ওমিক্রন আতঙ্কে কাঁপছে গোটা দেশ। ইতিমধ্যেই ভারতে ঢুকে পড়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। অন্তত ৫৭ দেশে মিলেছে ওমিক্রন আক্রান্ত রোগী। নতুন এই ভ্যারিয়েন্টকে বিপজ্জনক আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার তৃতীয় ঢেউ আসছেই, সে নিয়ে একরকম ভাবে নিশ্চিত বিশেষজ্ঞেরা। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়েই শোনা গিয়েছিল, তৃতীয় ঢেউয়ে আক্রান্ত হতে পারে শিশুরা। ওমিক্রন-ঢেউ এলে, তাতে কতটা ভয় শিশুদের। লক্ষণই বা কী কী? বিশেষজ্ঞেরা কী বলছেন, শুনে নিন।
দু-বছর ধরে করোনার ঢেউয়ে জেরবার জীবন। এরই মধ্যে এসে পড়ল করোনার বিপজ্জনক ভ্যারিয়েন্ট ওমিক্রন। ভারতে ইতিমধ্যেই ৩৩ জন আক্রান্তের হদিশ মিলেছে। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, কোভিড-১৯-এর অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে কয়েক গুণ বেশি সংক্রামক এই ভাইরাসটি। এরই মধ্যে একটি রিপোর্টে জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন আক্রান্ত হয়েছিল বহু শিশুই। ফলে প্রশ্ন জাগছে, ওমিক্রন ঢেউয়ে কতটা বিপদ হতে পারে শিশুদের? এখনও পর্যন্ত শিশুদের ভ্যাকসিন নিয়েও শোনা যায়নি কোনও আশার কথা। এই পরিস্থিতিতে কী কী বলছেন বিশেষজ্ঞরা?
আরও শুনুন: গলা ব্যথা, দুর্বলতা… আর কী কী লক্ষণ দেখা যাচ্ছে ওমিক্রন আক্রান্তদের?
করোনার আগের ভ্যারিয়েন্টের বেলায়, শিশুদের ক্ষেত্রে খুব হালকা উপসর্গ দেখা গিয়েছিল কোথাও কোথাও। কোথাও বা কোনও উপসর্গই ছিল না। তবে ওমিক্রন নিয়ে সবটাই প্রায় অজানা। বারবার মিউটেশন ঘটানোর ফলে কোনও কিছুই আলাদা করে বোঝা সম্ভব হচ্ছে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। তাঁরা এ-ও মনে করছেন, ব্যক্তিবিশেষে পালটে পালটে যেতে পারে এই ভাইরাসের উপসর্গ। তবে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন আক্রান্তদের খুব বাড়াবাড়ি হতে দেখা যায়নি। আশার কথা এটুকুই।
আরও শুনুন: চোখ রাঙাচ্ছে ওমিক্রন, প্রতিরোধে কী কী সতর্কতা অবলম্বন করবেন?
তা সত্ত্বেও কী করে বুঝবেন, বাচ্চাদের শরীরে হানা দিয়েছে ওমিক্রন? বাচ্চাদের ক্ষেত্রে সেই লক্ষণগুলো হতে পারে খুব বেশি জ্বর। বেশ কয়েকদিন ধরে টানা শুকনো কাশি। অল্পেই হয়তো ক্লান্ত হয়ে পড়ছে শিশু। হতে পারে মাথা ও গলায় ব্যথা। খাবার ইচ্ছে একেবারেই চলে গিয়েছে। কোনও কিছুই খেতে চাইছে না খুদে। এসব হলেই সতর্ক হোন। প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন। পরীক্ষা করান। পজিটিভ ধরা পড়লেই নিজেদের আলাদা করে নিন। এর ফলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা কমবে।
বাকি অংশ শুনে নিন।