এমনিতেই নিজেদের সম্পর্ক-শখ-ভাল থাকাকে পাশে সরিয়ে রেখে কর্মক্ষেত্রের দাবিদাওয়া-ই আগে সেরে ফেলতে চাই আমরা অনেকে। আর সেই কর্মক্ষেত্র যখন ঘরের মধ্যেই এসে হাজির? বাড়ির বাইরের কাজ বাড়ির ভেতরে ঢুকে পড়ার ফলে ঘরের অন্দরটা কি ঠিক আগের মতোই থাকছে? সম্পর্কের একান্ত ব্যক্তিগত স্পেস কেড়ে নিচ্ছে না তো কাজ?
করোনার দৌলতে আমাদের জীবনে জুড়ে গিয়েছে একটা নতুন কথা, ওয়ার্ক ফ্রম হোম। সম্পর্কের মধ্যেও ঢুকে পড়ছে সে। ভাবছেন, কীভাবে? আপনারাই বলুন না, যখন পৃথিবীতে করোনা বলে কিছু আসেনি, তখন জীবনটা বেশ খানিক অন্যরকম ছিল না কি? অফিস থেকে একটা হাফ সিএল নিয়ে এক-আধ দিন টুক করে ঢুকে পড়া যেত সিনেমা হলে। ডেকে নেওয়া যেত পার্টনারকে। কিংবা উইকএন্ডের আগের দিন, অফিস থেকেই সোজা ছুট কোনও রেস্তোরাঁ বা ক্লাবে। পরদিন অফিসে লেট হওয়ার ভয় নেই, তাই সেদিন লেট নাইট পার্টি করতে সমস্যা নেই কারও। আর এখন? বাইরে বেরোনো নাহয় থমকে গিয়েছে করোনার রক্তচক্ষুতে। কিন্তু নিজেরাই হয়তো বাড়িতে প্ল্যান করলেন একটা ডেট নাইটের। সব প্ল্যানে জল ঢেলে দিল বসের একটা ই-মেল। সেদিনই আপনার ঘাড়ে চাপল একটা নতুন কাজ। প্রেমের দফারফা, পার্টনারের মুখ ভার, নিজের হতাশা, সব মিলিয়ে হাতে হ্যারিকেন!
আরও শুনুন: Home + Work From Home – সব সামলে কেমন আছেন কর্মরতা মহিলারা?
যাঁরা যাঁরা ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাঁরা মিল পাচ্ছেন কি নিজেদের সঙ্গে? কথায় কথায় পার্টনারের সঙ্গে ঝগড়া হয়ে যাচ্ছে কি আজকাল? অল্পেই বিরক্ত হয়ে পড়ছেন? হতাশ লাগছে খুব? সমস্যাগুলোকে আগে চিহ্নিত করে ফেলুন। তাহলেই অর্ধেক কাজ সারা। তারপর মাথা ঠান্ডা করে ভেবে নিন এর সমাধান।
আরও শুনুন: Made for each other হবেন কীভাবে? মেনে চলুন এইসব tips
প্রথমত, ভুল বোঝাবুঝি বাড়তে দেবেন না। দুজনে শান্তভাবে কথা বলুন। নিজেদের অসুবিধাগুলো নিয়ে আলোচনা করুন। ঘরের কাজের দায়িত্ব ভাগ করে নিন। যখন যা ইচ্ছে না করে প্ল্যান করে গুছিয়ে কাজ করুন। তাতে নিজেও খানিক অবকাশ পাবেন। যদি এমন হয় যে আপনার সঙ্গীর হাতে সময় বেশি, সেক্ষেত্রেও তার ওপর সব কাজের ভার চাপিয়ে দেবেন না। আপনার সময়মতো তাঁকে কমবেশি সাহায্য করুন। দায়িত্ব নিলে প্রেম বাড়ে, জানেন তো?
দ্বিতীয়ত, ব্যালান্স রাখুন। কাজকে তো সময় না দিয়ে উপায় নেই। কিন্তু ঘরটাকেও সময় দিন। আপনার নিজের জন্যই, সম্পর্ককে সুন্দর রাখুন, সতেজ রাখুন। না হলে, কাজের ক্লান্তির পর কোথায় ফিরবেন আপনি?
বাকি অংশ শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।