ইদানীং বয়কটের মুখে পড়েছে একের পর এক বলিউড ছবি। ছবিগুলির বিরোধিতায় তোলপাড় সোশ্যাল মিডিয়া। কোথাও অভিনেতার উপরে রাগ, তো কোথাও ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ, বয়কট যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে আজকাল। আর এবার সে বিষয়টি নিয়েই মুখ খুললেন পরিচালক অনুরাগ কাশ্যপ। অভিনব পথে ব্যাপারটির প্রতিবাদও জানালেন তিনি। ঠিক কী বললেন অনুরাগ? আসুন, শুনে নেওয়া যাক।
একের পর এক অন্যধারার ছবি উপহার দিয়েছেন তিনি বলিউডকে। চেনা ছকের বাইরে গিয়ে নিজের সিনেমায় সর্বদাই অন্যরকম কিছু বলতে চেয়েছেন তিনি। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ থেকে ‘ব্ল্যাক ফ্রাইডে’। রূপকথার গল্প নয়, তাঁর গল্প যেন কথা বলে রুক্ষ বাস্তবের। আর সেটাই তাঁর ছবির ইউএসপি। হ্যাঁ কথা বলছি, অনুরাগ কাশ্যপকে নিয়ে। শুধু সিনেমা তৈরির ভাষা নিয়ে নয়, নিজের ভাবনাচিন্তা নিয়েও বরাবরই খোলামেলা তিনি। আর এবার তিনি মুখ খুললেন বলিউডের জ্বলন্ত এক ইস্যু নিয়ে।
আরও শুনুন: ‘চাকরি করে কী হবে?’ কেবিসি জিতে বেজায় বিপাকে পড়েছিলেন হর্ষবর্ধন
‘কালী’ তথ্যচিত্রের পোস্টার হোক বা ‘পদ্মাবত’ ছবির নাম, বারবার নানারকম ভাবে বিরোধিতার মুখে পড়েছে বলিউডের ছবি। বারবার ডাক উঠেছে বয়কটের। আর এবার সেই ‘বয়কট’ ট্রেন্ড নিয়েই খোলামেলা কথাবার্তা বললেন পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি বলিউডের একাধিক ছবিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে। আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষাবন্ধন’, বিরোধিতার মুখে পড়েছে দুটি ছবিই। এমনকী ছবিদুটিকে বয়কটেরও দাবি তোলা হয়েছে। এ যেন আজকাল ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে বলেই মনে করেন পরিচালক।
সোশ্যাল মিডিয়ায় যুগে একে একধরনের সংক্রমণ বলেই চিহ্নিত করেছেন তিনি। তাঁর বক্তব্য, “এক অদ্ভুত সময়ে বাস করছি আমরা। বছর দুয়েক আগে ট্রেন্ডে ছিল সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা। প্রায় প্রতিদিন মানুষ এ বিষয়টি নিয়ে কথা বলেছেন। এক কথায় গুলে খেয়েছেন বিষয়টিকে। আর এখন এসেছে ‘বয়কট’ ট্রেন্ড।” কোনও বিচ্ছিন্ন ক্ষেত্রবিশেষে নয়, প্রায় প্রতিটি জায়গাতেই এই বয়কট-অসুখ চলছে বলেই মত পরিচালকের। ব্যক্তিমানুষ থেকে সিনেমা, রাজনৈতিক দল থেকে ভারতীয় ক্রিকেট দল, সব কিছুকেই বয়কট করার ট্রেন্ড চলছে আপাতত দেশ জুড়ে। অনুরাগ আরও জানান, বিষয়টা এমন জায়গায় পৌঁছেছে যে কোনও ব্যক্তি বা বিষয়কে বয়কট না-করা হলে সমাজে তার মান থাকছে না। একই সঙ্গে যথেষ্ট সাহসী না-হলে এ দেশে সিনেমা বানানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন অনুরাগ।
আরও শুনুন: পর্দার বাইরেও সিনেমার কায়দাতেই প্রোপোজ করেছেন এই বলি তারকারা
খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দোবারা’ ছবিটি। যেখানে মূল ভূমিকায় রয়েছেন তাপসী পান্নু। আশ্চর্য ভাবে এই ছবিটি প্রচারের জন্য সেই ‘বয়কট’ ট্রেন্ডকেই ব্যবহার করেছেন ছবির কলাকুশলীরা। সম্প্রতি টুইটারে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে ‘ক্যানসেল দোবারা’ নামে একটি হ্যাশট্যাগ। দিন কয়েক আগেই একটি সাক্ষাৎকারে অনুরাগ ও তাপসী জানিয়েছিলেন, তাঁরা চান, ‘লাল সিং চাড্ডা’ বা অন্যান্য সাম্প্রতিক বলিউড ছবির মতোই তাঁদের ছবিও ‘বয়কট’ ট্রেন্ডের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হোক। আসলে সোশ্যাল মিডিয়ায় এই মূল অসুখকেই ওষুধ হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন অনুরাগ বা তাপসীরা। আর সেটাই হবে এর বিরুদ্ধে তাঁদের অভিনব প্রতিবাদ।