মানবাধিকারের প্রসঙ্গে বিশ্বের বিভিন্ন বড় মঞ্চ থেকে বক্তৃতা রাখতে দেখা যায় তাঁকে। আর এবার অস্কারের মঞ্চেও দেখা দিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। সেখানে কী বললেন তিনি? আসুন, শুনে নেওয়া যাক।
নারীর শিক্ষা ও অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছেন মালালা ইউসুফজাই। তালিবানের গুলি খাওয়া এই মেয়েটিকে এখন একডাকে চেনে গোটা বিশ্বই। আর তাঁকেই এবার দেখা গেল ভিন্ন অবতারে। অস্কারের ঝলমলে সন্ধ্যায় স্বামীর সঙ্গেই প্রকাশ্যে ধরা দিলেন মালালা। তবে এই বিশ্বমঞ্চ থেকেও আরও একবার শান্তিরই বার্তা দিয়েছেন তিনি।
আরও শুনুন: ‘নাটু নাটু’ কি শুধু নাচের গান! অস্কার জয়ের পর আসল অর্থ খুঁজছে দেশবাসী
অস্কারের মঞ্চে এই প্রথমবার দেখা গিয়েছে নোবেলজয়ী তরুণীকে। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালালার সঙ্গী ছিলেন স্বামী অসর মালিক। আসলে মালালার সংস্থার প্রযোজনা করা স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ অস্কারের সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে মনোনয়ন পেয়েছিল। আর সেই সূত্র ধরেই চলতি বছরে লস অ্যাঞ্জেলেস সফর মালালার। এমনিতে তাঁকে যেমন সাধারণ পোশাকে দেখা যায়, এদিন তার থেকে অন্যরকম ভাবেই দেখা গিয়েছে মালালাকে। তবে, মাথা ঢাকা উজ্জ্বল ডিজাইনার পোশাকে তাঁকে অন্যরকম লাগলেও, আদতে পালটে যাননি মালালা। সে কথা বোঝা গিয়েছে তিনি মুখ খুলতেই।
আরও শুনুন: খোলামেলা ছবিতেই কোটি টাকা রোজগার! শরীরকে পুঁজি করেই গরিবদের সাহায্য করতে চান এই মডেল
কী ঘটেছে ঠিক?
দর্শকের আসনে বসে থাকা মালালাকে সঞ্চালক জিমি কেনেল মজার ছলে প্রশ্ন করেছিলেন, হ্যারি স্টাইল কি ক্রিস পাইনের গায়ে থুতু ফেলেছিলেন? আসলে এই প্রশ্নের এক নেপথ্য ইতিহাস রয়েছে। ‘ডোন্ট ওরি ডার্লিং’-এর দুই সহঅভিনেতা হ্যারি স্টাইল ও ক্রিস পাইন। ২০২২ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পাশাপাশি বসে ছিলেন তাঁরা। সেই সময়ই হ্যারির এক ভঙ্গি থেকে মনে হয়, ক্রিসের গায়ে থুতু ফেলছেন তিনি। স্পিটগেট কেলেঙ্কারি নামে এই ঘটনা ঝড় তুলেছিল বিনোদনের দুনিয়ায়। আর সেই ইস্যুতেই এবার মালালার দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন ওই সঞ্চালক। তবে কোনও বিতর্কে না জড়িয়ে মালালা শান্ত গলায় জানিয়ে দেন, তিনি কেবল শান্তির কথাই বলেন। আর তাঁর এই পালটা জবাবেই মুগ্ধ নেটদুনিয়া।