সোনাক্ষী সিনহার ভিনধর্মে বিয়ে নিয়ে লোকের মাথাব্যথার শেষ নেই। এক পক্ষ হিন্দু আর এক পক্ষ মুসলিম হলেই লাভ জিহাদের তত্ত্ব আওড়াতে থাকেন অনেকে। কিন্তু এর আগেও ভিনধর্মে সম্পর্কে জড়িয়েছেন, বিয়ে করেছেন, সুখের সংসারও পেতেছেন বলিউডের অনেক তারকাই।
ইদানীং কালে ধর্ম বিষয়টা বড় জরুরি হয়ে উঠেছে গোটা দেশ জুড়ে। ভিনধর্মের মানুষ মানেই তার দিকে অবিশ্বাস আর সন্দেহের চোখে তাকাতে হবে, এ অভ্যাস করে ফেলেছি আমরা। তাই দুজন মানুষের একসঙ্গে থাকার খবরেও আমরা আগে ধর্ম খুঁজি। ঠিক যেমনটা হল সোনাক্ষী সিনহা আর জাহির ইকবালের বিয়ের খবরেও। কনে হিন্দু আর বর মুসলিম। সুতরাং এ বিয়েকে লাভ জিহাদ-এর তকমা দিতে উঠেপড়ে লাগলেন অনেকেই। অন্য ধর্মের প্রেমিকের হাতে শ্রদ্ধার খুন হওয়া আর ফ্রিজে দেহাংশ ভরে রাখার যে ঘটনা কিছুদিন আগে তোলপাড় ফেলেছিল, সেই ইস্যু টেনে সোশাল মিডিয়াতে সোনাক্ষীকে সাবধান করতেও ছাড়লেন না তাঁরা। তবে, ‘যব পেয়ার কিয়া তো ডরনা কেয়া?’ এ কথা তো শিখিয়েছে বলিউডই। বলিউডই বুঝিয়েছে, যদি কারও সঙ্গে কারও মনের মিল হয়, সেখানে পরিবার, সমাজ, জাতপাত কোনও কিছুই বাধা হতে পারে না। রিলের মতোই রিয়েল লাইফেও সে কথাই মেনেছেন একাধিক বলি তারকা।
আরও শুনুন:
‘বিশ্বাস বদলায় নাকি!’ ধর্মপ্রাণ মুসলিম হয়েও হিন্দু পুত্রবধূর ধর্ম বদলাতে চাননি নাসিরুদ্দিন শাহের মা
যে শাহরুখ খানকে দেখে কয়েক প্রজন্মের ভারত জানল, প্রেম ঠিক কেমন হয়, তাঁর কথাই ধরুন না! জন্মসূত্রে হিন্দু গৌরীকে বিয়ে করেছেন তো সেই কবেই! এতদিন পরেও হাত ছেড়ে যায়নি তাঁদের। সম্পর্কের এই ভাঙনের সময়ে দাঁড়িয়ে বলিউডের এই পাওয়ার কাপলকে দেখে ভরসা হয় সত্যিই।
বলিউডের আরেক খান আমির দুবার বিয়ে করেছেন, আর দুবারই ধর্মের ভিন্নতাকে স্রেফ উড়িয়ে দিয়েছেন। সে বিয়ে শেষ পর্যন্ত না টিকলেও, বন্ধুত্ব কিন্তু চিরদিনের বসত পেতেছে তাঁদের মধ্যে। রিনা আর কিরণের সঙ্গে আমিরের বন্ধুত্ব যে সুন্দর সম্পর্কের পাঠ দেয়, সম্পর্কের মধ্যে জাতধর্মের বেড়া তোলার দিনে তা মনে রাখা জরুরি।
সলমন খান এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে না বসলেও, তাঁর দুই বিখ্যাত প্রাক্তন প্রেমিকাই ছিলেন অন্য ধর্মের। ঐশ্বর্য রাই এবং ক্যাটরিনা কাইফ, কেউই ধর্মে মুসলিম নন। সলমনের ভাই আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা, আর সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা সচদেবের ক্ষেত্রেও একই কথা খাটে। বলিউডের আরেক প্রভাবশালী পরিবারের ছেলে হৃতিক বিয়ে করেছিলেন সুজান খানকে, বর ধর্মে হিন্দু হলেও কনে মুসলিম। ফারহান আখতারের প্রথম স্ত্রী অধুনা ভবানী এবং বর্তমান স্ত্রী শিবানী দান্ডেকর, দুজনেই ধর্মে হিন্দু।
আরও শুনুন:
হিন্দু হয়ে SRK যদি হতেন SEKHAR RADHA KRISHNA! ঠিক কী বদলাত? জবাব শাহরুখের
আপামর দেশের বুকে ঝড় তোলা নায়িকা, ঠাকুরবাড়ির মেয়ে শর্মিলা ঠাকুরকে বিয়ে করে বলিউডের জামাই হন পতৌদির নবাব মনসুর আলি খান। নবাব পরিবারের সে ধারায় হেঁটেছেন তাঁদের ছেলেমেয়েরাও। সইফ আলি খানের প্রাক্তন ও বর্তমান, অমৃতা ও করিনা দুজনেই হিন্দু। সোহাও বিয়ে করেছেন ধর্মে হিন্দু কুণাল খেমুকে। একইভাবে সুনীল দত্ত বিয়ে করেছিলেন নার্গিসকে, আর সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতাও ধর্মে মুসলিম।
১৯৭৫ সালে প্রথমবার দেখা হয়েছিল নাসিরুদ্দিন শাহ আর রত্না পাঠক শাহের। বিবাহিত জীবনে বছর চল্লিশের লম্বা ইনিংস খেলে ফেলেছেন তাঁরা। নাসিরুদ্দিন এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ধর্মপ্রাণ মুসলিম হয়েও হিন্দু পুত্রবধূর ধর্ম বদলাতে চাননি তাঁর মা।
আসলে এমনটাই তো স্বাভাবিক। ব্যক্তিগত বিশ্বাস, আচার, সংস্কার, তা ব্যক্তিগতই। তা অন্যের উপর চাপিয়ে দেওয়া চলে না। আর সেই বিশ্বাস মানুষে মানুষে ভেদ তুলে দেবে, এও স্বাভাবিক নয়। নিজেদের জীবনে সে কথা প্রমাণ করে দিয়েছেন বলিউডের আরও অনেক তারকাই। সাত বছরের সম্পর্কের পথ হেঁটে যে তালিকায় নিজেদের নাম তুললেন সোনাক্ষী ও জাহিরও।