অনেক সময়ই সম্পর্কে ভাঙনের কারণ হয়ে দাঁড়ায় যুগলের মধ্যে কোনও একজনের পরকীয়ায় জড়িয়ে পড়া। এক সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার নেপথ্যে থাকতে পারে এক বা একাধিক কারণ। কোন কোন রাশির জাতক-জাতিকাদের পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা বেশি?
সম্পর্কের মূল ভিতটাই হল বিশ্বাস। আর সেই বিশ্বাসে একবার চিড় ধরলে সম্পর্ক ভাঙতে খুব বেশি সময় লাগে না। আর অনেক সময়েই সেই সম্পর্কে ভাঙনের কারণ হয়ে দাঁড়ায় কোনও এক জনের পরকীয়ায় জড়িয়ে পড়া। সম্পর্কে একঘেয়েমি থেকে শুরু করে অবহেলা, অনেক কারণেই কমিটমেন্ট ভাঙেন লোকে। আর কোন কোন রাশির জাতক-জাতিকাদের পরকীয়ায় জড়ানোর সম্ভাবনা বেশি? আসুন, শুনে নেওয়া যাক।
স্কর্পিও বা বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা প্রেম এবং সম্পর্কে বেশির ভাগ সময়েই লয়্যাল থাকতে পছন্দ করেন। তবে এঁরা পরকীয়ায় জড়িয়ে পড়বেন না কোনও ভাবেই, এমনটা কিন্তু বলা যাচ্ছে না। গবেষণা বলছে, স্কর্পিয়ানদের বিশ্বাস ভাঙার ঝুঁকি ৩ শতাংশ।
অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশির লোকেরা অত্যন্ত খোলা মনের হন। যদিও এই রাশির জাতকদের কাছে কমিটমেন্ট ব্যাপারটা খুবই জরুরি। তবে পরকীয়ায় জড়িয়ে পড়ার ঝুঁকিও এঁদের ক্ষেত্রে রয়েছে ৪ শতাংশ।
তবে স্যাজিটেরিয়াস বা ধনু রাশির জাতক-জাতিকাদের মধ্যেও রয়েছে এই প্রবণতা। নিয়ম ভাঙতে পছন্দ করেন স্যাজিরা। সম্পর্কেও নিয়মের ঘেরাটোপে থাকাটাও অনেকসময় এদের একেবারেই পোষায় না। এদের ক্ষেত্রেও ঝুঁকি ৪ শতাংশ।
এরিজ বা মেষ রাশির জাতকদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। তবে তাঁদের প্রাণশক্তি চোখে পড়ার মতোই। গবেষণা বলছে, ৫ শতাংশ ঝুঁকি রয়েছে এদের ক্ষেত্রে ।
পাইসেস বা মীন রাশির জাতক-জাতিকারা রোম্যান্টিক, চার্মিং ও খুবই বুঝদার প্রকৃতির হয়ে থাকেন। ফলে বন্ধুমহলে এদের জনপ্রিয়তা হয় চোখে পড়ার মতোই। ফলে এঁরা অন্যের প্রতি আকৃষ্টও হয় খুব তাড়াতাড়ি। আর তার ফলেই বহু সময় পরকীয়ায় জড়িয়ে পড়েন তাঁরা। এদের ক্ষেত্রে ঝুঁকি ৬ শতাংশ।
ভার্গো বা কন্যা রাশির জাতকদের আবার অন্য সমস্যা। কিছুতেই কোনও কিছু এদের মনঃপূত হয় না। আদর্শ প্রেমের খোঁজে প্রায়শই তাই তাঁরা অন্য সম্পর্কে মজে যান। ভার্গোদের ক্ষেত্রে এই ঝুঁকি ৮ শতাংশ মতো।
লিও বা সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও এই বিশেষ প্রবণতা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। বিশ্বাসী হওয়া সত্ত্বেও অন্যের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা দেখা যায় লিও-দের মধ্যে। যার জেরে অনেক সময়েই পরকীয়ায় আকৃষ্ট হন এই রাশির জাতকজাতিকারা।
এবার আসা যাক ক্যানসার বা কর্কট রাশির জাতকদের কথায়। সম্পর্কে কমিটমেন্ট এদের কাছে যথেষ্ট জরুরি। তবু কোনও কোনও সময় পা ফসকায় এদেরও। কর্কট-জাতকদের পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা ৯ শতাংশ।
টরাস বা বৃষদের ক্ষেত্রে এই সম্ভবনা প্রায় ১১ শতাংশ। শারীরিক চাহিদাকে আলাদা করে গুরুত্ব দিয়ে থাকেন এই রাশির জাতক-জাতিকারা।
ক্যাপ্রিকর্ন বা মকর রাশির জাতকদের অন্যত্র জড়িয়ে পড়ার আশঙ্কা ১২ শতাংশ। সাধারণভাবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সমস্যা পিছু ছাড়ে না। অন্য সব কিছুর মতোই এঁদের প্রেমের পথও সোজা নয় জেনো, বড় আঁকাবাঁকা, বন্ধুর।
জেমিনি বা মিথুন জাতকদের এই সম্ভাবনা ১৪ শতাংশ মতো। জেমিনিদের মধ্যে প্রায়শই দ্বৈত সত্তা দেখা যায়। এঁরা সাধারণত ততটা পরিণত মনের হয় না। ফলে ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও এদের জুড়ি মেলা ভার। পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভবনাও এঁদের ক্ষেত্রে বেশ বেশি।
আর পরকীয়াপ্রবণদের তালিকায় সবচেয়ে নম্বর বেশি পাবেন লিব্রা বা তুলা রাশির জাতক-জাতিকারা। ১৬ শতাংশ সম্ভাবনা নিয়ে কমিটমেন্ট ভাঙায় সবচেয়ে এগিয়ে রয়েছে এঁরাই। রাশিগত দিক থেকে সবচেয়ে বেশি পরকীয়ায় জড়ান এঁরাই।
আসলে এ সব কিছুই নির্ভর করে ব্যক্তিমানুষের উপরে। পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের জায়গাটুকু ঠিক থাকলে রাশিফল যা-ই বলুক না কেন, আপনাদের সম্পর্কের বন্ধন পাকাপোক্ত আর অক্ষয় হতে বাধ্য।