দিব্যি ঘুরে বেড়াচ্ছেন বাগানে। হঠাৎ আকাশ থেকে কী যেন এসে পড়ল মাথার উপর! এমনিতেই তাতে যথেষ্ট চমকে যাওয়ার কথা। তার উপর আবার যদি দেখা যায়, সে সব আসলে মানুষের বর্জ্য অর্থাৎ মল, তাহলে কী অবস্থা হবে ভাবুন! কী ঘেন্নায় নাক কুঁচকোচ্ছেন তো! যাঁর সঙ্গে তাহলে এই ঘটনা ঘটেছে, তার অবস্থাটা একবার চিন্তা করুন! আজগুবি নয়, একেবারে সত্যি ঘটনা। আসুন শুনে নিই।
অলংকরণ: সুযোগ বন্দ্যোপাধ্যায়।
অবসর সময়ে বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন এক ব্যক্তি। হঠাৎ উপর থেকে কী যেন একটা এসে পড়ল। শুধু তাঁর মাথায় নয়। ছড়িয়ে পড়ল বাগানের সর্বত্র। ভদ্রলোক বিস্ময়ে আবিষ্কার করলেন, আর কিছুই নয়, আকাশ থেকে যা এসে পড়েছে, তা হল মানুষের বর্জ্য অর্থাৎ মল। খুব স্বাভাবিক, এভাবে তারা খসার মতো মাথায় মল এসে পড়লে যে কেউ ক্ষুব্ধ হবেন। এই ভদ্রলোকও তাই-ই হয়েছেন। কিন্তু প্রশ্ন হল, আকাশ থেকে মল এসে মাথায় পড়ল কীভাবে? এর উত্তর খুঁজতে গিয়ে যা জানা যাচ্ছে, তা বেশ আশ্চর্যের ঘটনা। আসলে আকাশ থেকে এমনি এমনি তো আর মানুষের মল পড়তে পারে না। তা পড়েছে একটি বিমান থেকে। ঘটনা ইংল্যান্ডের।
আরও শুনুন: স্ত্রীকে অভিনব উপহার, নিজেই ঘুরন্ত বাড়ি বানালেন বসনিয়ার এই ৭২ বছরের অধিবাসী
বিমানের মধ্যে শৌচালয় থাকে, এ তো জানা কথাই। একটি বিশেষ চেম্বারে জমা হয় যাত্রীদের বর্জ্য। তাপমাত্রার কারণে তা অবশ্য প্রায় সঙ্গে সঙ্গেই স্বাভাবিক রূপ পালটে ফেলে। পরে সময়মতো জায়গা বুজে সেই বর্জ্য পরিষ্কার করা হয়। কিন্তু এই ভদ্রলোকের সঙ্গে যা ঘটেছে, তা একরকম দুর্ঘটনাই বলতে হবে। কেননা এক্ষেত্রে মল অবিকৃত ছিল বলেই দাবি করা হয়েছে। কোনও কারণে ট্যাঙ্ক লিক করলে এমন ঘটনা ঘটতে পারে। যা হওয়ার সম্ভাবনা খুবই কম। কোটিতে একটা ঘটে এরকম ঘটনা।
আরও শুনুন: লম্বা নাকে গিনেস রেকর্ড, তুরস্কের মেহমত আজিউরেক যেন জীবন্ত বিস্ময়
ভদ্রলোকের মন্দ কপাল বলতে হবে। নইলে তাঁর সঙ্গেই বা এমন ঘটনা ঘটবে কেন! এতটাই ক্ষুব্ধ ছিলেন তিনি যে, রুট ট্র্যাক করে ওই বিমানটির খোঁজও পান তিনি। এবং যথাযথ স্থানে এ বিষয়ে জানান। যদিও গোপনীয়তার স্বার্থে বিমান সংস্থাটির নাম সামনে আনা হয়নি। ঘটনাটি আসলে সামনে আসে, যখন এলাকার কাউন্সিলর করেন ডেভিস এক অ্যাভিয়েশন ফোরামে সবিস্তারে বিষয়টি বর্ণনা করেন।
বাকি অংশ শুনে নিন।