পুজোর তিনদিন মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো। বদলাচ্ছে পরিষেবা শুরুর সময়ও। ডিভিসির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যোগী সরকারের অনুমতি পেয়ে লখিমপুরে গেলেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী-সহ ৫ কংগ্রেস নেতা। পুজোর মুখেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।
হেডলাইন:
আরও শুনুন: 5 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- মণ্ডপ হতে হবে খোলামেলা, পুজোয় ১১ দফা নির্দেশিকা নবান্নের
আরও শুনুন: 4 অক্টোবর 2021: বিশেষ বিশেষ খবর- মৃত কৃষকদের পরিবার পিছু ৪৫ লক্ষ আর্থিক সাহায্য যোগী সরকারের
বিস্তারিত খবর:
1. করোনা পরিস্থিতি কাটিয়ে ছন্দে ফিরছে রাজ্য। ১০-২০ অক্টোবর রাত্রিকালীন কারফিউ তুলে নিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে নয়া সময়সূচি জারি করল কলকাতা মেট্রো। পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী, এই তিনদিনই সকাল ১০টায় শুরু হবে মেট্রো চলাচল। রাত ১১টায় ছাড়বে দমদম থেকে কবি সুভাষ-গামী শেষ মেট্রো এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর আসার শেষ মেট্রো। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০.৪৮ মিনিটে। দু’দিকেই বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত ছয় মিনিট অন্তর চলবে মেট্রো। দশমীর দিন সকাল ১০টায় মেট্রো পরিষেবা শুরু হলেও সেদিন দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ন’টায়। দশমীতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে ৯টা ১৮ মিনিটে। দিনভর ১০ মিনিট অন্তর ছুটবে মেট্রো। করোনার প্রকোপে পুজোর মধ্যে রাতভর মেট্রো চালানো না গেলেও মাঝরাত পর্যন্ত পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো।
2. রাজ্যের আট জেলার বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্র ও ডিভিসিকে দুষেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মমতা। চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ডিভিসি নিয়ে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুক কেন্দ্র। না হলে বন্যা থেকে মুক্তি পাবে না রাজ্য। তাঁর অভিযোগ, ২৪ সেপ্টেম্বরই দুর্যোগের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। হাতে ছিল চারদিন সময়। কিন্তু ৩০ সেপ্টেম্বর প্রবল বৃষ্টির মধ্যে ১০ লক্ষ একর ফুট জল ছাড়ে ডিভিসি। যার জেরে উৎসবের মরশুমে বানভাসী হয়েছে বঙ্গের আট জেলা। জলাধারগুলি সংস্কারের দাবি তুলে গত ৪ আগস্ট কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার জবাব মেলেনি। কেন্দ্রীয় সরকারের এহেন ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।