একটু অবসর পেলে গল্প পড়তে কিংবা নাটক শুনতে ইচ্ছে করে? আপনার জন্য হপ্তাশেষের গল্প নিয়ে হাজির ‘সংবাদ প্রতিদিন শোনো‘। বাংলা সাহিত্য যাঁরা ভালোবাসেন, তাঁরা জানেন শিবরাম চক্রবর্তীর গল্প মানেই আসর জমানো এক অন্যরকম স্বাদ। এ-সপ্তাহে আমাদের উপস্থাপনা তাঁর কাহিনি নিয়েই। শুনে নিন সংবাদ প্রতিদিন শোনো-র স্পেশাল পডকাস্ট, শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে নাটক ‘এক ভূতুড়ে কাণ্ড’।
কথায় বলে যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধে হয়। আর শিবরাম বলেন, যেখানে সন্ধে হয়, সেখানেই সাইকেলের টায়ার ফেঁসে যায়। তার উপর যদি আবার থাকে চারিদিকে জঙ্গল, আর দিনের আলো ফুরিয়ে আসে তবে তো আর কথাই নেই! ভূতে বিশ্বাস থাকুক বা না-থাকুক, এই পরিবেশে যে অদ্ভুত অভিজ্ঞতা হবে না, তা কে বলতে পারে! হলও তা-ই। কী সেই অভিজ্ঞতা? শুনে নিন এই স্পেশাল পডকাস্ট, শিবরাম চক্রবর্তীর গল্প অবলম্বনে নাটক ‘এক ভূতুড়ে কাণ্ড’।
অভিনয়: সুযোগ বন্দ্যোপাধ্যায় ও শঙ্খ বিশ্বাস। আবহ: অভী ভট্টাচার্য।