৬ সেপ্টেম্বর থেকে বাড়ছে মেট্রো পরিষেবার সময়সীমা। আফগানিস্তানে সরকার গড়ার পথে তালিবান। কাশ্মীর ইস্যুতেও অবস্থান নিল তালিবান। বিশ্বভারতী মামলায় অন্তর্বর্তী নির্দেশ জারি করল হাই কোর্ট। টোকিও প্যারালিম্পিক্সে দ্বিতীয় পদক জয় অবনী লেখারার। হাই জাম্পে রুপো পেলেন প্রবীণ কুমার।
হেডলাইন:
আরও শুনুন: 2 সেপ্টেম্বর 2021: বিশেষ বিশেষ খবর- করের আওতায় পিএফ অ্যাকাউন্টও, নয়া নিয়ম জারি করল কেন্দ্র
বিস্তারিত খবর:
1. ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। খুলে গিয়েছে সরকারি-বেসরকারি প্রায় সমস্ত অফিস। এদিকে সামনে পুজো। যার জেরে ক্রমাগত ভিড় বাড়ছে শহরের লাইফলাইন মেট্রোতে। সে কথা বিবেচনা করে ফের মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
বুধবার কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার অর্থাৎ ৬ সেপ্টেম্বর থেকে আপ ও ডাউন লাইনে চলবে ২৪৬টি মেট্রো। পরিবর্তন করা হয়েছে শেষ মেট্রোর সময়। সাড়ে ন’টায় শেষ মেট্রো পাওয়া যাবে দমদম ও কবি সুভাষ থেকে। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে ৯ টা বেজে ১৮ মিনিটে। তবে মেট্রো পরিষেবা শুরুর সময়ের কোনওরকম পরিবর্তন হয়নি। একইভাবে শনি ও রবিবার চলবে স্টাফ স্পেশ্যাল মেট্রো।
2. যুদ্ধজর্জর আফগানিস্তানে শুরু হতে চলেছে যাত্রীবাহী বিমান পরিষেবা। শুক্রবার অর্থাৎ ৩ সেপ্টেম্বর থেকেই অন্তর্দেশীয় বিমান চলাচলের কথা জানিয়েছে দেশটির সরকারি বিমান সংস্থা ‘আরিয়ানা আফগান এয়ারলাইন্স’। তবে আন্তর্জাতিক পরিষেবা শুরু হতে এখনও দেরি আছে বলে খবর।
দেশ ছাড়ার আগেই আফগান বায়ুসেনার ৭৩টি বিমান অকেজো করে দেয় মার্কিন ফৌজ। কাবুল বিমাবন্দর দখল করেছে তালিবান। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে রানওয়ে রক্ষণাবেক্ষণ করার মতো পরিকাঠামো এই মুহূর্তে সেখানে নেই। এহেন পরিস্থিতিতে তুরস্ক ও কাতারের কাছে বিমানবন্দরটি পরিচালনা করার আবেদন জানিয়েছে তালিবান বলে সূত্রের খবর।
এদিকে, তালিবানের গতিবিধি নিয়ে ফের উদবেগ বাড়ল ভারতে। কাশ্মীর নিয়ে অল্প সময়ের মধ্যে ভোলবদল তালিবানের। আফগানিস্তানে সরকার গঠনের প্রাকমুহূর্তে তালিবানের মুখপাত্র সুহেল শাহিন জানিয়েছে, বিশ্বের সব মুসলিমদের পাশে আছি তারা। তার মতে, কাশ্মীরের অধিকার নিয়ে কাশ্মীরি মুসলিমদের সঙ্গে কথা বলার অধিকার রয়েছে তাদের। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের এক মুখপাত্র জানান, কাশ্মীরকে ‘মুক্ত’ করার লক্ষ্যে কাজ করবে তালিবান। সেই কারণেই কাশ্মীরের মুসলিম বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলতে চাইছে। এর আগে তারা জানিয়েছিল, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ বিষয় কাশ্মীর। কিন্তু দেশের সরকার গড়ার সময় আন্তর্জাতিক সমীকরণের কথা মাথায় রেখে কাশ্মীর ইস্যুকেও হাতিয়ার করছে তালিবান।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।