একবার, দু-বার নয়… এক ব্যক্তি নাকি ভ্যাকসিন নিলেন দশ দশবার! শুনতে আশ্চর্য লাগলেও এই আজব কাণ্ডটি ইতিমধ্যেই ঘটে গিয়েছে। কিন্তু কেন একজন ব্যক্তি দশবার ভ্যাকসিন নিলেন? আর অতবার ভ্যাকসিন নিয়ে সেই ব্যক্তির হাল-ই বা কী হল? আসুন, গোটা ঘটনাটা গোড়া থেকেই শুনে নেওয়া যাক।
ব্যক্তি একজনই। কিন্তু ভ্যাকসিন নিলেন দশ-দশবার। চিকিৎসকদের চোখে একরকম ধুলোই দিয়েছেন ওই ব্যক্তি। আলাদা আলাদা পরিচয় ব্যবহার করেই কাজ হাসিল করেছেন। ঘটনা চাউর হতেই বেজায় শোরগোল পড়েছে। সকলেরই প্রশ্ন, এমন অদ্ভুত কাণ্ড কেন করলেন ওই ব্যক্তি! তিনি কি ভেবেছিলেন, ভ্যাকসিন বার দশেক নিলে করোনা আর ছুঁতেই পারবে না! ভ্যাকসিনের দু-ডোজে যে কাজ হবে না, তা দশ ডোজে হবে! নাকি এমন ঘটনার পিছনে রয়ে আছে অন্য কিছু!
আরও শুনুন: নকল হাতে ভ্যাকসিন নিতে গিয়ে কেলেঙ্কারি, অতি চালাকের হাতে এখন হাতকড়া
একটু খতিয়ে দেখলে অবশ্য চোখে পড়ছে, কাহানি মে টুইস্ট। দেখা যাচ্ছে, ভাড়াটে খুনির মতোই এই ব্যক্তি হচ্ছেন ভাড়াটে ভ্যাকসিন প্রাপক। ব্যাপারটা বরং একটু খোলসা করেই বলা যাক। বিশ্বের সব দেশেই প্রশাসন চায় নাগরিকদের ভ্যাকসিন দিতে। আর তাতেই আপত্তি বেশ কিছু দেশের নাগরিকদের। সেই তালিকায় আছে নিউজিল্যান্ডও। এই ঘটনা সেখানকারই। সে দেশের নাগরিকদের একটি অংশ কোনও ভাবেই ভ্যাকসিন নিতে নারাজ। সরকারের কথা শুনব কেন? এমন প্রশ্ন তুলে বিরোধিতায় সরব তাঁরা। সত্যি বলতে, কোভিড ভ্যাকসিন নেওয়াকে কেন্দ্র করে বহু দেশেই লেগে রয়েছে এরকম সংঘাত। ভ্যাকসিন বিরোধিতায় সেই সব দেশের নাগরিকদের কেউ কেউ কার্যত পথেও নেমেছেন। ভ্যাকসিনকে ভুল প্রমাণ করতে নানাবিধ আজগুবি কাণ্ডও ঘটাচ্ছেন কেউ কেউ। সেরকমই এক কাণ্ড হল এই ঘটনাটি।
আরও শুনুন: ইঁদুরের কামড়ে করোনা! রিপোর্ট হাতে চক্ষু চড়কগাছ তরুণীর
আসলে, বহু দেশেই কড়াকড়ি শুরু হয়েছে ভ্যাকসিন নিয়ে। ভ্যাকসিন না নিলে বেশ কিছু ক্ষেত্রে মিলছে না প্রবেশাধিকার। নানারকম সুযোগ সুবিধা থেকে এক রকম বঞ্চিতই থাকতে হবে। এদিকে ভ্যাকসিন-বিরোধীদের দল তো ঠিকই করেছেন ভ্যাকসিন নেবেন না। তাহলে উপায় কী? এক ব্যক্তির দশবার ভ্যাকসিন নেওয়ার ঘটনা সামনে আসতে এই ভ্যাকসিন বিরোধীদেরই চক্রান্তের গন্ধ পাচ্ছেন কেউ কেউ। সন্দেহ করা হচ্ছে, বড়সড় অঙ্কের টাকার বিনিময়ে ওই ব্যক্তিকে দিয়ে এই কাজ করিয়েছেন ভ্যাকসিন বিরোধীরা। যাতে অন্তত দশজন ব্যক্তি হাতে ভ্যাকসিনের সার্টিফিকেট পেয়ে যান আর পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধা পেতে পারেন। অর্থাৎ কিনা সাপও মরল, এদিকে লাঠিও ভাঙল না।
বাকি অংশ শুনে নিন।