শাহরুখ খান। নাম তো শুনা হি হোগা। হ্যাঁ, এই দেশে সিনেপ্রেমী হোন বা না-হোন, শাহরুখের নাম শোনেননি, এমন মানুষ আছেন কি! সেই শাহরুখ খানের বিখ্যাত সিনেমা ‘চক দে ইন্ডিয়া’-ও নিশ্চয়ই অনেকে দেখেছেন, কিন্তু সেখানে যে জীবনের বেশ কটি উল্লেখযোগ্য দিকের উল্লেখ আছে, তা খেয়াল করে দেখেছেন কি? আসুন, শুনে নিই।
সিনেমার ভিতর কিছু না কিছু শিক্ষা থাকে। বিনোদনের ভিতরও যদি তা খেয়াল করে দেখা হয়, তবে আখেরে আমাদের কাজেই লাগে। জনপ্রিয় সিনেমার ক্ষেত্রে আমরা সচরাচর এই দিকগুলো খেয়াল করি না। চক দে-র মতো জনপ্রিয় সিনেমার কথা আমরা প্রায়শই বলে থাকি। উৎসাহ উদ্দীপনার ক্ষেত্রে কথাটা ব্যবহারও করি। কিন্তু এই যে একটা সিনেমার নাম থেকে বিভিন্ন সংলাপ আমাদের মুখের ভাষা হয়ে উঠল প্রায়, তার নিশ্চিতই কিছু কারণ আছে। আমরা সেইদিকগুলোই খেয়াল করি বরং।
আরও শুনুন: বাঙালিকে চায়ের নেশা ধরিয়েছিল ব্রিটিশরা, কীভাবে জানেন?
‘চক দে’ আমাদের প্রথমেই বলে, টিম-প্লেয়ার হয়ে ওঠার কথা। খেয়াল করে দেখুন, কোচ হিসেবে শাহরুখ খান মানে কবীর খান কিন্তু সেই চেষ্টাই করেছিলেন। বিভিন্ন প্রদেশ থেকে আসা খেলোয়াড়দের বাঁধতে চেয়েছিলেন এক সুতোয়। সেই সুতোটি হল একটা টিম। একটি টিমের জন্য সকলেই নিবেদিত প্রাণ না হলে কিন্তু সেরা পারফরম্যান্স বেরিয়ে আসে না। আজকের কর্পোরেট জীবনেও এই কথাটির গুরুত্ব অপরিসীম। যাঁরা কোনও একটি প্রজেক্টে অনেকের সঙ্গে মিলে কাজ করেন, তাঁরা জানেন কোনও এক বিভাগে ঘাটতি হলে আসলে পুরো কাজটিই মাটি হয়ে যায়। সেটা যাতে না হয়, তাই টিম প্লেয়ার হওয়া জরুরি। এই সিনেমা খুব সূক্ষভাবে সেই কথাটি বুঝিয়ে দেয়।
আরও শুনুন: তালিবানি শাসনে মেয়েদের দুর্দশার কথা জানিয়েছিলেন ‘কাবুলিওয়ালার বাঙালি বউ’
যেমন বুঝিয়ে দেয়, নিজেদের ইগো দূরে সরিয়ে রাখার কথা। আবারও কোচ কবীর খানের কথা এখানে আসবে। যিনি প্লেয়ারদের পইপই করে বুঝিয়েছিলেন, ব্যক্তিগত লড়াই ঝামেলা দূরে সরিয়ে রেখে একটা নির্দিষ্ট লক্ষ্যে নিজেদেরকে স্থির রাখতে হয়। এই কথাটিও আজকের কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়।
‘চক দে’ সিনেমায় প্রচলিত ধ্যানধারণা থেকে বেরিয়ে আসারা ইজ্ঞিত ছিল। মেয়েরা কী পারে আর পারে না, এই ধারণার কোনও বিধিবদ্ধ নিয়ম নেই। কোচ কবীর খান তা হাতেকলমে করে দেখিয়েছিলেন। এই ভাবনটি জরুরি। নতুন কিছু করার জন্য চিন্তার স্বাধীনতা বা ভাবনার রোমাঞ্চকর অভিযান যদি না থাকে, তাহলে আদতে নতুন কিছুই গড়ে ওঠে না।
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।