। সুযোগ পেলেই এঁরা নানা ঝুঁকির কাজে ঝাঁপিয়ে পড়েন। স্কাই ডাইভিং হোক বা হাঙরের সঙ্গে সাঁতার, এক পা বাড়িয়েই রাখেন এঁরা সবসময়ে।
স্যাজিটেরিয়াস বা ধনু রাশির জাতকেরা মুক্ত চিন্তার হন। বন্ধুবান্ধবদের সঙ্গে মিশতে বা পার্টি করতে এঁদের জুড়ি মেলা ভার। তবে যে কোনও জিনিসেই খুব তাড়াতাড়ি বিরক্ত হয়ে যান তাঁরা। পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য মুখিয়ে থাকেন। তবে যার-তার সঙ্গে ঘুরে বেড়াতে মোটেও পছন্দ করেন না এঁরা। ঘনিষ্ঠ মানুষ ছাড়া দুঃসাহসিক কাজকর্মে মজা পান না তাঁরা।
আরও শুনুন: পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা বেশি কোন রাশির জাতকদের?
এই তালিকায় রয়েছেন লিও বা সিংহ রাশির জাতক-জাতিকারাও। বন্ধুবান্ধব পছন্দ করলেও বুদ্ধিদীপ্ত মানুষের সঙ্গে থাকতেই বেশি পছন্দ করেন এঁরা। দশ-পাঁচটার বাঁধাধরা জীবন মোটেই পছন্দ নয় তাঁদের। যে কোনও মুহূর্তে বাক্সপ্য়াঁটরা বেঁধে বেরিয়ে পড়তে পারেন তাঁরা। রোডট্রিপ এঁদের দারুণ পছন্দ। আগামীকালের চিন্তা এঁদের ধাতে নেই। মুহূর্তে বাঁচতে পছন্দ করেন এই রাশির জাতক-জাতিকারা।
এরিজ বা মেষদের ক্ষেত্রেও স্বাধীনতা ব্যপারটা ভীষণ জরুরি। জীবনকে দারুণ ভাবে উদযাপন করতে তাঁদের চেয়ে ভাল কেউ জানেনা। উন্মাদনা, আনন্দ আর অ্যাডভেঞ্চার এঁদের জীবনের কি-ওয়ার্ড। অসম্ভব শব্দটাই অস্তিত্ব নেই এদের অভিধানে। এদের রাশির উপরে প্রভাব রয়েছে মঙ্গলের। যা তাঁদের বেপরোয়া করেছে বলেই মনে করেন বিশেষজ্ঞেরা।