ভাঙছে সমাজের অচলায়তন। এই প্রথমবার শহরের দুর্গাপুজোয় পৌরহিত্য করবেন চার মহিলা। উদ্যোগ নিয়েছে ৬৬ পল্লি। কিছুদিন আগেই এ দৃশ্য দেখা গিয়েছিল সিনেমার পর্দায়। মহিলা পুরোহিত হয়ে সেখানে দেখা গিয়েছিল অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। পর্দার কাহিনি যখন বাস্তবের রূপ নিচ্ছে তখন খুশি অভিনেত্রী। জানালেন সে-কথা সংবাদ প্রতিদিন শোনো-কে। শুনলেন শ্যামশ্রী সাহা।
সমাজ আমাদের বেঁধে রাখে নানা নিয়মের গণ্ডিতে। সামাজিক পরিবর্তন আমাদের সেই বন্ধন থেকে মুক্ত করে। অচলায়তন ভাঙছে আর তা বদলে দিচ্ছে প্রাচীনকাল থেকে আঁকড়ে থাকা অর্থহীন সংস্কারকে। সমাজিক বিবর্তনের এক মাধ্যম হল চলচ্চিত্র। যেখানে দেখানো হয়, সংস্কারের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসার রাস্তা। এবার যেন তা ধরা দিল চোখের সামনে। যা ছিল পর্দায় তাই-ই হয়ে উঠল বাস্তব। এই কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ ছবিটি। মুখ্য চরিত্রে ছিলেন ঋতাভরী চক্রবর্তী। তাঁকে দেখা গিয়েছিল একজন মহিলা পুরোহিত হিসেবে। যিনি সমাজের অনর্থক গণ্ডি ভাঙছেন লড়াই করে। এবার সেই একই জিনিস হতে চলেছে বাস্তবে। যখন শহরের এক বিশিষ্ট পুজো কমিটি ঠিক করেছে, মহিলা পুরোহিত দিয়েই হবে এবারের পুজো। কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে এই ঘটনা হতে চলেছে প্রথমবার।
আরও শুনুন – ‘সবরকম শরীরই সুন্দর’, ছবি পোস্ট করে কেন এই কথা বললেন Swastika Mukherjee?
আর তা শুনে পর্দার ঋতাভরী বললেন, ‘ ভীষণ আনন্দ পেয়েছি এই খবর শুনে। ছবি আসে মানুষকে আনন্দ দেয়, সেটা একটা পাওনা। কিন্তু এই যে একটা সামাজিক পরিবর্তন আনল একটা ছবি, সেটা যেন অ্যাওয়ার্ডের থেকেও বড় প্রাপ্তি।’
প্রতিবারই দুর্গাপজোয় কোনও না কোনও চমক থাকে। থিমের লড়াই চলে। করোনা ভাইরাসের কারণে গত দুবছরে দুর্গাপুজোর চিত্রটা অনেকটা বদলে গেছে। থিমের ল়ডাইটাও আর জোরালো নেই। তবে চমক থাকবে না তা কী করে হয়। ২০২১ এর দুর্গাপুজোয় ৬৬ পল্লী সব লড়াইকে পিছনে ফেলে যেন ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। প্রতিমা, মণ্ডপ বা আলোকসজ্জা নয়, চমকটা অন্য জায়গায়। এবার সেখানে পুজো করবেন মহিলা পুরোহিত। নিঃসন্দেহে ২০২১-এর দুর্গাপুজোয় এটাই সবথেকে বড় চমক।
আরও শুনুন – ‘ধর্ষণ করা হচ্ছে না তো?’ পুলিশ হেফাজতে থাকা Pori Moni-কে নিয়ে বিস্ফোরক প্রশ্ন Taslima Nasrin-এর
কিছুদিন আগেই উইন্ডোজ প্রোডাকশনের ব্যানারে ২০২০ ৬ মার্চ মুক্তি পায় ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নির্দেশনায় এই ছবির মূল বিষয় ছিল একজন মহিলা পুরোহিতের সমাজিক বিবর্তন আনার গল্প। ছবির মুখ্য চরিত্রে ছিলেন ঋতাভরী চক্রবর্তী। ছবিটি যথেষ্ট জনপ্রিয়তা পাওয়ায় করোনার প্রথম ঢেউয়ের পর ছবিটা রি-লঞ্চ করা হয়। এবার আর গল্প নয় বাস্তবিকই মা দুর্গার বোধন করবেন মহিলা পুরোহিতরা।
বাকিটা শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।