বলিউডের দামি বিয়ের ছবি যত প্রচারে এসেছে, তত বদলেছে আম বিয়ের রূপ রস গন্ধ। বিগ ফ্যাট ওয়েডিং-এর চোখধাঁধানো আলো আর টাকার শব্দে আপাতত গোটা দেশ ভরপুর। সেই দামি ‘প্রথা’ই কি ভাঙল তাপসীর হাত ধরে? আসুন, শুনে নেওয়া যাক।
শুধু বিয়ে করলে আর মান থাকে না। তা যত দামি হবে, ততই বাড়বে তার কদর। তাই কেউ ছুটছেন ইতালি তো কেউ আমেরিকা। যদি বা দেশে বিয়ে করার কথা ভাবেন, তাহলেও অন্তত যোধপুর কি জয়সলমিরের সোনার কেল্লাই সই। বর কনের পরনে সব্যসাচী কি মনীশ মালহোত্রা না থাকলেই বা কেমন দেখায়! মোট কথা, সমস্ত ব্যাপারটাই হতে হবে রাজকীয়। বিগ ফ্যাট ওয়েডিং-এর চোখধাঁধানো আলো আর টাকার শব্দে আপাতত গোটা দেশ ভরপুর। কেবল আম্বানি-বাড়ির বিয়ের তোড়জোড় দেখে চোখ ঠেরে আর কী লাভ, যেখানে গোটা দেশ জুড়েই বিয়ের সংজ্ঞা বদলে গিয়েছে। সেই যে এক বলি সিনেমায় গ্রাম থেকে আসা নিপাট সাধারণ মেয়েটির স্বপ্ন ছিল, ‘কভি খুশি কভি গম’-এ করিনা কাপুরের মতো লেহেঙ্গা পরেই সে বসবে বিয়ের পিঁড়িতে। বলিউড দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে এমনই রূপকথা বুনেছে। আর হাল আমলে তাতে আরও রং চড়িয়েছে তারকাদের বিয়ের গল্প। মিডিয়া আর সোশাল মিডিয়ার দৌলতে সেসব ডেস্টিনেশন ওয়েডিং-এর যাবতীয় জাঁকজমক আমাদের চোখের নাগালে। আর সেই সোনার হরিণকে হাতের নাগালে আনতে মরিয়া আমরাও। তাই আম ভারতীয়ের বিয়েও আজ আর ঘরোয়া নেই। তার সাজসজ্জা থেকে অনুষ্ঠানের বাড়বাড়ন্ত, প্রি-ওয়েডিং ফোটোশুট থেকে মেহেন্দি সংগীতের সিনেম্যাটিক আয়োজন, সবকিছুই এখন দামি। কিন্তু, বিয়ের গায়ে টাকার গন্ধ লেগে থাকাই যেখানে ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে, আর বলিউডই যার জনক, সেখানে বলিউডের কেউ কেউই কি সে প্রথা ভাঙা শুরু করলেন?
আরও শুনুন:
মেয়েদের দাম কত! শাসক থেকে বিরোধী, সব পথ শেষে মিলে যায় একই প্রশ্নে?
আসলে সম্প্রতি দোলের ছবিতে তাপসী পান্নুকে দেখেই এ প্রশ্ন উসকে উঠেছে। সে ছবিতে তারকার সিঁথিতে সিঁদুর দেখা যাচ্ছে কি না, তা নিয়েই সরগরম নেটদুনিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি গোপনেই দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন তাপসী। আর সেখানে হাজির ছিলেন কেবল দুজনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরাই। এখনও পর্যন্ত কোথাও সেই অনুষ্ঠানের ছবিও প্রকাশ করেননি তাঁরা। এই জল্পনায় ভর করেই অনেকে বলছেন, বলিউডের দামি বিয়ের প্রথা কি তবে ভাঙলেন এই বলি তারকা? প্রথা ভাঙায় শিলমোহর দিলেন অবশ্য অদিতি রাও হায়দারিও। দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে তেলেঙ্গানার একটি মন্দিরে বিয়ে সারলেন তিনি, চুপিসাড়েই। বিয়ের ছবি বা খবর নিয়েও মুখে কুলুপ এঁটেছেন দুই তারকা।
আরও শুনুন:
দাগ আচ্ছা হ্যায়! পোড়া দাগ না লুকিয়ে গ্ল্যামার দুনিয়ার ক্লিশে ধারণাই পুড়িয়ে দিলেন সারা
আসলে বিয়ের বিপুল খরচ কিংবা আচার অনুষ্ঠানের জাঁকজমক, সবকিছুর মধ্যেই থেকে যায় আলাদা হওয়ার ঝোঁক। সে আলাদা হওয়া একরকম বৈষম্যই জারি রাখে বইকি। কিছুদিন আগেই সেই যুক্তিতেই প্রচলিত বিয়ের অনুষ্ঠানকে নাকচ করেছিলেন রাজস্থানের এক যুগল। এই দলিত যুগল বৌদ্ধ রীতিতে বিয়ে করে জানিয়েছিলেন, বিয়ের এই রীতিটি একইসঙ্গে সাদাসিধে এবং তা সমতার কথাও বলে। বিশেষ করে হিন্দু বিয়েতে সিঁদুর, মঙ্গলসূত্র এমন বিভিন্ন বিবাহপ্রতীক কেবল নারীকেই ধারণ করতে হয়। পিতৃতান্ত্রিক সমাজে নারীর জন্য যে অসম অবস্থানটি বরাদ্দ আছে, এই সবকিছুতেই তা আরও বেশি করে ফুটে ওঠে। সম্প্রতি একটি ওয়েব সিরিজেও এইভাবে বৌদ্ধ রীতি মেনে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এক দলিত কন্যা। চলতি ছক ভাঙার সেই সিদ্ধান্ত আসলে তাঁর শিকড়ে পৌঁছনোর পথ ছিল। বর্ণভেদের সমাজে তাঁর দলিত পরিচয় তাঁকে যে অসমতার মুখে ফেলেছিল, সে বিয়ের ধরনে তাকেই চ্যালেঞ্জ করেছিলেন তিনি। আসলে ছক ভেঙে যাওয়ার মধ্যে কোথাও না কোথাও এই পালটে যাওয়াটুকুই থেকে যায়। বিয়ের ছক ভাঙার মধ্যে দিয়ে কোথাও গিয়ে এই সবরকম অসমতাই হয়তো মুছে ফেলা যাবে ক্রমশ, এমন আশাই দেখাচ্ছে এই ‘অন্যরকম’ বিয়েগুলি।