মাংস খেতেন খোদ রামচন্দ্রও! এমন দাবি করেই বিপাকে পড়ল দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সাম্প্রতিক সিনেমা ‘অন্নপূর্ণি’। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে সরব হিন্দুত্ববাদীরা। কী ঘটেছে ঠিক? শুনে নেওয়া যাক।
ফের হিন্দুত্ববাদীদের রোষের মুখে সিনেমা। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে এবার অভিনেত্রী নয়নতারাকে নিশানা করলেন সিনে-দর্শকদের একাংশ। তাঁদের দাবি, অভিনেত্রীর সাম্প্রতিক ছবি ‘অন্নপূর্ণি’-তে খোদ শ্রীরামচন্দ্রকে মাংসভোজী বলে দেখানো হয়েছে। আর একেই ভগবানের অপমান বলে সুর চড়িয়েছেন হিন্দুত্ববাদীরা।
আরও শুনুন: রামের মঙ্গলকামনায় পুজো দেবেন মদ ও মাংস দিয়ে, গঙ্গার কাছে মানত সীতার
কিছুদিন আগেই শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির হাত ধরে বলিউডে বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন নয়নতারা। এর পরে পরেই মুক্তি পেয়েছে দক্ষিণী অভিনেত্রীর নতুন ছবি। কিন্তু সেখানে দর্শকদের প্রতিক্রিয়া হয়েছে ঠিক বিপরীত। পরিচালক নীলেশ কৃষ্ণার ‘অন্নপূর্ণি: দ্য গডেস অফ ফুড’ নামে এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা ও জয়। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে না পেতেই বড় বিতর্কের মুখে পড়ল এই ছবি। ছবিতে দেখা গিয়েছে, নয়নতারা অভিনীত চরিত্রটি এক ব্রাহ্মণ পুরোহিতের মেয়ে। আর তাকেই মাংস খাওয়ার জন্য জোর করছে ফারহান। তরুণীকে রাজি করানোর জন্যই ওই যুবকের মন্তব্য, এমনকি ভগবান রামও মাংস খেতেন। আর এতেই বেজায় ক্ষুব্ধ দর্শকদের একাংশ। এমনিতেই রাম ও রামায়ণ নিয়ে যথেষ্ট স্পর্শকাতর হিন্দুত্ববাদী শিবির। তাঁদের কাছে রামের যে ধারণাটি রয়েছে, সেই মতের বাইরে অন্য মতকে তাঁরা স্বীকার করতেও চান না। ফলে গোটা দেশে যে বিভিন্ন রামকথা প্রচলিত, এবং সেখানে রামের আকারপ্রকারে যে পার্থক্যের কথাও জানা যায়, তাকে সম্পূর্ণ নাকচ করেন তাঁরা। যদিও খোদ বাল্মীকি রামায়ণে রাম লক্ষ্মণের শিকার করার প্রসঙ্গ এসেছে, এমনকি সীতা গঙ্গা দেবীকে মাংস ও মদ দিয়ে পুজো দেওয়ার কথাও বলেছেন। কিন্তু বর্তমানের উগ্র হিন্দুত্ববাদী ধারণায়, রামচন্দ্র একান্তই নিরামিষাশী, ত্যাগী এক পুরুষ। তার দরুনই, ‘অন্নপূর্ণি’ ছবিতে কেন রামচন্দ্রকে মাংসভোজী বলে দাবি করা হয়েছে, তা নিয়ে ঘোরালো হয়েছে বিতর্ক।
আরও শুনুন: ‘মুসলিম বলে রামের ভজনা করব না!’ সম্প্রীতির আলো ছড়িয়ে হেঁটেই রাম মন্দির যাচ্ছেন শবনম
রাম মন্দিরের উদ্বোধন এবং রামজন্মভূমিতে রামলালার প্রতিষ্ঠা- এ নিয়ে আপাতত সাজো সাজো রব হিন্দুত্ববাদী শিবিরে। সেই পরিস্থিতিতে এই ছবির বক্তব্য নিয়ে কড়া আপত্তি জানাচ্ছেন অনেকেই। ইতিমধ্যেই নয়নতারা, জয়, নীলেশ-সহ সিনেমার কর্তৃপক্ষ এবং ওটিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বসেছেন রমেশ সোলাঙ্কি নামে মুম্বইয়ের এক ব্যক্তি। এক্স হ্যান্ডেলে নিজের আপত্তির কারণগুলিও স্পষ্ট করে দিয়েছেন তিনি। শুধু রামকে মাংসভোজী বলাই নয়, হিন্দু পুরোহিতের মেয়ে বিরিয়ানি রান্না করার আগে নমাজ পড়ছেন কেন, তা নিয়েও সমালোচনা করতে ছাড়েননি তিনি। উপরন্তু এই ছবি লাভ জিহাদের উসকানি দিচ্ছে বলেও বিরোধিতায় সরব হয়েছেন ওই ব্যক্তি। সব মিলিয়ে মুক্তি পেতে না পেতেই বড় বিতর্কে জড়িয়েছে এই সিনেমা।