কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে মেয়ের। নিজেও প্রভাবশালী পরিবারের সন্তান। তবু এখনও মাঠে গিয়ে চাষের কাজে হাত লাগান এই মহিলা। সম্প্রতি তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে এ কথা জানিয়েছেন খোদ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কারণ ওই মহিলা অন্য কেউ নন, তাঁর মা। ঠিক কী বলেছেন অভিনেত্রী? আসুন, শুনে নেওয়া যাক।
সম্প্রতি নিজের মায়ের ছবি ভাগ করে নিয়ে সাধারণ জীবনযাপনের বার্তা দিলেন বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত। জানালেন, তিনি যতই অর্থ খ্যাতি প্রতিপত্তির মালিক হোন না কেন, তাঁর মা এখনও মাঠে কাজ করেন নিজের হাতেই। মায়ের এই সাধারণ জীবনযাপন দেখেই তিনি অনুপ্রেরণা পান বলে জানিয়েছেন অভিনেত্রী। আর এই সূত্রেই বলিউডের প্রভাবশালীদেরও একহাত নিয়েছেন কঙ্গনা।
আরোও শুনুন: পাকিস্তানে ভারতীয় সংস্কৃতি নয়, বিয়েতে লেহঙ্গা পরে নাচের জেরে তোপের মুখে পাক অভিনেত্রী
সোশ্যাল মিডিয়ায় মা আশার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, তাঁর মা এখনও প্রতিদিন ৭-৮ ঘণ্টা খেতে কাজ করেন। বিলাসবহুল জীবনযাপনের প্রতি কোনোরকম আকর্ষণ নেই তাঁর। তিনি কোনও নামীদামি রেস্তরাঁয় গিয়ে খেতে চান না, বিদেশে বেড়াতে যেতেও চান না, এমনকি মুম্বই শহরে এসেও থাকতে চান না। মেয়ের ফিল্ম সেটেও তিনি হাজির হতে চান না। মেয়ে বি-টাউনের নামী অভিনেত্রী হলেও একেবারে ঘরোয়া জীবন কাটান তাঁর মা। তবে কঙ্গনা এ কথাও স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁর দৌলতে তাঁর মা বড়লোক হননি। তিনি নিজেই রীতিমতো প্রভাবশালী পরিবার থেকে উঠে এসেছেন। যে পরিবারে একাধিক রাজনৈতিক নেতা, আমলা, শিল্পপতিরা রয়েছেন। তাঁর মা নিজেও ২৫ বছর ধরে শিক্ষকতা করেছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
আরও শুনুন: ডিজে আর নাচ-গান ইসলামী সংস্কৃতি নয়, বিয়ে না দেওয়ার বার্তা মৌলবিদের
কঙ্গনার সাফ কথা, নিজের মায়ের এমন সাদামাটা ভাবে জীবন কাটানো দেখেই বেশি লোভ না করতে শিখেছিলেন তিনি। ওই জীবন থেকে এসে বলিউডের রুপোলি দুনিয়ায় পা রাখতে গিয়ে তাঁর সমস্যা হয়েছিল বলেই জানিয়েছেন অভিনেত্রী। আর এরপরেই বলিউডের প্রভাবশালীদের দিকে বিস্ফোরক তোপ দেগে কঙ্গনার অভিযোগ, তাঁকে বারবার নায়কদের শয্যাসঙ্গিনী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সে প্রস্তাবে কখনোই রাজি হননি তিনি। এমনকি আর পাঁচজন বলিউড তারকার মতো টাকার বিনিময়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচতেও তিনি একেবারেই নারাজ। ওই তারকাদের ‘ভিখারি ফিল্ম মাফিয়া’ বলেও কড়া আক্রমণ শানিয়েছেন অভিনেত্রী। তাঁর ঔদ্ধত্য নিয়ে এমনিতে নানা কথা শোনা যায় বলিউডের অন্দরে। কিন্তু বলিউডের প্রভাবশালীদের ফাঁদে পা দেননি বলেই এসব কথা উঠেছে, এমনটাই সাফ জানালেন কঙ্গনা রানাউত।