তামাকজাত পণ্যের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তো চলছিলই। এরই মধ্যে ফের বিপাক বাড়ল অজয়-শাহরুখ-রণবীরদের। মুজফফরপুরের একটি আদালতে তাঁদের বিরুদ্ধে দায়ের হল মামলা। তাঁদের বিরুদ্ধে আনা হয়েছে একাধিক মামলাও। কোন কোন ধারায় মামলা দায়ের হল বলিউড তারকাদের বিরুদ্ধে? আসুন, শুনে নেওয়া যাক।
তামাকজাত দ্রব্য আমাদের শরীর পক্ষে ক্ষতিকারক। এমনকী তা ক্যানসারেরও কারণ। অথচ সেসব জানা সত্ত্বেও এ ব্যাপারে হুঁশ নেই অনেকেরই। টিভিতে চোখ রাখলেও প্রায়শই আমরা তামাকজাত পণ্য, গুটখা, পানমশলা প্রভৃতির বিজ্ঞাপন দেখি। যাতে আবার অভিনয় করেন বড় বড় সব তারকারা। সম্প্রতি সে ব্যাপারটি নিয়েই হইচই পড়ে গিয়েছে।
তারকাদের আচার-আচরণ থেকে শুরু করে প্রায় সব কিছুই প্রভাবিত করে তরুণ প্রজন্মকে। তাঁদের এই ধরনের বিজ্ঞাপনে অংশ নেওয়া আসলে তরুণ প্রজন্মকে সেই বদ অভ্যাসের দিকে আরও বেশি করে ঠেলে দিচ্ছে বলে মত একটি অংশের। এই ধরনের বিজ্ঞাপনে অংশ নেওয়ার জন্য কাঠগড়ায় তোলা হয় অজয় দেবগন থেকে শুরু করে শাহরুখ খান, এমনকী রণবীর সিংহকেও। এবার তাঁদের বিপদ আরও বাড়ল। মুজফফরপুরের একটি আদালতে তাঁদের নামে দায়ের হয়েছে মামলা।
আরও শুনুন: কেন তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন? পদ্মশ্রী কেড়ে নেওয়া হোক তারকাদের, দাবি বিজেপি নেতার
সম্প্রতি দক্ষিণী তারকা আল্লু অর্জুন জানিয়েছিলেন, কোটি টাকার বিনিময়েও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করবেন না তিনি। তার পর থেকেই উসকে উঠেছে বিতর্ক। কিছু দিন আগে একটি তামাকজাত পণ্যসংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছিল বলিউড তারকা অক্ষয় কুমারকে। এদিকে, অক্ষয় বিভিন্ন তামাকবিরোধী অনুষ্ঠানেও অংশ নেন। তাঁর এই ব্যবহার স্ববিরোধী বলে শুরু হয় হইচই। বিতর্কের মুখে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন থেকে সরে আসেন অক্ষয়। তামাকজাত পণ্যের বিজ্ঞাপেনর সঙ্গে জড়িত তারকাদের পদ্মশ্রী কেড়ে নেওয়ারও দাবি জানান এক বিজেপি নেতা।
তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করার জন্য বিতর্কের মধ্যে পড়তে হয় অজয় দেবগন, শাহরুখ খানদেরও। দীর্ঘদিন ধরেই একটি ব্র্যান্ডের পানমশলা বা এলাচের বিজ্ঞাপন করেন অজয়। এই ব্র্যান্ডটি আবার তামাকজাত দ্রব্যও বিক্রি করে বলে দাবি অনেকের। সেই বিশেষ সংস্থার বিজ্ঞাপনে সম্প্রতি যোগ দেন শাহরুখ খানও। মাঝে কিছুদিন অমিতাভ বচ্চনকেও দেখা গিয়েছিল এই ধরণের পণ্যের বিজ্ঞাপনে। তবে বিতর্ক মাথা চাড়া দিতেই সরে দাঁড়ান তিনি। এমনকি রণবীর সিংকেও দেখা গিয়েছে তেমন বিজ্ঞাপনে। তামাক নয়, আদতে এলাচের বিজ্ঞাপন বলে প্রাথমিক ভাবে দায় এড়াতে চেয়েছিলেন বটে অজয়। তবে তাতে বিশেষ লাভ হয়নি। আর এবার তো সেই বিজ্ঞাপনের জেরে আইনি গেরোয় পড়তে চলেছেন বলিউডের এসব তাবড় অভিনেতারা।
আরও শুনুন: কোভিড নয়, রাস্তায় ঘুরছে ‘মানুষখেকো পিশাচ’! লকডাউনের সিদ্ধান্ত নিলেন গ্রামবাসীরাই
সম্প্রতি মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে তাঁদের নামে। মামলাকারী তমন্না হাশমি শহরেরই এক সমাজকর্মী। ওই সব বিজ্ঞাপনের মাধ্যমে তারকারা সাধারণ মানুষকে তামাকজাত পণ্য সেবনে উৎসাহ দিচ্ছেন বলে অভিযোগ এনে সম্প্রতি আদালতের দ্বারস্থ হন তমন্না। ভারতীয় দণ্ডবিধির ৩১১ , ৪২০, ৪৬৭ ও ৪৬৮ ধারায় মামলা ঠুকেছেন তিনি। যার মধ্যে রয়েছে প্রতারণা, জালিয়াতি-সহ একাধিক অভিযোগ। তারকা-খেতাবের অপব্যবহার করছেন বলে রণবীর সিংকেও কাঠগড়ায় তুলতে ছাড়েননি তমন্না।
সব মিলিয়ে সময়টা ভাল যাচ্ছে না অজয় দেবগনের। দিন কয়েক আগে ভাষা বিতর্কে জড়িয়ে বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। অন্যদিকে, শাহরুখের অবস্থাও তথৈবচ। ছেলে আরিয়ান খান মাদক-মামলা থেকে নিস্তার পেয়েছেন কিছু দিন হল। এদিকে সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘পাঠান’। তার আগে এসব আইন-আদালতের চক্করে যে বেজায় নাকাল হতে চলেছে বলিউডের এসব নামী অভিনেতারা, তা তো বলাই বাহুল্য।