সুখী দাম্পত্যের চাবিকাঠি কী? এ-প্রশ্নের উত্তর খোঁজা সহজ কাজ নয়। অনেকেই এর সন্ধানে হয়রান। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাত্র ৬ সেকেন্ডের চুম্বনের ভিতরই লুকিয়ে আছে যাবতীয় রহস্য। আসুন শুনে নিই।
নারী-পুরুষের সম্পর্ক যেমন সহজ, তেমনই তা জটিলও বটে। ছোট ছোট ঘটনায় বিষিয়ে যায় সম্পর্ক। আবার ছোট ছোট কাজেই ফিরে আসে মাধুর্য। বিশেষজ্ঞরা তাই বলছেন, বেশি কিছু নয়, মাত্র ৬ সেকেন্ডের চুম্বনের ভিতরই লুকিয়ে থাকতে পারে সুখী দাম্পত্যের চাবিকাঠি।
আরও শুনুন: কমবয়সি মেয়েদের সঙ্গে প্রেমের ঝোঁক, পুরুষদের প্রবণতাকে তুলোধোনা মিয়া খালিফার
সম্পর্কের রসায়ন সময়ে সময়ে বদলে যায়। সম্পর্কের গোড়ায় তা যেভাবে রঙিন থাকে, দীর্ঘদিন পরে নিশ্চিতই তার রং-রূপ একরকম থাকে না। তার মানে এই নয় যে, সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছ। কিন্তু সময়ের খাতে বইতে বইতে সম্পর্ক নিজেকে বদলে ফেলে। আসলে, যত সময় গড়ায়, তত নানা অভিজ্ঞতা এসে ভিড় করে। ফলে একটি সম্পর্কের গোড়ার দিকে যে উচ্ছ্বাস থাকে, পরে হয়তো আর তার দেখা মেলে। অথবা সেই উচ্ছ্বাস বদলে যায় অন্য কিছুতে। শারীরিক আকর্ষণ যখন প্রাধান্য পায় না তখন সম্পর্কের অন্য রং খোলতাই হয়। আবার এর বিপদও আছে। কেননা পারিপার্শ্বিক পরিস্থিতি অনেক সময়ই সম্পর্কের উপর প্রভাব ফেলে। ব্যস্ত সময়ের চাপ, কাজের দুনিয়ার ওঠাপড়া সম্পর্কের সুতগুলোকে জড়িয়ে দেয় বিবিধ জটিলতায়। ফলত দেখা যায়, এক কালে যেমন দীর্ঘ দাম্পত্য দেখা যেত, আজকাল তার আয়ু যেন ক্ষীণ হয়ে এসেছে। দাম্পত্য ভাঙে হুটহাট, ছুতোনাতায়, তুচ্ছ কারণে। আর তখনই মনে হয়, সম্পর্ক তার পুরনো রং হারিয়েছে। তা খুঁজে পাওয়া আর কিছুতেই সম্ভব নয়।
আরও শুনুন: স্ট্রেস থেকে মুক্তি হস্তমৈথুনেই! ব্রিটিশ পুরুষ-মহিলাদের মধ্যে সমীক্ষা দিচ্ছে ইঙ্গিত
অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যাপারটা জটিল ঠিকই, তবে এর সমাধান সহজ পথেই খোঁজা যায়। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্বের অধ্যাপক ড. জন গটম্যান জানাচ্ছেন, মাত্র ৬ সেকেন্ডের চুম্বনই সব সমস্যা দূর করতে পারে। তাঁর মতে, কেজো দুনিয়ার ব্যস্ততার শুরুতে আর শেষে যদি কিছুটা সময়ও অধরে অধর স্পর্শ করেন পুরুষ ও নারী, তাহলেই ম্যাজিক ঘটে। নেহাতই কথার কথা নয়। এর বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যাও দিয়েছেন তিনি। সামান্য সময়ের হলেও, এই চুম্বন স্ট্রেস হরমোনের মাত্রা কমিয়ে অক্সিটোসিন ও ডোপামিনের প্রবাহ বাড়াতে সাহায্য করে। অর্থাৎ হ্যাপি হরমোনের প্রভাবে অনেক সমস্যা যেভাবে দূর হয়ে যায়, এক্ষেত্রেও তাই-ই ঘটে। বিশেষজ্ঞের মতে, এই সামান্য সময়ের জন্য কাছাকাছি আসাও সম্পর্কের সুতোর জট ছাড়িয়ে দেয়। দুজন মানুষ কাছাকাছি আসার দরুন একজনের সম্পর্কে আর একজনের যে ভালবাসা প্রকাশ পায়, তার মূল্য কম নয়। আর তাই চুম্বন ৬ সেকেন্ডের হতে পারে, তবে তাই-ই হয়ে উঠতে পারে দীর্ঘ ও সুখী দাম্পতের চাবিকাঠি।