স্টোর ইন এ কুল, ড্রাই প্লেস। অধিকাংশ প্রসাধন সামগ্রীর গায়ে লেখা থাকে। কারণ গরমে নষ্ট হয়ে যেতে পারে প্রসাধনসামগ্রী। ব্যবহারে ক্ষতি হবে আপনারই। রেফ্রিজারেটরে যত্নে রাখুন আপনার প্রসাধন সামগ্রী।
ড্রেসিং টেবিলের সামনে সাজানো থাকে প্রসাধন সামগ্রী। এ তো সেই ছোটবেলা থেকেই দেখে আমরা অভ্যস্ত। ঠাকুমা, মা সবাইকেই এভাবেই সাজিয়ে রাখতে দেখেছেন। সেটাই শিখেছেন। কিন্তু সমস্যা হল, তখন প্রসাধনসামগ্রী বলতে ছিল গুটিকয়েক জিনিস। পাউডার, ঘরে পাতা কাজল। লিপস্টিকের ব্যবহার ছিল খুব কম। আর হ্যাঁ, ড্রেসিং টেবলে সাজানো থাকত সুগন্ধি আতর।
আর এখন? কত রকমের প্রসাধন সামগ্রী তার নানারকম ব্যবহার। এমন কিছু প্রসাধন সামগ্রী আছে যা ড্রেসিং টেবিলের সামনে সাজিয়ে রাখা যায় না। বিশেষ যত্নের প্রয়োজন।
গ্রীষ্মপ্রধান দেশ আমাদের। বারো মাসের মধ্যো দশ মাসই গরম, মারাত্মক হিউমিডিটি আর প্যাচপেচে ঘাম। এই গলদঘর্ম অবস্থা শুধু আমাদেরই হয় না, আমাদের সাধের প্রসাধনেরও হয়। ফাউন্ডেশন তো আমরা রোজ ব্যবহার করি না। কোনও অনুষ্ঠান থাকলে তখন প্রয়োজন হয়। এই ফাউন্ডেশন ড্রেসিং টেবলের ক্যাবিনেটে না রেখে ফ্রিজে রাখুন। কারণ ফ্রিজের তাপমাত্রা এক থাকে। ঠান্ডায় ফাউন্ডেশন গলে যায় না। গরমে ফাউন্ডেশনের অনেক গুণ নিষ্প্রভ হয়ে যায়। আর বর্ষায় জন্মাতে পারে ব্যাকটেরিয়া।
আরও শুনুন: বাজে খরচে পকেট ফাঁকা! হাতে রইল সঞ্চয়ের খানকয় Tips
রাতে পার্টি। অফিস থেকে ফিরে সাজতে বসলেন। হঠাৎ চোখ গেল নখের দিকে। আধখাওয়া আপেলের মতো নখে নেলপলিশ লেগে রয়েছে। রিমুভ করে পরতে গিয়ে দেখা গেল, জমে দলা পাকিয়ে গেছে আপনার সাধের নেলপলিশ। এবার থেকে রেফ্রিজারেটরে রাখুন। ঠাণ্ডায় নেল পলিশের ভিসকোসিটি বা সার্ন্দ্রতা বাড়ে, তাই জমে যায় না। তবে ব্যবহার করার কয়েক মিনিট আগে কিন্তু মনে করে ফ্রিজ থেকে বের করে রাখবেন
আমাদের চুল ও ত্বকের পরিচর্যায় অ্যালোভেরার জুড়ি মেলা ভার। রেফ্রিজারেটরে অ্যালোভেরা জেল রেখে দিন। বহুদিন এই জেল ব্য বহার করে পারবেন। রোদ থেকে বাড়ি ফিরে মুখে ঠান্ডা অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। পোড়াভাব কেটে যেবে।
চোখের ফোলাভাব কমাতে আমরা আই ক্রিম ব্যবহার করি। আইক্রিমের মধ্যে যে উপাদান থাকে তা আমাদের রক্তজালিকাকে সংকুচিত করে। ঠান্ডায় থাকলে এই আই ক্রিমের উপাদান ভাল থাকে। এতে সংকোচনের কাজ আরও ভাল হয়।
শীতকালের দুমাস ছাড়া সারাবছরই আমাদের রোদে পুড়তে হয়। তাই হাতের কাছে রাখতে হয়, সানস্ক্রিন। এখন তো শীতকালেও সানস্ক্রিন ব্যপবহার করতে হলেন ডাক্তারবাবুরা। তাপমাত্রার ওঠাপড়ায় সানস্ক্রিনের এসপিএফ নষ্ট হয়। ফ্রিজের তাপমাত্রা স্থির থাকায় সানস্ক্রিন ভাল থাকে।
আরও শুনুন: পৃথিবীর নানা প্রান্তের যৌনতার এইসব রীতি আপনাকে অবাক করবে
বাকি থাকল আদরের লিপস্টিক। এর ব্যবহার আগে কম হলেও এখন সবথেকে বেশি। নানা শেডের লিপস্টিক দেখলেই মন ভাল হয়ে যায়। সেই আদরের লিপস্টিককে অযত্নে গলে যেতে দেখলে বা টুক্ করে খসে পড়ে যেতে দেখলে চোখ ফেটে কার না জল আসে! রেফ্রিজারেটরে একেবারে ওপরের তাকে সাজিয়ে রাখুন রং-বেরঙের লিপস্টিক। ওরা ভাল থাকবে, ওদের দিকে তাকালে আপনার মনও ভাল থাকবে।
সুন্দর থাকতে, সুন্দর করে সাজতে সবাই পছন্দ করেন। নিজের যত্ন তো নেবেন, তার সঙ্গে যত্নে রাখুন আপনার প্রসাধন সামগ্রীকেও। দেখবেন তাতে আঁচলে বাঁধা থাকবে আপনার সৌন্দর্য।