সঞ্জয় লীলা বনশালীর ছবি ‘বৈজু বাওরা’-তে কাজ করার কথা ছিল তারকা দম্পতি রণবীর-দীপিকার। কিন্তু রণবীরের সমান পারিশ্রমিক দাবি করার কারণেই নাকি সেই ছবি থেকে বাদ পড়েন দীপিকা। বলিপাড়ায় নায়ক এবং নায়িকাদের মধ্যে পারিশ্রমিক নিয়ে এমন বৈষম্যের খবর বারেবারেই সামনে এসেছে। কিন্তু জানেন কি, বলিউডের তারকা দম্পতিদের অনেকের ক্ষেত্রেই ছবিটা ঠিক উলটো? উপার্জনের দিক দিয়ে অভিনেতা স্বামীদের গোল দিতে পারেন সেখানকার অনেক অভিনেত্রীই। জানেন কি, কারা তাঁরা?
বি-টাউনে এমন একাধিক তারকা জুটির দেখা মেলে, রিল লাইফ আর রিয়েল লাইফ দুদিকেই যাঁরা জোড় বেঁধেছেন। অমিতাভ-জয়া কিংবা ঋষি-নীতুরা যে ট্র্যাডিশনের সূত্রপাত করেছিলেন, সেই ধারা জারি রেখেছে তাঁদের পরবর্তী প্রজন্মও। অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাইয়ের মতোই ভক্তদের তীব্র উন্মাদনা দেখা গিয়েছে রণবীর কাপুর আর আলিয়া ভাটের গাঁটছড়া বাঁধা নিয়ে। আর শুধু অভিষেক কিংবা রণবীরই তো নন। অজয় দেবগন-কাজল, অক্ষয় কুমার-টুইঙ্কল খান্না, সইফ আলি খান-করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন-রণবীর সিংহ, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, এহেন জুটির লম্বা লিস্ট বানিয়ে ফেলা যায়। তা একবার তাকিয়ে দেখুন দিকি এইসব তারকাদের আয়ের দিকে। রুপোলি পর্দার বলিউড নাহয় নায়ক নায়িকাদের মধ্যে পারিশ্রমিক নিয়ে বৈষম্য জারি রাখতে পারে। কিন্তু হিসেব বলছে, সিনেমার ইলিউশনের মতোই, এই বৈষম্যকে রিয়েল লাইফে ভেঙে দিয়েছেন অনেক অভিনেত্রীই। উপার্জনের দিক থেকে অনেকেই টেক্কা দিয়েছেন অভিনেতা স্বামীদের।
আরও শুনুন: স্তন ছোট বলেই বাদ পড়েছেন সিনেমা থেকে, বলিপাড়ার গুপ্তকথা ফাঁস করলেন রাধিকা
বলিউডের এই সময়ের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে দীপিকা পাডুকোনের নাম আসবেই। প্রথম ছবিতেই কিং খানের সঙ্গে জুটি বাঁধার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি দীপিকাকে। তিনি অভিনয় জগতে পা রাখার আরও তিন বছর পর রণবীরের প্রথম সিনেমা মুক্তি পায়। চলতি বছরের পরিসংখ্যান বলছে, বলিউডের ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকার শীর্ষে রয়েছেন দীপিকা। যদিও বলিউডের বৈষম্যের দরুন ছবি পিছু রণবীর সিং-এর প্রায় অর্ধেক পারিশ্রমিক পান তিনি। কিন্তু বলিউডের সেরা প্রযোজকদের ছবিতে পরপর অভিনয়ের প্রস্তাব ছাড়াও হলিউডে অভিনয়, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, নিজের পোশাকের ব্যবসা, মানসিক সমস্যা নিয়ে কাজ করার সংস্থা ‘লিভ- লাভ- লাফ’- সব মিলিয়ে মোট উপার্জনের নিরিখে রণবীরকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন দীপিকা।
আরও শুনুন: এখন কোটিপতি, প্রথম ছবিতে কত পারিশ্রমিক পেয়েছিলেন শাহরুখ-সলমনরা?
আরেক রণবীর আবার পরিচালকদের ব্লু-আইড বয়। কিন্তু বর্তমানে রণবীর কাপুরের ঝুলিতে ছবির সংখ্যা যত, তাকে অনায়াসে গোল দেবেন স্ত্রী আলিয়া ভাট। গোটা একটা ছবিকে যে তিনি একার কাঁধে টেনে নিয়ে চলার ক্ষমতা রাখেন, ‘হাইওয়ে’ কিংবা ‘রাজি’-র মতো ছবির সুবাদে তা বুঝিয়ে দিয়েছেন আলিয়া। রণবীর কাপুর – দীপিকা পাডুকোনের প্রথম ছবি মুক্তির পাঁচ বছর পরে বড় পর্দায় দেখা গিয়েছিল এই নায়িকাকে। অথচ বর্তমানে দীপিকার কাছাকাছিই আয় করেন তিনি। পাশাপাশি ডিজাইনার পোশাকের ব্যবসাতেও সম্প্রতি হাত পাকিয়েছেন গঙ্গুবাই। রণবীরের থেকে বয়সে ছোট হলেও আয়ের ক্ষেত্রে মোটেই পিছিয়ে নেই তিনি।
২০২১-এর ডিসেম্বরেই গাঁটছড়া বেঁধেছিলেন ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশল। বলিউডে রীতিমতো প্রতিষ্ঠিত অভিনেত্রী ক্যাটরিনার আয় যে ভিকির চেয়ে অনেকটাই বেশি, তা তো আর বলার অপেক্ষা রাখে না।
এই তালিকায় রয়েছেন নবাব-পত্নী করিনা কাপুর খানও। বলিউডে সইফ আলি খানের পায়ের তলার জমি খুব একটা শক্ত বলা যাবে না। কিন্তু সৌন্দর্য আর অভিনয়ের যুগলবন্দিতে কমবয়সি নায়িকাদের সঙ্গে এখনও দিব্যি পাল্লা দিয়ে চলেছেন করিনা। যেখানে সইফের উপার্জন ছবি প্রতি ১০ কোটি টাকা, সেখানে ছবি পিছু প্রায় ১১ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন করিনা। ছবির সংখ্যাতেও সইফকে টেক্কা দিতে পারেন তিনি।
আরও শুনুন: ‘বিয়ের আগে যৌনতা ব্যক্তিগত বিষয়’, আলিয়াকে নিয়ে মশকরার আবহে সপাট দিয়া মির্জা
ছোটে নবাবের মতোই ছোটে বচ্চনের অ্যাক্টিং কেরিয়ারও উন্নতির শীর্ষে পৌঁছায়নি কখনোই। কিন্তু বলিউড হলিউডে চুটিয়ে অভিনয় করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন। বর্তমানে সিনেমা প্রতি তিনি ১০ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন। পাশাপাশি একাধিক সংস্থায় বিপুল অর্থ বিনিয়োগ করেছেন ঐশ্বর্য। বাবা আর স্ত্রী-দু’জনের উপার্জনেই অভিষেকের দিন কেটে যাবে, নিন্দুকের এমন মন্তব্যও ধেয়ে এসেছে অমিতাভ-পুত্রের দিকে।
এই অভিনেত্রীরা সকলেই নাহয় তারকা স্বামীদের চেয়ে বেশি উপার্জন করেন। তা না করলেও, অনেক তারকা-পত্নীর আয়ই রীতিমতো চোখধাঁধানো। যেমন ধরা যাক, পেশার জগতে অজয়ের চেয়ে অনেকখানিই এগিয়ে ছিলেন কাজল। যদিও বিয়ের পর সেই জগৎ থেকে কিছুটা সরেই আসেন তিনি। কিন্তু এখন হাতে গোনা ছবিতে কাজ করলেও মাসে অন্তত এক কোটি টাকা উপার্জন করেন কাজল। আবার অভিনয়ের জগতে তেমন জায়গা না পেলেও, নিজের লেখালিখি, মিডিয়া হাউস, প্রযোজনা সংস্থা, সবকিছু মিলিয়ে নেহাত কম আয় করেন না টুইঙ্কল খান্নাও। কাজলের সঙ্গে এক আড্ডায় তিনি জানিয়েছিলেন, ছেলেমেয়ে আরব এবং নিতারার স্কুল এবং পড়াশোনার খরচ তিনিই বহন করেন। উলটোদিকে কাজলের বক্তব্য, যে যে খাতে অনলাইনে টাকা মেটানো যায়, সেই খরচগুলি কাজলের কাঁধে। অন্যান্য খরচ সামলানোর দায়িত্ব নিয়েছেন অজয়। সংসারের ভার থাকবে কেবল পুরুষেরই কাঁধে, পুরুষতান্ত্রিক বলিউডে দাঁড়িয়েও এই মিথকে সপাটে উড়িয়ে দিয়েছেন এই নায়িকারা।