কাজ পাওয়ার বদলে চোরাগোপ্তা শরীর বিনিময় চলে বলিউডে। এমনই দাবিতে এবার মুখ খুললেন অভিনেত্রী শমা সিকন্দর। জানালেন, বন্ধুত্বের টোপ দিয়েই উঠতি অভিনেত্রীদের যৌনতার ইশারা করেন অনেক প্রযোজক। ঠিক কী বললেন তিনি? শুনে নেওয়া যাক।
বলিউডের অন্দরমহলে কাস্টিং কাউচের চল রয়েছে বলে বারে বারেই সরব হয়েছেন একাধিক অভিনেত্রী। আত্মজীবনী ‘সচ কহুঁ তো’ বইয়ে বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তা খোলামেলা জানিয়েছিলেন এই প্রবণতার কথা। আর এবার সেই একই অভিযোগে সোচ্চার হলেন নতুন প্রজন্মের এক অভিনেত্রীও। বলি দুনিয়ায় কাজ পাওয়ার বদলে শরীরের লেনদেনে রাজি হতে হয়, এমনই বিস্ফোরক অভিযোগে সোচ্চার হলেন অভিনেত্রী শমা সিকন্দর।
আরও শুনুন: কিম কার্দাশিয়ানের মতোই মোহময়ী, তরুণী পুলিশকর্মীর হাতে ‘গ্রেপ্তার’ হতে ব্যাকুল অনুরাগীরা
বড় সময় ধরেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। এবার তিনি দাবি করলেন, একটা সময়ে বলিউডে কাজের বদলে শরীর চাওয়ার চল ছিল ভালমতোই। তিনি নিজেও এই কাস্টিং কাউচ প্রথার মুখোমুখি হয়েছেন বলে দাবি অভিনেত্রীর। তিনি জানিয়েছেন, সরাসরি কুপ্রস্তাব দেওয়া হয়নি তাঁকে। বদলে এক আশ্চর্য আড়ালের সুযোগ নিতে চাইতেন প্রযোজকেরা। সুন্দরী অভিনেত্রীকে বন্ধু হওয়ার প্রস্তাব দিতেন অনেকেই। আসলে সেই বন্ধুত্ব ছিল একটা ছল মাত্র, তার আড়ালেই থাকত যৌনতার হাতছানি। সেইসব প্রযোজকদের হাবভাব দেখে এমনটাই মনে হয়েছিল তাঁর, সাফ জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মনে হয়েছিল, আদৌ বন্ধু হতে নয়, তাঁর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়াই ওইসব ক্ষমতাবান লোকের উদ্দেশ্য। শমার দাবি, প্রযোজকদের কাছে কাজ খুঁজতে গিয়ে বা কাজের কথা আলোচনা করতে গিয়ে এমন বহু ‘বন্ধুত্বের’ প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু একসঙ্গে কাজ না করলে কীভাবে বন্ধুত্ব গড়ে উঠবে, সে কথা মাথায় ঢোকেনি তাঁর।
আরও শুনুন: পুরনো প্রেমপত্রের দাম প্রায় ১০ লক্ষ! ইলন মাস্কের দেওয়া উপহার নিলামে তুললেন প্রাক্তন প্রেমিকা
যদিও শমা স্বীকার করেছেন, সকলকেই এক দলে ফেলা চলে না। তবে ক্ষমতার শীর্ষে থাকার সুযোগ যে অনেকেই নিতেন, সে কথা অস্বীকার করারও কোনও জায়গা নেই। পাশাপাশি তাঁর এ কথাও মনে হয়, নিজের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাসের অভাব থাকলে তবেই মানুষ এ ধরনের ফাঁদে পা দেয়। আসলে কেবল সিনে দুনিয়া নয়, যে কোনও কর্মক্ষেত্রেই এভাবে ক্ষমতার খেলা চলতে পারে বলে মনে করেন অভিনেত্রী। তবে নব্য প্রযোজক বা পরিচালকদের অনেক বেশি পেশাদার বলেই মনে হয়েছে তাঁর। আর তাঁদের হাত ধরেই ক্রমশ বলিউডে বদল আসছে বলে আশাবাদী শমা সিকন্দর।