কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পরই নড়েচড়ে বসল আমেরিকা। ভারতে আসা আফগানদের এখনই ‘শরণার্থী’ তকমা নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি। বিপাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শুরু হয়েছে তদন্ত।
হেডলাইন:
কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পরই নড়েচড়ে বসল আমেরিকা। হামলাকারীদের রেয়াত করা হবে না। হুঁশিয়ারি প্রেসিডেন্ট জো বাইডেনের।
ভারতে আসা আফগানদের এখনই ‘শরণার্থী’ তকমা নয়। ঘোষণা বিদেশমন্ত্রকের। আপাতত দেওয়া হবে ভিসা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় খুনের হুমকি। বিপাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। শুরু হয়েছে তদন্ত।
নজিরবিহীন সিদ্ধান্ত। স্নাতকোত্তরের সমস্ত কোর্সে ফি মকুব। অতিমারী আবহে বড়সড় সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের।
ত্রিপুরায় ফের তৃণমূলের কর্মসূচিতে হামলা। জখম একাধিক। কলকাতায় সুদীপ রায় বর্মন-সহ ৩ বিজেপি বিধায়ক। তুঙ্গে তৃণমূলে যোগের জল্পনা।
আফগানিস্তানের জেল থেকে মুক্ত জইশ জঙ্গিদের নিয়ে ভারতে হামলার ছক। পরিকল্পনা মাসুদ আজহারের। সতর্ক ভারতীয় প্রতিরক্ষা মহল।
করোনা মোকাবিলায় নয়া পদক্ষেপ। এবার টিকা আনছে মুকেশ আম্বানির সংস্থা। মিলল ট্রায়ালের অনুমোদন
আরও শুনুন: 26 আগস্ট 2021: বিশেষ বিশেষ খবর- কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ, আশঙ্কা বহু হতাহতের
বিস্তারিত খবর:
১। কাবুলে ধারাবাহিক বিস্ফোরণে মার্কিন সেনা-নাগরিকের মৃত্যুর পরই গর্জে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী বা ISIS-কে চ্যালেঞ্জ ছুড়ে বললেন, “কোনও ক্ষমা নেই। যেখানেই থাকুক এক-একজন অপরাধীকে খুঁজে খুঁজে মারব।”
বৃহস্পতিবার রাতে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর। মূলত বিমানবন্দরে চত্বরে জোরালো বিস্ফোরণ হয়। সেই সময় তালিবান অধিকৃত আফগানিস্তান ছাড়তে চাওয়া কয়েক হাজার আফগান নাগরিক জড়ো হয়েছিলেন বিমানবন্দরে। আফগান নাগরিকদের নিয়ে মার্কিন বিমান ওড়ার আগেই পরপর বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন মার্কিন সেনা জওয়ান রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরপরই আইসিসকে চরম হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বললেন, “যারা এই হামলার সঙ্গে যুক্ত। কিংবা যারা আমেরিকার অনিষ্ট চাইছে, কাউকে রেয়াত করা হবে না। খুঁজে খুঁজে মারব তাদের। এর মূল্য চোকাতেই হবে।” মার্কিন প্রেসিডেন্টের এহেন হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও এই হামলাকে প্রশাসনিক ব্যর্থতা বলেই মনে করছে মার্কিন মুলুকের অনেকে। কেন প্রেসিডেন্ট বাইডেন এর দায় নিয়ে পদত্যাগ করবেন না, সেই প্রশ্ন তুলেও সরব মার্কিন জনতা।
২। তালিবানের দখলে আফগানিস্তান। সেখানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে ঝাঁপিয়েছে ভারত। আফগান শিখ এবং হিন্দুদের উদ্ধার করতেও সাহায্যের আশ্বাস দিয়েছিল দেশ। তবে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি শুক্রবার জানিয়ে দিলেন, আগামী ৬ মাসের মধ্যে আফগান নাগরিকদের ‘শরণার্থী’ তকমা দেবে না ভারত। আপাতত ৬ মাসের ভিসা দেওয়া হবে তাঁদের। তারপর এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন তিনি।
গত ১৫ আগস্ট কাবুলে তালিবান জঙ্গিদের প্রবেশের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যায় আফগানিস্তানে ফের শুরু হতে চলেছে তালিবান যুগ। এই পরিস্থিতিতে দেশ ছাড়ার হিড়িক দেখা যায় আফগানদের মধ্যে। ভারতেও ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন বহু আফগান। তবে তাঁদের যে ‘শরণার্থী’ তকমা এখনই দেওয়া হবে না তা পরিষ্কার করে দিল ভারত। অরিন্দম বাগচি জানিয়েছেন, প্রাথমিক গুরুত্ব পাবে নাগরিকদের নিরাপত্তাই। আফগানিস্তানে ঠিক কতজন ভারতীয় আটকে রয়েছেন তা এখনও ভারত জানতে পারেনি বলেও জানিয়েছেন তিনি।
বিশেষ বিশেষ খবর শুনে নিন প্লে-বাটন ক্লিক করে।