কেউ বলেন বিবাহ হল পবিত্র বন্ধন। জুটি নাকি আগেই তৈরি হয়ে থাকে। কেবল তাদের মিলন হয় মর্তের মাটিতে। মানে সব কাপলই মেড ফর ইচ আদার। মানে সব কাপলই মেড ফর ইচ আদার। কিন্তু তা তো হয় না। তাহলে?
স্বপ্নের নায়ক নায়িকার কথাই ধরা যাক, শাহিদ কাপুর-মীরা, প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস এদের একটা তকমা সেঁটে দেওয়া হয়েছে, মেড ফর ইচ আদার। দেখলেও তাই মনে হয় এরা একই ভাবে তাকান, হাসির ধরণটাও প্রায় এক। দুজন আলাদা মানুষ, কিন্তু কত মিল তাদের। আর হালফিলের রোহিত-শ্রীময়ী – এদের দেখলে তো মনে হয় স্বর্গেই জুটি বাঁধা ছিল তাদের। আর যদি সাধারণ জুটির কথা বলি, একটু লক্ষ্য করে দেখবেন এমন অনেক কাপল আছে যাদের মুখের ধরন প্রায় এক, অনেকটা ভাই-বোনের যেমন হয়, কিন্তু এরা হয় লাভ-কাপল নয়, স্বামী-স্ত্রী। আর এই রকম মিল দেখলেই মনে করা হয় এরা মেড ফর ইচ আদার।
আরও শুনুন: Vaccine বিনে নয় Love Scene, করোনার দিনে বদলেছে Dating
এখন প্রশ্ন হল শুধু মুখ বা চেহারার মিল থাকলেই কি মেজ ফর ইচ আদার হওয়া যায়? উত্তর হল- না।
শুধু চেহারার মিল হলেই হবে না। চারিত্রিক বৈশিষ্ট্যেরও মিল থাকতে হবে। থাকতে হবে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার গুণ। জীবন হবে অনেকটা রামধনুর সাত রংয়ের মতো। এই সাত রংয়ের পরতে থাকতে হবে বেশ কিছু অলিখিত বোঝাপড়া।
প্রথমত শর্ত হল, আপনার সঙ্গীর জন্য মানসিক টান। এটা থাকতেই হবে। সারদিনে তার কথা মনে পড়া, দেখা করার ইচ্ছায় খামতি থাকলে চলবে না। আর এটা ঠিক করতে হবে সম্পর্কের প্রথমেই। জানতে হবে সত্যি কতটা অনুভব করতে পারেন তাকে। আপনার সঙ্গীর ইচ্ছা-অনিচ্ছাকে কতটা গুরুত্ব দিতে পারছেন।
আরও শুনুন: Monday Blues: ছুটি কাটিয়ে অফিস বেরোতে অনীহা! কীভাবে কাটাবেন আলস্য?
ভালবাসা, বন্ধুত্বেরও আগে সঙ্গীর প্রতি থাকতে হবে রেসপেক্ট। এটা না থাকলে তার কোনও সিদ্ধান্তই আপনার কাছে গুরুত্ব পাবে না, আর একটা সময় মানুষটার গুরুত্বও হারিয়ে যাবে।
একে অপরের মন বুঝে চলুন। এখন তো বেশিরভাগ ক্ষেত্রে দুজনেই ওয়ার্কিং। সারাদিন অফিসে নানা ঝামেলার মধ্যে কাটাতে হয়। এমনটা হতেই পারে কোনও কারণে আপনার সঙ্গীর মন খারাপ বা কোনও কাজের চাপে আছেন, আপনাকে সময় দিতে পারছেন না। এইরকম অবস্থায় স্পেস দিন তাকে।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।