বড়রা পাচ্ছেন ভ্যাকসিন। কিন্তু কমবয়সিরা? তারা কবে থেকে পাবে টিকা? চিন্তায় আছেন অভিভাবকরাও। আসুন জেনে নেওয়া যাক, এ ব্যাপারে কী বললেন, কেন্দ্রের কোভিড কমিটির প্রধান।
গত জানুয়ারিতে দেশে শুরু হয়েছে টিকাকরণ। যদিও ১৮ বছরের কমবয়সিদের টিকাকরণ এখনও শুরু করা যায়নি। এদিকে দেশে করোনার (Coronavirus) দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে এলেও, তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটি রয়েছে। এই পরিস্থিতিতে সুখবর। সম্ভবত সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ। তেমনটাই দাবি, টিকাকরণের দায়িত্বে থাকা কেন্দ্রের বিশেষজ্ঞ দলের প্রধান ড. এনকে অরোরার। তিনি আরও জানিয়েছেন, জাইডাসের টিকা ( Zydus vaccine) দিয়েই কমবয়সিদের টিকাকরণ করা হবে।
আরও শুনুন : Covid : বাচ্চারা কি সারাক্ষণ Mask পরবে! করোনাকালে ছোটদের সুরক্ষায় কী করবেন?
এখনও অবশ্য জাইডাসের টিকা অনুমোদন পায়নি। তবে অরোরার দাবি, কয়েক সপ্তাহের মধ্যেই জরুরি ব্যবহারের জন্য কেন্দ্রের অনুমোদন পেয়ে যাবে জাইডাসের টিকা। আর তারপরই দেশজুড়ে ১২-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়ে যাবে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে এবিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘‘আমার ধারণা, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই ২-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হয়ে যাবে। তবে ১২-১৮ বছরের উপরে জাইডাস ক্যাডিলার তৈরি টিকা তার অনেক আগে থেকেই প্রয়োগ করা যাবে।’’ তিনি আরও জানিয়েছেন, কোভ্যাক্সিনের তৃতীয় দফার ট্রায়ালও সেপ্টেম্বরেই শেষ হবে।
আরও শুনুন : খালি পেটেই চায়ে চুমুক! বিপদ ডেকে আনছেন না তো?
করোনার তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। এমন একটা গুঞ্জন গত কয়েক মাস ধরেই শোনা গিয়েছে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, এমন ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবুও দেশে শিশুদের টিকাকরণ শুরু হলে অভিভাবকরা যে স্বস্তির নিশ্বাস ফেলবেন, তা বলাই বাহুল্য।