উপনির্বাচনে চার আসনেই বিপুল ভোটে জয়ী তৃণমূল। দেশের ৩২টি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির সঙ্গে জোর টক্কর বিরোধীদের। একাধিক কেন্দ্রে চমক দিল কংগ্রেস। ২৫০ দিনে সর্বনিম্ন দেশের করোনা অ্যাকটিভ কেস। দিওয়ালির মুখে উদ্বেগ বাড়াচ্ছে বাংলার কোভিড গ্রাফ।
হেডলাইন:
আরও শুনুন: 1 নভেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- দীপাবলিতে পরিবেশবান্ধব বাজিতে সম্মতি শীর্ষ আদালতের
আরও শুনুন: 31 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরলেন রাজীব বন্দ্যোপাধ্যায়
বিস্তারিত খবর:
1. চার জেলার চার কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড জয় তৃণমূলের। তবে অতিমারীর কথা মাথায় রেখে এমন আনন্দের মুহূর্তেও সংযত থাকার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয় নিশ্চিত হতেই টুইট করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
বিজেপির গড় হিসেবে পরিচিত উত্তরবঙ্গের দিনহাটা কেন্দ্রে গেরুয়া প্রার্থী অশোক মণ্ডল পেয়েছেন মোটে ২৫ হাজার ৪৮৬ ভোট। সেখানে ১৯ রাউন্ড শেষে তৃণমূলের প্রাপ্ত মোট ভোট ১ লক্ষ ৮৮ হাজার ৩১১। রেকর্ড এক লক্ষ ৬৩ হাজারেরও বেশি ভোটে জয়লাভ করলেন তৃণমূলের উদয়ন গুহ। যা দেখে রাজনৈতিক মহল মনে করছে, উত্তরবঙ্গে শক্তঘাঁটিতেও টলমল বিজেপির সংগঠন। যা চব্বিশের লোকসভা ভোটের আগে ভাবাচ্ছে বিজেপিকে। লক্ষাধিক ভোটে জয় পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলও। তিনি পেয়েছেন ১ লক্ষ ৩৩ হাজার ৩১৮ ভোট। খড়দহ কেন্দ্রে একসময় বামপ্রার্থী দেবজ্যোতি দাস পিছনে ফেলে দিয়েছিলেন বিজেপি প্রার্থী জয় সাহাকে। শেষমেশ ২০ হাজার ২৫৪ ভোট নিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি। ১ লক্ষ ১৪ হাজার ৮৬ ভোট পেয়ে জিতেছেন তৃণমূলের পোড়খাওয়া রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায়। এমনকি মতুয়াগড়ে বিজেপির শক্ত ঘাঁটিতেও ফুটেছে ঘাসফুল। শান্তিপুর কেন্দ্রে ৬৩ হাজার ৮৯২ ভোটে এগিয়ে থেকে জয় পেলেন তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। এই জয়কে মানুষের জয় বলেই ব্যাখ্যা করেছেন তৃণমূল সুপ্রিমো। টুইটে লিখেছেন, “হিংসার রাজনীতি ছেড়ে ঐক্য আর উন্নয়নের রাজনীতিকেই বেছে নিয়েছে রাজ্যবাসী।”
2. মঙ্গলবার উপনির্বাচনের ফল প্রকাশিত হল দেশের ২৯টি বিধানসভা আসনে। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপিকে কড়া টক্কর দিল বিরোধীরা। এমনকী, তিনটি লোকসভা কেন্দ্রেও ধাক্কা খেয়েছে বিজেপি। যদিও উত্তর-পূর্ব ভারতে নিজেদের শক্তি বাড়িয়েছে গেরুয়া শিবির।
লোকসভা উপনির্বাচনে চমক দিয়েছে কংগ্রেস। হিমাচল প্রদেশের তিনটি আসনই জিতে নিয়েছে কংগ্রেস। এর মধ্যে একটি আসন বিজেপির থেকে ছিনিয়ে এনেছে তারা। মহারাষ্ট্রেও কংগ্রেসের জয়জয়কার। প্রত্যাশামতো রাজস্থানেও দু’টি আসন পেয়েছে কংগ্রেস। আবার দাদরা-নগর হাভেলি লোকসভা কেন্দ্রটি জিতে নিয়েছে বিজেপির প্রাক্তন জোটসঙ্গী শিবসেনা। এই প্রথমবার মহারাষ্ট্রের বাইরে কোনও লোকসভা আসন জিতল তারা। এদিকে বাংলায় চারটি আসনেই জামানত জব্দ হয়েছে বিজেপির। তবে, অসমে ৫টি আসনই জিতেছে এনডিএ জোট। একই ছবি মেঘালয়েও।
ক্রমাগত জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশছোঁয়া দাম, কৃষক আন্দোলনের মাঝেই ১৩ রাজ্যের ২৯ বিধানসভা আসনে উপনির্বাচন হয়। ফলাফলে স্পষ্ট যে, দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। লোকসভা ভোটের আগে এই সমস্ত জ্বলন্ত ইস্যুর সমাধান সূত্র বের করতে না পারলে বড় ধাক্কা খেতে পারে গেরুয়া শিবির বলেই ধারণা রাজনৈতিক মহলের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।