দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে সাদা স্নানপোশাকে ধরা দিলেন অভিনেত্রী। বিকিনির দুটি ফাঁসের মধ্যে উন্মুক্ত সমস্ত পিঠ। আর সেখানেই জ্বলজ্বল করছে একটি ক্ষতচিহ্ন। স্তনে অস্ত্রোপচার হওয়ার দাগ। আর এইভাবেই স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন ছবি মিত্তাল। স্তন ক্যানসারকে হারিয়ে যিনি ফিরে এসেছেন জীবনে। আসুন, শুনে নেওয়া যাক।
এই আমার এ বছরের অর্জন। নতুন জীবন। আরও সুন্দর। আরও জোরালো। -সাদা বিকিনিতে প্রাণোচ্ছল ছবির সঙ্গে এমন কথাই সোশ্যাল মিডিয়ার পাতায় লিখলেন অভিনেত্রী ছবি মিত্তাল। চলতি বছরেই স্তন ক্যানসার ধরা পড়েছিল তাঁর। অস্ত্রোপচারও করতে হয়। কিন্তু সেই লড়াই জিতে জীবনে ফিরেছেন তিনি। রয়ে গিয়েছে লড়াইয়ে পাওয়া ক্ষত। কিন্তু সেইসব আঘাতের ক্ষতচিহ্ন আদৌ গোপন করতে চান না এই অভিনেত্রী। অভিনয় তাঁর পেশা হলেও, জীবনের এই ক্ষত-আঘাত-যন্ত্রণাকে অভিনয়ের মোড়কে ঢাকতে রাজি নন তিনি। কারণ সে সবকিছুই তাঁর লড়াইয়ের স্মৃতিচিহ্ন। তাই সগর্বে ওই ক্ষতকেও নিজের জীবনে জায়গা দিতে চান অভিনেত্রী ছবি মিত্তাল। আর তার মাধ্যমেই ছড়িয়ে দিতে চান লড়াইয়ের বার্তা। নিজের সাম্প্রতিক পোস্টে যেমনটা করেছেন তিনি।
আরও শুনুন: প্রকাশ্যে স্তন্যদানে কীসের লজ্জা! তারকা মায়েরা ভাঙছেন সংস্কারের বেড়া
হ্যাঁ, চলতি বছরটা একেবারেই মসৃণভাবে কাটেনি এই অভিনেত্রীর জীবনে। এ বছরেই স্তন ক্যানসার ধরা পড়ে তাঁর। অস্ত্রোপচারে বাদ দিতে হয় স্তন। সেই অস্ত্রোপচারের দাগ চলে গিয়েছে পিঠ অবধি। এর আগেও সোশ্যাল মিডিয়ায় তিনি একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন, যেখানে ওই দাগ লুকোনোর জন্য বিন্দুমাত্র চেষ্টা করেননি তিনি। আর এবারও করলেন ঠিক তেমনটাই। দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে সাদা স্নানপোশাকে ধরা দিলেন অভিনেত্রী। সাজ সম্পূর্ণ করেছেন মানানসই কানের দুল আর দুটি বেণিতে। বিকিনির দুটি ফাঁসের মধ্যে উন্মুক্ত রয়েছে সমস্ত পিঠ। আর সেখানেই জ্বলজ্বল করছে একটি ক্ষতচিহ্ন। স্তনে অস্ত্রোপচার হওয়ার দাগ। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই মন্তব্যের জোয়ার। স্তন ক্যানসার ধরা পড়ার পরে সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেই সেই লড়াইয়ের কথা জানিয়েছিলেন হিন্দি টেলিপর্দার ব্যস্ত অভিনেত্রী। তাঁর সেরে ওঠার, ছন্দে ফেরার অদম্য জেদ দেখে আবেগে ভেসেছিলেন অনুরাগীরা। তারপর থেকেই নিজের লড়াইয়ের কথা বারেবারে তাঁদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ছবি। রেডিয়েশনের পরেও ক্ষতচিহ্ন-সহ নিজের ছবি দিয়ে তিনি জানিয়েছিলেন, ওই দাগ লেজার দিয়ে মুছে ফেলতে তিনি রাজি নন। কারণ ওই লড়াইয়ের চিহ্নই তাঁকে আত্মবিশ্বাস জোগায়। আর এবারও সেই একই বার্তা দিলেন অভিনেত্রী।
আরও শুনুন: ৪২ লিটার স্তনদুগ্ধ দান হাসপাতালে, ছকভাঙা কাজে কুর্নিশ আদায় করলেন ভারতীয় মহিলা
তাঁর এই ছবিটিতে মন্তব্য করে অভিনেত্রীকে সমর্থন জুগিয়েছেন অনেকেই। নারীর শরীর যেমনটাই হোক, সেখানে স্ট্রেচ মার্ক আসুক, কিংবা কোনও ক্ষত আঘাতের চিহ্ন, তাকে নিজের দুর্বলতা ভাবার প্রয়োজন নেই। বরং সেই ক্ষতচিহ্নই তার নিজস্বতা, তার লড়াইয়ের নিশান হয়ে উঠতে পারে। অভিনেত্রীর এই ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরাও।