পেজ থ্রি থেকে সরাসরি পেজ ওয়ান। তবে সাফল্য নয়, যেন ক্রাইম সিরিজের মধ্যমণি হয়ে। উত্থান পতনের এই সিঁড়ি-ভাঙা খেলায় কোথায় দাঁড়িয়ে লাস্যময়ী অভিনেত্রী পরীমণি? শুনুন তাঁর গল্প।
শামসুন্নাহার স্মৃতি। এটাই তাঁর পিতৃদত্ত নাম। সংবাদ শিরোনামে আসতে খুব বেশি সময় লাগেনি তাঁর। লাইমলাইটে আসার জন্য বেছে নিয়েছিলেন রক্ষণশীল সমাজের উল্টো স্রোতে চলা। খোলামেলা পোশাক, সাহসী মন্তব্য, আকর্ষণীয় আবেদনে খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছিলেন হার্টথ্রব আর নেটিজেনদের আলেচনার মধ্যমণি।
আরও শুনুন – যেমন Breast তেমন Tax, প্রথার নামে দেশের মেয়েদের সইতে হত যৌন হেনস্তাও
চলচ্চিত্রে তেমন আগ্রহ ছিল না শামসুন্নাহার। বাবা মাকে হারিয়ে একাকীত্বে, দারিদ্রে কেটেছে ছোটবেলা। তারপরই আসে মডেলিংয়ের অফার। সেই হাতছানি আর এড়াতে পারেননি এই সুন্দরী। প্রথম সিনেমা মুক্তির আগেই হাতে চলে আসে আরও ২০টি ছবির অফার। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে কয়েকটি হল, ‘মনজুড়ে তুই’, ‘লভার নম্বর ওয়ান’, ‘নগর মস্তান’, ‘মহুয়া সুন্দরী’। মিডিয়ার লেন্স আর ফ্ল্যাশের ঝলকানিতে রাতারাতি তারকা বনে যান তিনি। সোশাল মিডিয়ায় তাঁর পোস্ট, মন্তব্য, খোলামেলা পোশাকের ছবি নিয়ে চর্চা ছিল তুঙ্গে, তারই মাঝে নেটমাধ্যমের পর্নসাইটে তাঁর ভিডিও প্রশ্ন তুলেছিল নেটিজেনদের মনে।
অনিয়ন্ত্রিত উদ্দাম, আবেগ, আর শীর্ষে পৌঁছনোর হাতছানিতে এগিয়ে যেতে যেতে বারবার হোঁচট খেয়েছেন। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন উঠেছে, কুৎসা রটেছে বারবার। বারবার সম্পর্কে জড়িয়েছেন, আবার বেরিয়েও এসেছেন সেই সম্পর্ক থেকে। তিন তিন বার বিয়ে ভেঙেছে। তবে কি বন্ধন ভাল লাগত না তাঁর!
আরও শুনুন – Aphrodisiac: টানটান যৌনতার জন্য যে সব খাবারের জুড়ি মেলা ভার
এইসব নিয়েই বেশ চলছিল। হঠাৎ এল চমক। প্রশাসনের কাছে খবর ছিল আগেই। সেইমতোই বাংলাদেশের র্যাবের একটি দল পরীমণির বাড়িতে অভিযান চালায়। ঘটনার মোড় ঘোরাতে এ সময় ভেতর থেকে দরজা লাগিয়ে ফেসবুক লাইভে আসেন পরীমণি। লাইভে তিনি বলেন, নিজের বাড়িতে অজ্ঞাতপরিচয় কয়েকটি লোকার দ্বারা আক্রান্ত হয়েছেন তিনি। থানা-পুলিশ, ডিবির কর্মকর্তা ও তাঁর পরিচিতজনদের কাছে ফোন করে তাঁকে বাঁচানোর আকুতি জানান। র্যাবের সদস্যরা বারবার পরিচয় দিলেও ভেতর থেকে দরজা খোলেননি তিনি। তবে শেষরক্ষা হয়নি। কিছুক্ষণ অপেক্ষার পর দরজা খুলতে বাধ্য হন তিনি। ভিতরে ঢোকেন র্যাবের সদস্যরা শুরু হয় তল্লাশি। পাওযা যায় বিপুল পরিমাণ ওয়াইন, আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জাম। আটক করা হয় পরীমণিকে।
বাকিটা শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।