কলকাতা পুরভোট ১৯ ডিসেম্বর। ইভিএমেই হবে ভোটগ্রহণ।ভোটের দিনে অশান্তির আঁচ ত্রিপুরায়। আক্রান্ত তৃণমূল প্রার্থী, পোলিং এজেন্ট ও নেতাকর্মীরাও।ফের ধাক্কা এসএসসি গ্রুপ ডি নিয়োগ মামলায়। ৫৪২ জন কর্মীর বেতন বন্ধের নির্দেশ আদালতের।
হেডলাইন:
আরও শুনুন: 24 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. অবশেষে ঘোষণা হল দিন। আগামী ১৯ ডিসেম্বরেই হচ্ছে কলকাতায় পুরভোট। এই মর্মে জারি হয়েছে বিজ্ঞপ্তি। কোন নিয়ম মেনে নির্বাচন হবে, প্রচারেই বা কী বিধি মানা হবে তা বৃহস্পতিবার স্পষ্ট করে দিলেন রাজ্য নির্বাচন কমিশনের সেক্রেটারি নীলাঞ্জন শন্ডিল্য। তবে অনিশ্চয়তা থেকেই গেল হাওড়ার পুরভোট নিয়ে।
এ দিন সাংবাদিক বৈঠক করে নীলাঞ্জনবাবু জানান, নির্বাচনি বিধি ও প্রচার বিধির ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের মডেল-ই অনুসরণ করা হবে। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ছোট ছোট জনসভার উপর জোর দেওয়া হবে। আরও বড় জনসভা করতে চলে বড় জায়গায় করতে হবে। সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বড় জনসভায় নিষেধাজ্ঞা রাখতে চায় কমিশন। এদিকে কড়া নজর রাখবেন জেলাশাসক ও পুলিশ। কমিশন আরও জানিয়েছে, প্রার্থীদের মনোনয়ন পেশের সময় দুজন করে সঙ্গী থাকতে পারবেন। বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন সর্বোচ্চ পাঁচ জন। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। প্রয়োজনে পুনর্নির্বাচন হতে পারে ২০ ডিসেম্বর। ভোটগণনার চূড়ান্ত দিন ঘোষণা করেনি কমিশন। তবে ২১ ডিসেম্বরই হতে পারে ভোটগণনা। কেননা ২২ তারিখের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে। সকাল সাতটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট। ইভিএমেই হবে ভোটগ্রহণ বলে জানিয়েছে কমিশন।
2. ভোটের দিন দিনভর অশান্তির আঁচে উত্তপ্ত হল ত্রিপুরা। বৃহস্পতিবার ত্রিপুরার ২০টি পুরঅঞ্চলে ভোটগ্রহণ হয়। এবার প্রথমবার আগরতলায় পুরভোটে লড়াই করল তৃণমূল। দিনভর অশান্তি লেগেই ছিল ত্রিপুরা জুড়ে। সস্ত্রীক ভোট দিতে গিয়ে আক্রান্ত হন আগরতলার ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তপন বিশ্বাস। তিনি বুথ থেকে বেরনোর পরই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এদিন ভোটগ্রহণ শুরুর আগে মক পোলিং চলাকালীন ‘আক্রান্ত’ হন তৃণমূলের দুই পোলিং এজেন্ট। অভিযোগ, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তাঁদের। সকাল সোয়া সাতটা নাগাদ ঘটনাটি ঘটে আগরতলার ৫ নম্বর ওয়ার্ডে। শুধু ৫ নম্বর ওয়ার্ড নয়, একাধিক জায়গাতেই তৃণমূলের প্রার্থী, নেতা এবং কর্মীরা আক্রান্ত হয়েছেন। বাদ পড়েননি সিপিএম নেতা-কর্মীরাও। আগরতলার ১৩ নম্বর ওয়ার্ডে সিপিএমের ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ উঠেছে। ছাপ্পা ভোট, বুথ দখলের অভিযোগও উঠেছে জায়গায় জায়গায়। সবমিলিয়ে পুরভোটের গোটা দিন উত্তপ্ত আগরতলা। ভোটের দিনে অশান্তি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল।