ভবানীপুরে মনোনয়ন জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় জানালেন, ‘আমি তোমাদেরই লোক’। উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির। মমতার বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
হেডলাইন:
ভবানীপুরে মনোনয়ন জমা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় জানালেন, ‘আমি তোমাদেরই লোক’। মমতার হয়ে প্রচার শুরু মদন মিত্র, শোভনেদেব চট্টোপাধ্যায়ের।
উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির। মমতার বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানালেন গেরুয়া শিবিরের নেতারা।
ত্রিপুরায় জমি শক্ত করতে বদ্ধপরিকর তৃণমূল। ফের সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলায় ১৫ সেপ্টেম্বর আয়োজন বিরাট পদযাত্রার।
মুম্বইয়ে নির্ভয়া কাণ্ডের ছায়া। ধর্ষণ করে নির্যাতিতার যৌনাঙ্গে ঢোকানো হল রড। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা।
আফগানিস্তানে তালিবানি আগ্রাসন অব্যাহত। সংঘর্ষে রক্তাক্ত পঞ্জশির। আমরুল্লা সালেহর দাদাকে হত্যা করল তালিবান।
এবার আরও মনোরম হবে ট্রেনযাত্রা। লোকাল ট্রেনের প্রতি কামরাতে থাকবে টিভি। যাত্রীদের বিনোদনে ঢালাও বন্দোবস্ত রেলের।
বাতিল ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট। সিরিজের ফলাফল নিয়ে অনিশ্চয়তা। বিপত্তি কাটানোর জন্য আলোচনায় দুই বোর্ড।
আরও শুনুন: 9 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- 2014 সালের প্রাথমিক টেট ঘিরে অসন্তোষ, নিয়োগের তথ্য তলব হাই কোর্টের
আরও শুনুন: 8 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- ষড়যন্ত্রের শিকার হয়ে ভোটে দাঁড়াতে হচ্ছে, বিস্ফোরক মমতা
বিস্তারিত খবর:
1. শুক্রবার গণেশ চতুর্থীর দিনে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। ইতিমধ্যে চেতলায় কর্মিসভা সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘ঘরের মেয়ে’র জন্য দেওয়াল লিখন করতে দেখা গিয়েছে মদন মিত্র এবং শোভনদেব চট্টোপাধ্যায়কে। বাকি ছিল মনোনয়ন পত্র জমা দেওয়া। এদিন সেই কাজটাই করলেন।
শুক্রবার আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন পেশ করার পর ভবানীপুরের সঙ্গে নিজের আত্মিক সম্পর্ক বোঝাতে ফেসবুক পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন – ‘মোর নাম এই বলে খ্যাত হোক/আমি তোমাদেরই লোক’।
দলীয় সূত্রে খবর, আগামীতে ভবানীপুরের (Bhabanipur) উত্তম উদ্যানে হিন্দিভাষীদের সঙ্গে একটি কর্মিসভা করবেন মমতা। থাকবেন তৃণমূল সমর্থক, স্থানীয় বাসিন্দারাও। নিজের কেন্দ্র ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন মুর্শিদাবাদের প্রচারে। সেখানের দুই কেন্দ্র – সামশেরগঞ্জ, জঙ্গিপুরে রয়েছে ভোট। একুশের ভোটের আগে এই দুই কেন্দ্রের প্রার্থীদের মৃত্যু হওয়ায় ভোট স্থগিত হয়। ফলে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ৩০ সেপ্টেম্বর ভোট হবে। ২২ ও ২৩ সেপ্টেম্বর – দু’দিন এই দুই কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তুতির জন্য জেলা প্রশাসনের কাছে নির্দেশ দিয়েছে নবান্ন।
2. ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা প্রার্থী দিল বিজেপি। উপনির্বাচনে গেরুয়া শিবিরের প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘গড়’ ভবানীপুরে তাঁর বিরুদ্ধে লড়াই মোটেও সহজ নয়। তবে আত্মবিশ্বাসী বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal)। প্রিয়াঙ্কার কথায়, “এই লড়াই শুধু বিধায়ক হওয়ার নয়, বরং গণতন্দ্র বাঁচানোর”। দল প্রিয়াঙ্কাকে প্রার্থী করায় খুশি তথাগত রায়-সহ তাবড় তাবড় নেতারা।
শুক্রবারই ভবানীপুর উপনির্বাচন ছাড়াও অন্য দুই কেন্দ্র – সামসেরগঞ্জ ও জঙ্গিপুরের ভোটেও প্রার্থীর নাম ঘোষণা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সামসেরগঞ্জের বিজেপি প্রার্থী মিলন ঘোষ, জঙ্গিপুরে লড়বেন সুজিত দাস। ভবানীপুর উপনির্বাচনে সিপিএমের তরফে মমতার বিরুদ্ধে লড়ছেন শ্রীজীব বিশ্বাস।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।