কখনও আর্থিক সাহায্য তো কখনও বাড়ি ফেরার ব্যবস্থা করা। যে কোনও বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ‘গরিবের মসিহা’ হয়ে উঠেছেন অভিনেতা সোনু সুদ। এবার তিনি ধরা দিলেন একবারে অন্য রূপে। এক ব্যক্তিকে শেখালেন স্বাস্থ্য সচেতনতার পাঠ। তাঁর সেই কর্মকাণ্ডের ভিডিও বেশ ভাইরালও হয়েছে নেটদুনিয়ায়। ঠিক কী করেছেন অভিনেতা? আসুন শুনে নিই।
রুপোলি পর্দায় তিনি দুর্ধর্ষ ভিলেন। কিন্তু বাস্তবের দুনিয়ায় ক্রমশই রোল মডেল হয়ে উঠেছেন সোনু সুদ। শুধু অভিনয় নয়, সমাজের প্রতিও তাঁর যে বিশেষ দায়িত্ব রয়েছে, সে-কথা নিজের মুখেই স্বীকার করেন অভিনেতা। এবার সেই দায়িত্ব পালনেই এক ব্যক্তিকে তিনি শেখালেন স্বাস্থ্য-সচেতনতার পাঠ। চায়ের দোকানে দাঁড়িয়ে জনৈক ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়ে সোনু বুঝতে পারেন, ওই ব্যক্তি গুটখা খাচ্ছেন। সঙ্গে সঙ্গে মুখে থাকা গুটখা ফেলে দেওয়ার নির্দেশ দেন তিনি। দেন জোর ধমকও। এহেন সহবত শেখানোর ভিডিওই বর্তমানে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
আরও শুনুন: রোল মডেল হয়েও চলন্ত ট্রেনে দরজার সামনে! সোনু সুদের উপর বেজায় অসন্তুষ্ট রেল
যে কোনও চিকিৎসকই তামাকজাত পদার্থ থেকে দূরে থাকার পরামর্শ দেন। সরকারের তরফেও নিয়ম করে তামাকজাত পণ্যের প্যাকেটের উপর বিধিবদ্ধ সতর্কীকরণ-এর সাবধানবাণী দেওয়া থাকে। এমনকি সিনেমা শুরু হওয়ার আগেও এই বিষয়ে সচেতনতা প্রচার করা হয়। তবু এই বদভ্যাস থেকে নিজেদের সামলে রাখতে পারেন না অনেকেই। সেইরকমই এক ব্যক্তিকে গুটখা খেতে দেখে রীতিমতো ধমক দিতে দেখা গেল অভিনেতা সোনুকে।
নিজের স্টারডমকে দূরে রেখে সাধারণ মানুষের সঙ্গে বেশ সাবলীল ভাবেই মেলামেশা করেন সোনু। আর তা করতে গিয়েই ওই ব্যক্তির বদভ্যাস ছাড়ালেন তিনি। প্রায়শই শোনা যায় যে, তিনি কোনও অতি সাধারণ ব্যক্তির বিপদের দিনে পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়েই এই অভাব অভিযোগের খোঁজ পান তিনি। এদিনও রাস্তার ধারের এক চায়ের দোকানে দাঁড়িয়ে কয়েকজনের সুখ-দুঃখের খোঁজ নিচ্ছিলেন অভিনেতা। বলছিলেন কথাবার্তা। তখনই তিনি বুঝতে পারেন তাঁদের মধ্যে থাকা একজনের মুখে গুটখা রয়েছে। নিশ্চিত হওয়ার জন্য, সেই ব্যক্তিকে সোনু জিজ্ঞাসা করেন, তিনি সত্যিই গুটখা খাচ্ছেন কি না। তাঁর কথাতে সম্মতি জানান ওই ব্যক্তি। এরপরই রীতিমতো ধমকের সুরে ওই ব্যক্তিকে গুটখা ফেলে দেওয়ার নির্দেশ দেন সোনু। ব্যক্তিটিও সোনুর কথা অক্ষরে অক্ষরে পালন করেন। এরপর তিনি মুখ ধুয়ে ফিরে এলে, এমন নির্দেশের কারণও ব্যাখ্যা করেন অভিনেতা। গুটখা বা যে কোনও ধরনের তামাক সেবন যে স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর সেকথা তাঁকে বুঝিয়ে বলেন সোনু। একইসঙ্গে সেই চায়ের দোকানের মালিককেও অনুরোধ করেন, তিনি যেন এই ধরনের তামাকজাত দ্রব্য আর বিক্রি না করেন। একথা বলতে গিয়ে সোনু যুক্তি দেখান, এঁদের প্রত্যেকেরই পরিবার আছে, তাই তামাকের কারণে শরীরে কোনও মারণরোগ বাসা বাঁধলে সেই পরিবারটিকে পথে বসতে হবে।
আরও শুনুন: পাশে ছিলেন খারাপ সময়ে, ‘মসিহা’ সোনুকেই পদক উৎসর্গ ক্যারাটে চ্যাম্পিয়নের
তাঁর এই ভিডিও নেটমাধ্যমে প্রকাশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই বেশ সাড়া পড়েছে নেটপাড়ায়। অনেকেই তাঁর এই কাজের প্রশংসা করেছেন। অনেকে আবার মনে করিয়ে দিয়েছেন, কীভাবে করোনার সময় থেকেই বারবার বিভিন্নভাবে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড তারকা সোনু সুদ। বলাই বাহুল্য, তাঁর এই নতুন রূপ দেখেও বেশ উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।