‘২৭৯ দিনে ১০০ কোটি টিকা। তবু, উৎসবে সতর্ক থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর। উত্তরাখণ্ডের ভয়াবহ দুর্যোগে প্রাণ গেল ৫ বাঙালির। তৃণমূলে যোগ দিয়েই দলীয় পদে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। নভেম্বরেই ত্রিপুরায় পুরভোট।
হেডলাইন:
আরও শুনুন: 20 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- উৎসব মিটতেই ঊর্ধ্বমুখী দৈনিক করোনা সংক্রমণ
বিস্তারিত খবর:
1. ২৭৯ দিনে ১০০ কোটি টিকা দান। টিকাকরণের এই রেকর্ড সাফল্যকে দেশের শক্তি এবং সামর্থ্যের প্রতিবিম্ব হিসাবে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, এই সাফল্য উদযাপনের পাশাপাশি দেশবাসীকে সতর্কও করেছেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ভারত যে গতিতে ১০০ কোটির টার্গেট পার করেছে তার প্রশংসা হচ্ছে বিশ্বজুড়ে। ভারত নিজের নাগরিকদের ১০০ কোটি টিকা দিয়েছে, তাও বিনামূল্যে। বিশ্ব এবার ভারতকে করোনা থেকে আরও সুরক্ষিত বলে মেনে নেবে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের’ জলজ্যান্ত উদাহরণ টিকাকরণের এই রেকর্ড। আমাদের গণতন্ত্রের লক্ষ্যই হল, সবাইকে সঙ্গে নিয়ে চলা।
প্রধানমন্ত্রী মোদি জানান, ভারতের পুরো টিকাকরণ অনুষ্ঠান বিজ্ঞান নির্ভর, বিজ্ঞানের দান এবং বিজ্ঞান থেকেই জন্ম নেওয়া। ভ্যাকসিন তৈরি থেকে টিকাকরণের পুরো প্রক্রিয়ায় বিজ্ঞান যুক্ত আছে। কোন রাজ্যে কত ভ্যাকসিন যাওয়া উচিত? কোথায় কখন কত ভ্যাকসিন পৌঁছাতে হবে, সেটাও বিজ্ঞানের ভিত্তিতেই ঠিক করা হয়েছে।
প্রধানমন্ত্রী সতর্ক করেন, দেশ বড় লক্ষ্য নির্ধারণ এবং অর্জন করতে জানে। কিন্তু অসাবধান হওয়া চলবে না। আমার অনুরোধ, উৎসবের মরশুমে পুরোপুরি সতর্ক থাকুন। আমার একটাই বক্তব্য, মাস্ক পরাটা আমাদের অভ্যেস করে ফেলতে হবে। যারা এখনও ভ্যাকসিন পাননি, তাঁরা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিন। যারা টিকা পেয়েছেন তাঁরা অন্যদের উৎসাহ প্রদান করুন।
2. প্রবল ধস এবং ভয়াবহ বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। সেই তালিকায় রয়েছেন বাংলার ৫ জন। ট্রেকিংয়ের জন্য উত্তরাখণ্ডে গিয়েছিলেন মোট ১১ জন। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, ওই ট্রেকারদের মধ্যে পাঁচজনের খোঁজ মিললেও বাকিদের পাওয়া যায়নি।
গত ১৪ অক্টোবর উত্তরাখণ্ডের হরশিল থেকে হিমাচলের ছিটকুলের উদ্দেশে মোট ১১ জন ট্রেকার রওনা হন। তাঁদের মধ্যে সাতজন বাঙালি। এখনও পর্যন্ত মোট পাঁচ বাঙালির দেহ পাওয়া গিয়েছে। নিহতেরা হলেন ঠাকুরপুকুরের জায়গীর রোডের বাসিন্দা সাধন বসাক, বিকাশ মাকাল, সৌরভ দাস, সাবিয়ান দাস এবং মিঠুন দারি। যত তাড়াতাড়ি সম্ভব দেহ ফেরানোর আরজি জানিয়েছেন ঠাকুরপুকুরের জায়গীর রোডের বাসিন্দা সাধন বসাকের পরিজনেরা।
দিনকয়েক ধরে প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত উত্তরাখণ্ড। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জন। জখম কমপক্ষে ২২ জন। ৬০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নৈনিতাল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।