কোন বয়সে যৌনতায় লিপ্ত হলে সবচেয়ে বেশি যৌনসুখ পান মহিলারা? এমন প্রশ্ন হয়তো ঘোরাফেরা করে অনেক পুরুষের মনেই। সঙ্গিনী সম্পূর্ণ তৃপ্ত হয়েছেন কি না, এই বিষয়টি নিয়ে মাথাব্যথা থাকাই স্বাভাবিক। পাশাপাশি যৌনতা নিয়ে মহিলাদের মনেও ধোঁয়াশা কম নেই। নিজেদের পরিপূর্ণ সুখের চাবিটি যে কোথায়, তা জানার জন্যই যৌনসুখের সঙ্গে বয়সের সম্পর্কও জানা দরকার। শুনে নেওয়া যাক।
যৌনতায় চূড়ান্ত তৃপ্তি? অনেক মহিলার কাছেই ধরা দেয় না সেই পরিতৃপ্তির হদিশ। কেউ কেউ মনে করেন, দীর্ঘক্ষণ যৌনতায় মাতলেই তৃপ্তি পাবেন মহিলারা। কেউ আবার যৌনতায় বৈচিত্র্য এনে সঙ্গিনীর মন ভোলাতে চান। কিন্তু তার বাইরেও যে আরও কিছু রয়ে যায়, সে কথাই মনে করিয়ে দিয়েছে এক সমীক্ষা। ওই সমীক্ষা জানিয়েছে, ঠিক কোন বয়সে মহিলারা সবচেয়ে বেশি যৌন সুখ উপভোগ করেন। কিছুদিন আগেই এক মার্কিন সমীক্ষা জানিয়েছিল, মোটামুটি কতক্ষণের যৌনতায় মহিলারা সম্পূর্ণ তৃপ্তি পান। আর এই সমীক্ষা আরও এক ধাপ এগিয়ে জানিয়েছে, কেবলমাত্র মিলনের মোট সময় নয়, কোন সময়ে মিলনে লিপ্ত হচ্ছেন মহিলারা, শারীরিক তৃপ্তি পাওয়ার ক্ষেত্রে জরুরি সেই বিষয়টিও।
আরও শুনুন: সঙ্গম নয়, হস্তমৈথুনে বেশি তৃপ্তি পান মহিলারা! পাল্লা ভারী কোন দিকে?
চলতি কথায় বলা হয়, মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি। কিন্তু সেইসব হাওয়ায় ভাসা কথাকে স্রেফ উড়িয়ে দিয়েছে এই ব্রিটিশ সমীক্ষা। এমনিতে অধিকাংশ মানুষেরই ধারণা, কম বয়সই যৌনতা উপভোগ করার সুবর্ণ সময়। বয়স বাড়লে কমে যায় যৌন সুখের মাত্রা। আর মেয়েদের ক্ষেত্রে যেহেতু একটি নির্দিষ্ট বয়সে মেনোপজ আসে, ফলে সেই বয়সের কাছাকাছি গেলেই যেন তাদের শারীরিক চাওয়াপাওয়াও কমে যাবে, এমনটাই মনে করেন অনেকে। কিন্তু বিষয়টা আদপে তেমন নয়, সে কথাই বলছে এই সমীক্ষা।
পৃথিবী জুড়ে নানা বয়সের ২৬০০ মহিলাদের নিয়ে সমীক্ষা চালিয়েছিল ‘ন্যাচারাল সাইকেল’ নামে ইংল্যান্ডের এক গর্ভনিরোধক ওষুধ কোম্পানি। বয়সের ভিত্তিতে মূলত ৩টি দলে মহিলাদের ভাগ করা হয়েছিল। প্রথমটি ২৩-এর নীচে। দ্বিতীয়টি ২৩ থেকে ৩৫-এর মধ্যে। আর তৃতীয়টি ৩৬ এবং তার উপরে। এই সমীক্ষার প্রশ্ন ছিল একটিই, শারীরিক সম্পর্ক তাঁরা কে কতটা উপভোগ করছেন? দেখা গিয়েছে, প্রথম দল অর্থাৎ ২৩ বছরের নিচে যাঁদের বয়স, সেই মহিলাদের মধ্যে ১০ জনের প্রতি ৭ জন চূড়ান্ত উপভোগ করতে পারেন যৌনসুখ। আর দ্বিতীয় দলের মহিলাদের মধ্যে প্রতি ১০ জনে মাত্র ৪ জন উপভোগ করেন শারীরিক সম্পর্ক। কিন্তু চমকে দিয়েছেন ৩ নম্বর দলে থাকা মহিলারা। ৩৬ পেরোনো এই মহিলাদের প্রতি ১০ জনের মধ্যে ৮ জনেরই দাবি, তাঁরা যৌন সম্পর্ককে অত্যন্ত উপভোগ করেন। তাঁদের নিয়মিতভাবে পরিপূর্ণ অর্গাজম ঘটে বলেও দাবি করেছিলেন এই মহিলারা। অর্থাৎ ৩৬ বছর বা তার বেশি বয়সের মহিলারা নিজেদের শারীরিক সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি খুশি, এমনটাই দেখা গিয়েছে সেই সমীক্ষার রিপোর্টে।
আরও শুনুন: সঙ্গমেই লুকিয়ে শক্তির উৎস! ৫০০ মহিলার সঙ্গে মিলনের পর দাবি তারকা বক্সারের
যৌনসুখের বিষয়টি প্রতিটি মানুষের ক্ষেত্রেই আলাদা, এ কথা বলাই বাহুল্য। কে কীভাবে কতখানি তৃপ্তি পেতে পারেন, তা কেবল সমীক্ষা করে বিচার করা যায় না। তবে কম বয়সেই যে বেশি যৌন তৃপ্তি মেলে, এই ধারণারও তেমন কোনও ভিত্তি নেই। বরং বয়স আর অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে সুখের হদিশ মেলে বেশি করে, এমনটা বোধহয় বলাই যায়।