ঘণ্টার পর ঘণ্টা অনুষ্ঠান করছেন। মাঝে মধ্যে জল খেলেও, মঞ্চ থেকে নামার কথা বলছেন না একবারও। একের পর এক গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখছেন শিল্পী। কিন্তু অনুষ্ঠানের মাঝে যদি প্রকৃতির ডাক আসে? তখন কীভাবে পরিস্থিতি সামলান শিল্পীরা?আসুন শুনে নেওয়া যাক।
মঞ্চের সামনে জনসমুদ্র। সব্বাই দাঁড়িয়ে। ঘণ্টার পর ঘণ্টা কাটছে ওইভাবে। অন্য কোথাও যাওয়ার ইচ্ছা নেই কারও। মঞ্চে দিলজিত কিংবা অরিজিতের মতো শিল্পী থাকলে এমনটাই স্বাভাবিক। স্রেফ প্রকৃতির ডাক এলে সাড়া না দিয়ে উপায় থাকে না। কিছুক্ষণ বিরতি নিয়ে টয়লেটে দৌড় লাগাতেই পারেন। কিন্তু সামনে যদি লম্বা লাইন পড়ে?
সম্প্রতি এমনই প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়। কারণটা অবশ্য সাম্প্রতিক সময়ের কিছু বিখ্যাত কনসার্ট। কিছুদিন আগেই শহরে পা রেখেছিলেন কিংবিদন্তি ব্রায়ান অ্যাডামস। মঞ্চ মাতিয়ে রেখেছিলেন টানা কয়েক ঘণ্টা। তার আগেই কলকাতায় অনুষ্ঠান করেছেন দিলজিৎ। এই পাঞ্জাবী গায়ক বর্তমান প্রজন্মের হার্টথ্রব। শুধু নেটদুনিয়া নয়, বাস্তবেও তাঁকে সামনে থেকে দেখার জন্য মুখিয়ে থাকেন অনেকেই। আর তাই দিলজিৎ কনসার্ট মানে সেখানে পা রাখতেই হবে। এবার এই ভাবনা নিয়ে সকলেই যদি কনসার্টে হাজির হন, তাহলে ভিড় হতে বাধ্য। এবার এই ভিড়ের মাঝে একবার ঢুকে পড়লে বেরোনো সমস্যার। গান শুরু হলে বেরোনোর ইচ্ছা নাই হতে পারে, কিন্তু প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলে? তখন আর উপেক্ষা করার উপায় কোথায়। এদিকে ভিড় ঠেলে বাইরে আসাও সমস্যা। একইভাবে এই পরিস্থিতিতে যদি পড়েন মঞ্চে থাকা শিল্পী নিজেই, তখন কীভাবে সামলান?
এইসব প্রশ্নের উত্তর দিতেই বাজারে নতুন এক পন্য এনেছে ‘ডিপেন্ড’ নামে এক সংস্থা। তাঁদের দাবি, এই জিনিস সঙ্গে থাকলে কনসার্টের মাঝেও টয়লেট যাওয়া নিয়ে ভাবতে হবে না। আসলে, এই নতুন পন্যটি বিশেষ ধরনের ডাইপার। তবে ছোটদের নয়, বড়দের। অনেকেই ভাববেন, এমন জিনিস বহু আগে থেকেই বাজারে উপলব্ধ! তাহলে এতে নতুন কী আছে? নতুনত্ব এর ধরনে। ডিপেন্ড-এর তরফে যে ডাইপার আনা হয়েছে তা একেবারেই অন্তর্বাসের মতো দেখতে। আকার, রঙ সবকিছুই এমন যে বোঝার উপায় নেই এ জিনিস আসলে কি। তা নিশ্চিন্তে পরা যায়, উপরে প্যান্ট পরলে কোনওভাবেই বাইরে থেকে বোঝা যাবে না। সংস্থার তরফে এর নাম দেওয়া হয়েছে পিট ডায়পার। প্রচারের খাতিরে এই ডায়পারের বিজ্ঞাপনে বিখ্যাত শিল্পীদের নামও জোড়া হচ্ছে। দাবি খানিকটা এমন যে, বিখ্যাত শিল্পীরাও অনুষ্ঠানের সময় এই ডায়পার পরেই মঞ্চে ওঠেন। যদিও সে ব্যাপারে নিশ্চিত কোনও প্রমাণ মেলেনি। কিন্তু দর্শকরা চাইলেই এ জিনিস ব্যবহার করতে পারেন। বলা ভালো, সকলে এই জিনিস ব্যবহার করুন, এমনটা চাইছে ওই সংস্থা। যে কোনও প্রয়োজনেই ব্যবহার করা যেতে পারে। তবে বর্তমানে কনসার্টে দীর্ঘক্ষণ প্রকৃতির ডাক উপেক্ষা করার হাতিয়ার হিসেবেই, এই পন্যকে সামনে রাখছে সংস্থা।