নামে লক্ষ্মী হলেও শাস্ত্র মতে দেবী চঞ্চলা। সঠিক আদরযত্ন না হলে এক জায়াগায় বেশিক্ষণ থাকেন না। অতএব, লক্ষ্মী দেবী যাতে করে আপনার সংসারে থাকেন, সেই ব্যবস্থা আপনাকেই করতে হবে। শাস্ত্রজ্ঞদের মতে, প্রতি বৃহস্পতিবার পুজোর সময় যদি কিছু নিয়ম পালন করা হয়, তবে দেবী সদয় হন। আসুন শুনে নিই কী কী সেই নিয়ম।
সব বাঙালি বাড়িতেই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো হয়। কেউ ঘটা করে পুজো করেন। কেউ বা ভক্তিভরে শুধুমাত্র পাঁচালি পড়ে পুজো দেন। এই কারণেই বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলে থাকি আমরা। তবে তা কেবলমাত্র বাঙালিদের ক্ষেত্রেই প্রয়োজ্য। কারণ ভারতের অন্যান্য প্রদেশে বৃহস্পতিবারে নয়, লক্ষ্মীপুজো হয় শুক্রবারে। তার রীতিও ভিন্ন। কিন্তু বাঙালি বাড়িতে বৃহস্পতিবারের লক্ষ্মীপুজোয় কোন কোন নিয়ম সঠিক ভাবে পালন করতে হবে, যাতে করে দেবী সদয় হবেন, সেই বিষয় স্পষ্ট ধারণা দিয়েছেন শাস্তজ্ঞরা।
আরও শুনুন: স্বার্থসিদ্ধির সাধনা কেবল অশান্তিই বয়ে আনে…
যেমন, ঠাকুরঘরে একটি শাঁখ রাখতেই হবে। বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পুজো সময় সেই শাঁখ বাজাতে হবে। লক্ষ্মীর আসনে বা সামনে পাঁচটি কড়ি রাখুন। যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শাঁখ থাকে, তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সর্বদা আপনার ও আপনার পরিবারের উপর বর্ষিত হবে। তবে দক্ষিণাবর্ত শাঁখটি রাখতে হবে নির্দিষ্ট নিয়মে। একটি পরিষ্কার রূপোর পাত্রে উজ্জ্বল লাল বা হলুদ বা সাদা কাপড়ের উপর এই দক্ষিণাবর্ত শাঁখ রাখুন। ঘরে যদি রূপোর থালা না থাকে সেক্ষেত্রে মাটির সড়াতেও রাখতে পারেন। তবে এই শাঁখ কিন্তু বাজাতে নেই।
সাধারণত বাঙালি বাড়িতে কোজাগরী লক্ষ্মী পুজো ও দীপান্বিতা লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মীর পায়ের ছাপ আঁকা হয়। আলপনা দেওয়া হয়। যদি প্রত্যেক দিন দেবীর পায়ের ছাপের আলপনা আঁকতে পারেন তাহলে ফল পাবেন। প্রতিদিন সম্ভব না হলে অন্তত প্রতি বৃহস্পতিবার অথবা প্রতি পূর্ণিমায় লক্ষ্মী পুজো করার আগে চালের গুঁড়ো দিয়ে দেবীর পায়ের ছাপ আঁকুন ঘরের মেঝেতে। দেবীর কৃপা পাবেন।
আরও শুনুন: বিদ্বেষ পেরিয়ে দুই সম্প্রদায়ের মিলনের স্বপ্ন দেখেছিলেন সন্ত কবীর
প্রতিদিন স্নানের পর যদি গায়ত্রী মন্ত্র ১০৮ বার জপ করা যায় তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হন। প্রতিদিন সম্ভব না হলে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার আগে স্নান করে এক মালা গায়ত্রী মন্ত্র জপ করুন। সেক্ষেত্রে সংসারে সুখসমৃদ্ধির অভাব হবে না কোনওদিন। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট প্রতিষ্ঠা করার সময়ে অবশ্যই একটি ধানের ছড়াও মা লক্ষ্মীর সামনে রাখবেন। এতে মা প্রসন্ন হন এবং সংসারে স্থায়ী হন তিনি।
শাস্ত্র মতে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীপুজোর দিনে এই নিয়মগুলি সঠিক ভাবে পালন করলে ভক্তের মনবাসনা পূর্ণ হয়। কৃপা করেন ধন-সম্পদের দেবী। সমৃদ্ধি আসে জীবনে ও সংসারে।