মন্নত শব্দের অর্থ জানেন? প্রার্থনা! যদিও শাহরুখ ভক্তরা ‘মন্নত’ বলতে একটাই জিনিস বোঝেন, কিং খানের বাড়ি। তাই অনেকের কাছেই এই প্রাসাদ তীর্থস্থানের সমান। আর সেখানে শাহরুখ দর্শন অনেকটা ঈশ্বরকে দেখার মতোই ঘটনা। অথচ ‘মন্নত’-এর এই প্রথম শাহরুখ দর্শন হল। ব্যাপারটা ঠিক কী? আসুন শুনে নিই।
দু-হাত ছড়িয়ে সিগনেচার পোজে দাঁড়িয়ে শাহরুখ। পর্দায় এই ছবি হামেশাই দেখা যায়। কিন্তু বাস্তবে এমনটা দেখতে হলে, মুম্বই ছুটতে হবে। বিশেষ কোনও উৎসব কিংবা নিজের জন্মদিন, একবারের জন্য হলেও মন্নতের ছাদে এসে দাঁড়াবেন কিং খান। কিন্তু জানেন কি, মন্নত এই প্রথম শাহরুখ কে দেখল!
আরও শুনুন: হিন্দু হয়ে SRK যদি হতেন SEKHAR RADHA KRISHNA! ঠিক কী বদলাত? জবাব শাহরুখের
নিশ্চয়ই ভাবছেন, এমনটা কীভাবে সম্ভব?
তাহলে খুলেই বলা যাক। আসলে, মন্নত বলতে এখানে শাহরুখের বাড়ির কথা বলা হয়নি। এখানে ‘মন্নত’ এক জ্যান্ত পুতুলের নাম। শুনতে অবাক লাগলেও সত্যি। এক খুদের এমনই নাম রেখেছে তার বাবা। বোঝাই যাচ্ছে, তিনি রীতিমতো শাহরুখ ফ্যান। কিন্তু তাই বলে নিজের মেয়ের নামও ‘মন্নত’ রাখার মতো ঘটনা বেশ বিরল। বরাবরই নিজের ভক্তদের জন্য দিলদরিয়া শাহরুখ। ফ্যানদের রিপ্লাই দেওয়া থেকে শুরু করে কারও মায়ের অপারেশনে সাহায্য করা, সবেতেই শাহরুখ রয়েছেন। যার জেরে সিনেমার প্রসঙ্গ ছাড়াও হামেশাই শিরোনামে উঠে আসেন কিং খান। তেমনই এক ভক্ত সম্প্রতি সপরিবারে শাহরুখ দর্শনে গিয়েছিলেন।সঙ্গে ছিল তাঁদের ‘মন্নত’। সেদিনের সব ঘটনা সুন্দরভাবে ক্যামেরা বন্দী করেন তিনি। সেই ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে দেন। সেখানেই অবশ্য উল্লেখ করেন, ছোট্ট মন্নত-কে নিয়ে শাহরুখের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। ভিডিওর শুরুতেই দেখা যায় খুদে মন্নত ও তাঁর মায়ের কোলে চেপে রওনা দিয়েছে শাহরুখ দর্শনের উদ্দেশে। এরপর ভিডিওতেই বেশ কিছু ছবি দেখা যায়। প্রায় সবকটাতেই খুদে বেশ হাসিখুশি। খোদ কিং খানকেও তাঁদের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়। আসলে, শাহরুখের আসন্ন ছবি ‘ডানকি’-র জন্য শুভেচ্ছা জানাতেই সেদিন সপরিবারে কিং খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। বরাবরই তিনি কিং খানের ভক্ত। ভিডিও-র ক্যাপশনে শাহরুখকে নিজের ঈশ্বর বলেও দাবি করেছেন তিনি। তাইতো নিজের মেয়ের নামও রেখেছেন শাহরুখের বাড়ির নামেই। এদিন শুধু নিজের নয়, খুদে মন্নতের জীবনেও স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেছেন তিনি। ভিডিওতে থাকা সবকটি ছবির সঙ্গে তিনি যে ক্যাপশন ব্যবহার করেছেন তাতে সেই বক্তব্য স্পষ্ট। ভিডিও দেখে নেটিজেনরাও তাঁর সঙ্গে এক্কেবারে সহমত। সকলেই শাহরুখের ব্যবহারে মুগ্ধ। সেইসঙ্গে খুদের ‘মন্নত’ নামটি নিয়েও অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন।