ফের হিন্দু ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে সরগরম নেটদুনিয়া। কিয়ারা-আমির অভিনীত এক ব্যাঙ্কের বিজ্ঞাপন নিয়ে এবার আক্রমণ শানালেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর সঙ্গে সুর মিলিয়েছেন নেটিজেনদের একাংশও। কী বলেছেন বিবেক? শুনে নেওয়া যাক।
বিজ্ঞাপনে হিন্দু বিয়ের ছবি দেখিয়ে নেটিজেনদের বিক্ষোভের মুখে পড়ল একটি ব্যাঙ্ক। বিজ্ঞাপনে দেখা গিয়েছে, বউ নয়, বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে আসছে খোদ বর। অভিযোগ, ওই বিজ্ঞাপন আসলে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। বিজ্ঞাপনের বিষয়ের পাশাপাশি তার শিল্পীদের দিকেও ছুটে এসেছে অভিযোগের তির। কিয়ারা-আমির অভিনীত ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে এবার সরব হলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীও।
আরও শুনুন: সৈনিকের পেশা বদলে হলেন পর্ন তারকা, কিন্তু স্তন প্রতিস্থাপনের জন্য কী করলেন অভিনেত্রী?
এই প্রথমবার কোনও বাণিজ্যিক বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন আমির খান ও কিয়ারা আডবানি। এর কিছুদিন আগেই বয়কটের হুমকি আছড়ে পড়েছিল আমির খান অভিনীত লাল সিং চাড্ডা ছবিটির দিকে। দেশে অসহিষ্ণুতা বেড়ে যাওয়া নিয়ে অভিনেতার বক্তব্যের জেরেই দাবি করা হয়েছিল, জাতীয়তাবাদী ভাবাবেগে আঘাত করেছেন তিনি। আর এবার ফের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে নেটিজেনদের তোপের মুখে পড়লেন তারকা। একটি ব্যাঙ্কিং সংস্থার ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, তাঁরা বদল আনতে চান। আর সেই বদলের প্রতীক হিসেবেই ফুটিয়ে তোলা হয়েছে হিন্দু বিয়ের ছবি, তবে তার প্রচলিত রীতিনীতি আমূল পালটে গিয়েছে। এখানে বিয়ের পর বরকে নিজের বাড়িতে নিয়ে আসছেন নববধূ। আবার সেই বাড়িতে প্রবেশের সময় কনে নয়, প্রথম পা রাখছেন বর-ই। কিন্তু এই রীতিবদল নিয়েই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ, যাদের অন্যতম বলিউডের পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
টুইটে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে কাশ্মীর ফাইলস-এর পরিচালক লিখেছেন, ‘আমি সত্যিই বুঝতে পারছি না, ব্যাঙ্কগুলি কবে থেকে সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি বদলানোর দায় নিয়েছে? যদি সমাজসংস্কার করতে হয়, তবে ব্যাঙ্কিং ব্যবস্থার অভ্যন্তরীণ দুর্নীতিতে বদল আনুক।’ ব্যাঙ্কিং এবং হিন্দু বিয়ের রীতি, দুটি বিষয়ের মধ্যে কোনোরকম সম্পর্ক নেই বলেই মত তাঁর। এরপর পরিচালক কার্যত হিন্দুত্ববাদী অবস্থানে দাঁড়িয়েই বলেছেন, ‘এইসব অবান্তর কাজ করে আবার বলে হিন্দুরা ট্রোল করে। নির্বোধের দল!’
আরও শুনুন: ৩০০ পুরুষের সঙ্গে ৩০০ ভঙ্গিতে যৌনতার রেকর্ড! পর্ন তারকার যুগ শেষ বলে দাবি করলেন সেই অভিনেত্রীই
পরিচালকের সুরেই সুর মিলিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশও। হিন্দু রীতিনীতিকে কেন বিজ্ঞাপনের বিষয় করা হবে, এই মর্মেই সরব হয়েছেন তাঁরা। এমনকি ওই ব্যাঙ্কটিকে বয়কটের ডাকও শোনা যাচ্ছে ইতিমধ্যেই।