তারকারা কোনও কিছুকে প্রমোট করা মানে তো সাধারণকেও সেটা করতে বা কিনতে উৎসাহিত করা। কিন্তু তারকা যেটা নিজেই বিশ্বাস করেন না, সেটা কী করে সবার উদ্দেশে প্রচার করতে পারেন! এই প্রেক্ষিতেই অনুরাগীদের বিভ্রান্ত করার অভিযোগে বিদ্ধ হয়েছেন রশ্মিকা মন্দানা। ঠিক কী ঘটেছে? আসুন শুনে নিই।
অমিতাভ বচ্চন থেকে জন আব্রাহাম কিংবা রাজকুমার রাও- অনেক তারকাই আছেন যারা পুরোপুরি নিরামিষাশি বা ভেজিটেরিয়ান। শরীর ভাল রাখতে ফিট থাকতে অনেকেই শাকাহারি জীবন যাপন করেন। সেখান থকেও আবার ভাগ হয়ে শুধুমাত্র উদ্ভিজ্জ খাদ্য গ্রহণকারীরা হয়েছেন ভেগান। আমিষের মধ্যে শুধু ডিম খান যারা তাঁরা এগেটেরিয়ান। যে যার ইচ্ছে, শরীরের অবস্থা, মুখের স্বাদ অনুযায়ী খাদ্যাভ্যাস বজায় রাখেন। এ পর্যন্ত কোনও সমস্যাই নেই। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন আপনি বলছেন এক, কিন্তু আসলে আপনি আদৌ তা নন। নিজস্ব বন্ধু বা আত্মীয় পরিজন মহলে এর জন্য আপনার বদনাম জুটতে পারে। কিন্তু কোনও সেলিব্রিটি এমনটা করলে ট্রোল হওয়া অবশ্যম্ভাবী। হয়েছেনও তাই।
আরও শুনুন: প্রতি ইনস্টাগ্রাম পোস্টে আয় দেড় লক্ষ, ২১ বছরেই ২৫ কোটি উপার্জন তরুণীর
সম্প্রতি ‘পুষ্পা’ সিনেমায় কাজের পর ব্যাপক সাফল্য এবং পরিচিতি পেয়েছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ‘স্বামে স্বামে’ গানে তাঁকে পা মেলাতে দেখা গিয়েছে সেই সময়ের সমস্ত স্টেজ শো, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। আর তাঁর ফ্যান ফলোয়ার বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এবার সেই ফ্যানেরা তাঁর শুরু থেকে শেষ সমস্ত ইন্টারভিউ ঘেঁটে দেখে, শুনে, তাঁর বিষয়ে সমস্ত তথ্য জোগাড় করে ফেলেছেন। রশ্মিকার ফ্যানেরা জানেন ইংরেজি সাহিত্য, সাইকোলজি ও সাংবাদিকতা নিয়ে মোট তিনটি ডিগ্রি আছে তাঁর। এসব শুনে আমাদের অনুপ্রেরণা জাগে। রশ্মিকা যখন কোনও ইন্টাভিউতে বলেন তিনি ভেজিটেরিয়ান, তাঁর ফ্যানেরা বোধহয় আরও একটু পশুপ্রেমী হয়ে পড়েন। এইভাবেই তো একেকজন আমাদের রোল মডেল বা আইকন হয়ে ওঠেন। তখন তাঁদের মিথ্যেগুলোকেও বিশ্বাস করতে চাই আমরা। কিন্তু সবসময় বোধহয় সেটা হয় না। যখন সেই আইকন নিজেই নিজের বিরোধিতা করেন? এই যেমন ইন্টারভিউতে রশ্মিকা নিজেকে ভেজিটেরিয়ান বলার পর, একটি প্রসিদ্ধ মাংস বিক্রয়কারী সংস্থার বিজ্ঞাপনে তাঁকে দেখা যায়, তিনি ক্যামেরার সামনে মাংস খাচ্ছেন এবং তার প্রচার করছেন।
আরও শুনুন: একাধিক পুরুষের সঙ্গে যৌনতার পরেও তিনি কুমারী! রহস্য ফাঁস পর্ন তারকার
এখানে যখন নিজেই নিজের বিরোধিতা করছেন রশ্মিকা, তখন রেগে যান অনেকেই। ট্রোলের পাহাড় জমতে থাকে তাঁর নামে। আসলে হয়তো মানুষের প্রশ্ন কোন রশ্মিকাকে তাঁরা বিশ্বাস করবেন তা নিয়ে! তারকারা কোনও কিছুকে প্রমোট করা মানে তো সাধারণকেও সেটা করতে বা কিনতে উৎসাহ দেওয়া। কিন্তু তারকা যেটা নিজেই বিশ্বাস করেন না, ব্যবহার করেন না বা মানেন না, তা কী করে সবার উদ্দেশে প্রচার করতে পারেন! তাই মাংস খাওয়ার প্রচার করে নেটিজেনদের নিন্দের শিকার রশ্মিকা। তবে সবাই যে তাঁর বিপক্ষে কথা বলেছেন এমনটাও নয়। তাঁর বেশ কিছু ফ্যান তাঁর পক্ষেও টুইট করেছেন। এবং প্রশ্ন তুলেছেন সত্যিই কি যাঁরা বিজ্ঞাপন প্রচারে অংশ নেন, তাঁরা সকলে সেই পণ্য ব্যবহার করেন? এর উত্তর বোধহয় আজ আমরা সকলেই জানি। তবু, বিজ্ঞাপনে কাজ করে ট্রোল হওয়া, অমিতাভ, অক্ষয়, আলিয়াদের তালিকায় এবার রশ্মিকা হলেন নতুন সংযোজন।