শুধু সিনেমায় অভিনয় নয়। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর শরিক ছিলেন এই বলিউড তারকা। সেনাবাহিনীর অংশ হিসেবেই বেশ কয়েকদিন যুদ্ধের ময়দানে কাটিয়েছিলেন তিনি। কে দেখিয়েছিলেন এমন দুঃসাহস? আসুন শুনে নেওয়া যাক।
সিনেমায় সেনার চরিত্রে অনেকেই অভিনয় করেন। কিন্তু বাস্তবে সেনার অংশ হওয়া মুখের কথা নয়। খেলোয়াড়রা তাও সেনাবাহিনীতে যোগ দেন, কিন্তু কোনও অভিনেতাকে বাস্তব যুদ্ধের ময়দানে দেখা যায় না বললেই চলে। ব্যতিক্রম নানা পাটেকর। জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতা কার্গিল যুদ্ধের সময় সেনার শরিক ছিলেন। সম্প্রতি, জীবনের সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন খোদ অভিনেতাই।
১৯৯৯ সালের ২৬ জুলাই, পাক সেনাকে চূর্ণ করে কার্গিলে ইতিহাস তৈরি করেন ভারতীয় জওয়ানরা। ঐতিহাসিক বিজয় দিবসের ২৫ বছর পূর্তিতে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এই আবহে কার্গিল যুদ্ধের সঙ্গে নিজের স্মৃতির কথাও সামনে এনেছেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর। একসময় তাঁর প্রায় সবকটি সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলে দিত। সিরিয়াস চরিত্রেও সূক্ষ্ম কৌতুক ফুটিয়ে তুলতেন নানা পাটেকর। অভিনয়ের এমন দক্ষতা অনেকেই সহজে আয়ত্ত্ব করতে পারেন না। শুধু তাই নয়, পর্দায় কোনও চরিত্রকে জীবন্ত করে তুলতে বেশ কিছু দুঃসাহসিক কাজও করতেন নানা পাটেকর। সেনাবাহিনীর সঙ্গে তাঁর সরাসরি সম্পর্ক তৈরি হওয়ার কারনও এটাই। অভিনয় জীবনে বেশ কিছু সিনেমায় সেনার চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর। তার মধ্যে ১৯৯১ সালে মুক্তি পাওয়া প্রহার সিনেমাটি নিয়ে বেশ চর্চা হয়েছিল। এই সিনেমায় মেজর প্রতাপ চৌহনের চরিত্রে অভিনয় করেছিলেন নানা পাটেকর। শোনা যায়, এই চরিত্রে অভিনয়ের জন্য সেনাবাহিনীর প্রশিক্ষণ নিয়েছিলেন অভিনেতা। প্রায় ৩ বছর ধরে সেনার সঙ্গেই কাটিয়েছিলেন নানা পাটেকর। যাতে কোনওভাবেই মনে না হয়, তিনি অভিনয় করছেন।
ঠিক তার কয়েক বছর পরই কার্গিল যুদ্ধ। সীমান্তে জীবন বাজি রেখে লড়ছেন ভারতীয় সেনা জওয়ানরা। সেই সময় তাঁদের শরিক ছিলেন নানা পাটেকরও। অভিনেতার কথায়, ৯৯ সালের যুদ্ধে তিনি ভারতীয় সেনার ‘কুইক রিঅ্যাকশন টিমের’ সদস্য ছিলেন। টানা ১৫ দিন কাটিয়েছেন সেনার সঙ্গে। দেশের জন্য এই কাজ করায় কোনও আপত্তি ছিল না নানা পাটেকরের। বরং এর জন্য নিজেকে গর্বিত মনে করেন তিনি। শুধু তাই নয়, সেনারাই যে দেশের আসল সম্পদ সে কথাও বারবার মনে করিয়ে দেন বর্ষীয়ান অভিনেতা।