মাও দমনে বিরাট সাফল্য মহারাষ্ট্র পুলিশের। গড়চিরৌলিতে পুলিশি অভিযানে নিকেশ ২৬ মাওবাদী।মণিপুরে আসম রাইফেলসের কনভয়ে জঙ্গি হামলা। মৃত্যু এক কম্যান্ডিং অফিসার-সহ ৬ জনের। দূষণে কাবু তিলোত্তমা। বিশ্বের দূষিত শহরের তালিকায় জায়গা কলকাতারও।
হেডলাইন:
আরও শুনুন: 12 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- দু’সপ্তাহ ধরে চলবে কলকাতা বইমেলা, ঘোরা যাবে ভারচুয়ালিও
বিস্তারিত খবর:
1. মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্রের গড়চিরৌলিতে পুলিশের অভিযানে খতম ২৬ মাও জঙ্গি। মাওবাদীদের পালটা গুলিতে ৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে পুলিস সূত্রের দাবি। তাঁদের ইতিমধ্যেই এয়ারলিফট করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
গড়চিরৌলিতে মাওবাদীদের দৌরাত্ম্য অবশ্য নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই এই এলাকায় সেনা জওয়ান তথা সাধারণ নাগরিকদের টার্গেট করে নকশালপন্থীরা। মাঝে মাঝেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশও। তেমনই শনিবার মাওবাদীদের দমন করার লক্ষ্যেই ওই এলাকার প্রত্যন্ত বনাঞ্চলে অভিযান চালাতে যায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ (C-60) বাহিনীর একটি দল। সেখানেই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে ২৬ জনকে ইতিমধ্যেই নিকেশ করেছে বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশি অভিযান এখনও জারি রয়েছে। অভিযান শেষ হলে আরও বড় কোনও সাফল্যের খবর মিলতে পারেও মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত ৪ জন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য এয়ারলিফট করে শহরে আনা হচ্ছে বলে জানা গিয়েছে।
2. মণিপুরে মায়ানমার সীমান্তে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় মৃত্যু হয়েছে এক কম্যান্ডিং অফিসার-সহ অন্তত ৬ জনের। তবে এই হামলার পিছনে কারা, তা এখনও স্পষ্ট নয়। মণিপুরের কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কাজ বলেই মনে করা হচ্ছে।
মায়ানমার সীমান্ত থেকে একটি কনভয় নিয়ে ফিরছিলেন ৪৬ অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসার কর্নেল বিপ্লব ত্রিপাঠী। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও নাবালক পুত্র। ওই কনভয়ে ছিলেন সেনার অন্যান্য জওয়ান ও কুইক রেসপন্স টিমের সদস্যরা। সে সময়ই হামলা। কম্যান্ডিং অফিসারের সঙ্গেই মৃত্যু হয় তাঁর স্ত্রী ও পুত্রের। সেই সঙ্গে আরও একাধিক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। হতাহতের সঙ্গে বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ঘটনার তীব্র নিন্দা করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক টুইটে তিনি জানান, “আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। এভাবে জওয়ানদের মৃত্যু আমাকে বেদনা দেয়। গোটা দেশ সুবিচারের অপেক্ষায়।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।